স্বপ্নের আঙ্গিনায় মেঘ
মেঘের প্রেরনায় বৃষ্টি
প্রতিদিনই কতো আগ্নেয়গিরি
থেকে লাভা বেরোয়
উত্তাপ তাতে কমে'না
উত্তাপের নিজের শর্ত আছে
আজ আমি কল্পনার লাশঘরে
ইতি উতি লাশেদের ঢিবি
তারই মাঝে
একটা শীতল দেহ
আমি সুচ ফুটিয়ে দেখলাম
কোনো সাড়া-শব্দ নেই !
ও একটা মেয়ে
হ্যান আমি জানি
মেয়ে শুনলেই চোখের সামনে
মিনি স্কার্ট ভাসে !
আমি তো কবি
ডুবে ডুবে জল খাই !
প্রসঙ্গে আসা যাক
পথ চলা
এক এক সময়
মনে হয় যেন শহর'টা বড়
আকাশ টা ছোট !
আমি জানি তোমাদের ও হয়
প্রাণ চায় সবারই
চোখ ফেরাতে হয় !
যা বলছিলাম
সেই লাশঘরের কথা
তা সেখানে দেখি নির্জীবের মতো
মেয়ে টা পরে রয়েছে !
আমি একা নই
আরও সব মানুষ জন
সবাই দেখছে
সহমর্মিতাও আছে ওদের মনে !
আমার ওসব আসে না
আমি দর্শন খুঁজি
কি জীবন্ত কি মৃত !
ওরা কিন্তু অন্য কিছু খুঁজছে
সাদা চাদরে ঢাকা মেয়েটা
একজন চাদর'টা সরিয়ে দেখতে গেলো
অন্যজন তার হাত টেনে ধরলো !
আমি নীরব দর্শক
এবার অন্য আরেকজন
পুনরাবৃত্তি !
অবশেষে চাদর টা সরানো হলো
সরালো তারই এক আত্মীয় এসে !
সম্পর্কের সংজ্ঞা যদিও অজানা সকলের
আবেগের সম্ভবত !
আজন্ম লালিত আশ সবার চোখ তখন খুঁজছে
কিন্তু কি অদ্ভুত
মেয়ে'টা র পরনে মিনিস্কার্ট
বুক ঢাকা কাপড়
মুখ'টা নিস্পাপ !
শুধু ও'র কপাল জুড়ে
কালো একটা কাপড়
তাতে লেখা
"সভ্যতা তুমি কার ?"
প্রসঙ্গত
রক্তের ছিটে স্কার্টের ইতস্তত !-০৪.০৭.২০১৫
No comments:
Post a Comment