Saturday, 23 August 2014

~ কবিতার বাসর ~

আজ সাজবে কবিতার বাসর
নীল্ আকাশের বুক চিরে
উড়ে যাবে অচিন পাখি
অট্টালিকার দেওয়াল সব
ঢেকে যাবে সেই ছায়ায়
আকাশ ভাসবে জ্যোত্স্নালোকে
শুধু চেয়ে থাকবে কবি
লেখা হবে কবিতা !-২৩.০৮.২০১৪

No comments: