তুমি বলো
যার শুরু হয়েছে
তা শেষ হবে !
বলতে পারো
তুমি কি
অসীম কি ছুঁয়েছে ?
জানো কি
আকাশের বিস্তৃতি
যদি পারো
আমিও তোমার
কথা দিলাম !
আমায় পেতে
পারবে না
মেনে নিতে
যার শেষ নেই
তারও শুরু হয় ! -১৫.০১.২০১৫
যার শুরু হয়েছে
তা শেষ হবে !
বলতে পারো
তুমি কি
অসীম কি ছুঁয়েছে ?
জানো কি
আকাশের বিস্তৃতি
যদি পারো
আমিও তোমার
কথা দিলাম !
আমায় পেতে
পারবে না
মেনে নিতে
যার শেষ নেই
তারও শুরু হয় ! -১৫.০১.২০১৫
No comments:
Post a Comment