সূর্যাস্তের ঠিক পরে
যখন সন্ধ্যা শৃঙ্গার মগ্ন
রাতের বাসরে
স্বপ্নে'রা ইতিমধ্যে
প্রানচঞ্চল !
জ্যোত্স্না ওদের সহায়
সেই কবে থেকে
যুগ যুগান্তর
নাকি আলোকবর্ষ
প্রাচীন এ প্রথা !
রুপকথা'রা স্নানে
গেলে ব্রহ্মা জেগে ওঠেন
উনি স্রষ্টা হতেই পারেন
তৃষ্ণা 'র মার্জনা কারো নেই !
বাস্তবের মাটিতেও ছবিটা
একইরকম
কিছু আঙ্গুল হাতড়ায়
কিছু রোমন্থন অবিরাম !-০৪.০৭.২০১৫
No comments:
Post a Comment