Sunday, 5 July 2015

আর কিছু নয়.....

সময় সময়
আমার পাগল পাগল লাগে !
খুব অসহায় আমি
অসময়ের সাথে সময়ের দ্বন্দ !
আমি আসামী
আমার বুকে তৃষ্ণা !
তোর্ জরায়ু ধোঁয়া জল যদি পাই
আর কিছু নয় !-০৫.০৭.২০১৫

No comments: