Sunday, 31 August 2014

মহাকাল ........

মহাকাল
কি তব সৃষ্টি
দিলে না ধরা
তবুও মন তাকেই চায় !-৩১.০৮.২০১৪

সর্বনাশী.......

সর্বনাশী এ নেশা
আমার অধপতন
আটকায়
সাধ্য কার ........!-৩১.০৮.২০১৪ 

সেকাল ও একাল

অনেকখানি  না পাওয়া দিয়ে
একটু রিক্ততা পূর্ণতার আশায়
এক চির অসম্পূর্ণ
মধ্যস্থতা !
যেন সেকাল
ও একাল!-৩১.০৮.২০১৪

শ্রীপর্না........ তোমাকে বলছি

ওই যে ছোট্ট  মেয়ে'টা
আবর্জনার স্তুপ ঘুরে বোতল কুড়োয়
একদিন বসন্ত আসবে নাকি
ও'র জীবনেও !
আমার ভাবনায় যেভাবে সম্পুর্ণা বাড়ে
ও তো বড়ো হয় ও'র বাবা'র চোখে !
ও'র বাবা তবে কি বেহিসেবি
নাকি ও'র মা ও অসহায় তোমারই মতো
শ্রীপর্না........!-৩১.০৮.২০১৪

প্রেমের কবিতা

খোলা বুক অহংকারী
খোলা চুলে কবিতার বর্ষা
এবার আঁধার নামলো
সৃষ্টিলগ্নে মগ্ন অন্ধ দু'টি প্রান !-৩১.০৮.২০১৪

Friday, 29 August 2014

অনামিকা ..........

ও'র অসম্পূর্ণতায়
অনামিকা
পূর্ণতায়
অপরাজিতা !-১৬.০৮.২০১৪

শশী কে জ্যোত্স্না



ডুবে যাবো কাব্যে
তবুও তোমার কবিতায়
আমি অধরা
থেকে যাবো !-৩০.০৮.২০১৪

লেওনার্দ---মোনালিসা

চাঁদের গায়ে 
রক্ত ছাপ !
তুমি যদি মোনালিসা হতে
আমিও লেওনার্দ হতাম !-২৯.০৮.২০১৪

Thursday, 28 August 2014

...........

তোমার
উর্বর উপতয়্কা
আমি অক্লান্ত
লাঙ্গল চষি !-১৫.০৮.২০১৪

Wednesday, 27 August 2014

স্বাধীনতার সুখ

হারিয়েছি বলেই জানি
পরাধীনতা সুখের নয় !
স্বাধীনতা সুখ না দিক
সূর্যাস্তের প্রশান্তি উজানেই আসে ! - ১৫.০৮.২০১৪

``````````স্বাধীনতা.........

প্রাগৈতিহাসিক কথা
দিন খোঁজে সম্পর্ক
রাত খোঁজে স্বাধীনতা !-১৫.০৮.২০১৪

Tuesday, 26 August 2014

````````হাহাকার .........

একটা খোলা আকাশ
পাখি হতে পারলে না !
সমুদ্র
রত্ন খুঁজে পেলে না !
জীবন
বাঁচার মানে কি
কেবলি হাহাকার ?-২৫.০৮.২০১৪

`````খোঁজ ~~~~~~

খোঁজ
জীবন জুড়ে
অনন্তের পথিক
তাই
নিখোঁজ !-২৫.০৮.২০১৪

পারুল তোমাকে ,

পারুল তোমাকে ,

ওই বিভাজিকার রহস্যে
তুচ্ছ অনন্ত !-২৬.০৮.২০১৪

Monday, 25 August 2014

"মুক্তি আমি পাইনি !"

আজ আমার কেবলি হাসি আসে
মানুষজন সকলেই আমায় আপন ভাবে
বকলমে
মনের কথা বলে !
ভাবি
কিছু কি আদৌ করা সম্ভব
নাকি এই দিনগত পাপক্ষয়
একদিন আমাকে গ্রাস করবে !
মহাকালের সামনে সেদিন কি
মাথা তুলে বলতে পারবো.....!
"আমি পারিনি
তোমার আলোক ,আকাশ ,বাতাস
সব তুমি উজাড় করে দিয়েছিলে
"মুক্তি আমি পাইনি !"  -২৫.০৮.২০১৪

Saturday, 23 August 2014

অব্যক্ত ..........

আজ বুক পুড়ে যাক আগুনে
বানভাসি কামনা'রা
মেলুক ডানা !
পূর্নিমা 'র পূর্ণ চন্দ্র
ঢাকা থাক মেঘে !
কেবল তুমি আর আমি
না হয় কিছু কথা
রইলো অব্যক্ত
..........................!!!২৩.০৮.২০১৪ 

~ কবিতার বাসর ~

আজ সাজবে কবিতার বাসর
নীল্ আকাশের বুক চিরে
উড়ে যাবে অচিন পাখি
অট্টালিকার দেওয়াল সব
ঢেকে যাবে সেই ছায়ায়
আকাশ ভাসবে জ্যোত্স্নালোকে
শুধু চেয়ে থাকবে কবি
লেখা হবে কবিতা !-২৩.০৮.২০১৪

Saturday, 16 August 2014

স্বাধীনতা 'র সৌজন্যে

স্বাধীনতা'র
মূল্য 
গান্ধী লেনিন নয় 
স্বাধীনতা 'র 
সৌজন্যে 
তসলিমা -শর্মিলা !-১৪.০৮.২০১৪

Thursday, 14 August 2014

~~~ লজ্জা ~~~~

আরও একবার 
লেখা হোক লজ্জা
আরও একবার 
না হয় বয়কট হব 
কলম থামেনি 
থামবে না 
একবার ভাঙলে কি 
দু'বার গড়া যায় ?-১৪.০৮.২০১৪
*****************************************************
Once again
Let's re-write the "Shame"
Once again
Let me be boycotted
Neither it stops
Nor it'll be
What that destroyed once

Can it be re-built?-14.08.2014

Wednesday, 13 August 2014

~~~ আসা

ঘুম নেই চোখে 
ব্যর্থতা 
নাকি 
স্বপ্নের উরান
কৃষ্ণপক্ষের চতুর্দশী
নাকি 
শুক্লপক্ষের দ্বিতীয়া 
হারানোর কিছু নেই 
তবুও তো 
পাওয়ার আসা !-১৩.০৮.২০১৪

তিমির ও তন্দ্রা



একদিন
একটা রাত
তুমি
আমার মতো
তুমি তন্দ্রা
আমি তিমির
লোকে বোলুক না
যে যাই ভাবুক
তুমিও জানো
আমিও যা চাই
আইন করে তো
ধর্সন বন্ধ হয়না
তাই তো তোমার
সম্মতি চাই
নিদারুন এ
গ্রীষ্মের দাবদাহ
অগ্নিপরীক্ষায়
উত্তীর্ণ হতেই পারো
কি পাবে তাতে ?
কবি'র নিবেদন
কবিতা' র স্বার্থে !
তুমি তন্দ্রা
আমি তিমির !-১৩.০৮.২০১৪














রাত নামলে

রাত নামলে 
শিকর মাটি খোঁড়ে 
জল খোঁজে !-১৩.০৮.২০১৪

Tuesday, 12 August 2014

````ভালো থেক.....

ভালো থেক প্রিয়তম
একদিন  ভাতার টানে উজানে
ধরা তুমি দেবে
আমি জানি !-১২.০৮.২০১৪

Friday, 8 August 2014

তোমাকে দিলাম ......

আমি জলছবি তে তোমায় এঁকেছি
কে বলে জলে দাগ কাটা যায় না
দেখো আমি কেটেছি !
আমি জলছবি তে তোমায় এঁকেছি
তোমায় যেন কেউ দেখতে না পায়
তাইত তোমায় মনে এঁকেছি !
বুকের লালে কি কালো আসে
চকের তারে ধরে রেখেছি
আমি জলছবি তে তোমায় এঁকেছি !০৭.০৮.২০১৪