আজ আমার কেবলি হাসি আসে
মানুষজন সকলেই আমায় আপন ভাবে
বকলমে
মনের কথা বলে !
ভাবি
কিছু কি আদৌ করা সম্ভব
নাকি এই দিনগত পাপক্ষয়
একদিন আমাকে গ্রাস করবে !
মহাকালের সামনে সেদিন কি
মাথা তুলে বলতে পারবো.....!
"আমি পারিনি
তোমার আলোক ,আকাশ ,বাতাস
সব তুমি উজাড় করে দিয়েছিলে
"মুক্তি আমি পাইনি !" -২৫.০৮.২০১৪
মানুষজন সকলেই আমায় আপন ভাবে
বকলমে
মনের কথা বলে !
ভাবি
কিছু কি আদৌ করা সম্ভব
নাকি এই দিনগত পাপক্ষয়
একদিন আমাকে গ্রাস করবে !
মহাকালের সামনে সেদিন কি
মাথা তুলে বলতে পারবো.....!
"আমি পারিনি
তোমার আলোক ,আকাশ ,বাতাস
সব তুমি উজাড় করে দিয়েছিলে
"মুক্তি আমি পাইনি !" -২৫.০৮.২০১৪
No comments:
Post a Comment