Monday, 31 August 2015

শুভ রাত্রি

যাই এবার
ক্লান্তি'র ডাক এসেছে
আজ আমাদের
সহবাস
শুভ রাত্রি ! - ৩১.০৮.২০১৫ 

অব্যক্ত ...

নির্ধারিত সময়
স্বার্থপর
দৈনন্দিন
একটাই জীবন
অনেক কথা
না বলা থেকে যায় !-৩১.০৮.২০১৫

চিত্ত দুর্বল...

বেপরোয়া উন্মাদনা
বিকলাঙ্গ আবেগ
হাতে মাংসল অঙ্গীকার
তবুও চিত্ত দুর্বল ! - ৩১.০৮.২০১৫

লেখার দায় জীবিত..........

ক্ষুধার রাজ্যে
বেশ কাব্য করেই
বেঁচে আছি !
আমার পূর্বপুরুষ
নজরুল ,বিদ্যাসাগর
নোবেল পাবে বলেই কি
গীতাঞ্জলি লিখেছিলো
লোকটা !
তোমরা ভুল বুঝোনা
আমি জীবিকার দায় লিখিনা
লেখার দায় জীবিত ! - ৩১.০৮.২০১৫

অমোঘ লীলা .........

অমোঘ মহাকালের লীলা
শেষ কালে
ভঙ্গুর
তবুও বেঁচে আছি ! - ৩১.০৮.২০১৫

আটক সময়

সময় আটকে ঘড়ির কাঁটায় 
দমের খেলা প্রতিটি চুম্বন 
উর্দ্ধ মুখী পারদ 
জীবনের গান গায় !-৩০.০৮.২০১৫

সময়ের আগে কেউ বোঝেনা.........

এই তো একলা ভালো আছি
এতটা ভালো আগে থাকিনি
আমি দেখছি তুই হাসছিস
মাঝে মাঝে আবার
মুখ লুকিয়ে চোখ মুছছিস
ভাবছিস মনে মনে
আমি থাকলে ভালো হতো
পারতাম না রে
তোকে সঙ্গে নিয়ে সুখে থাকতে
ভালোবাসা এমনি
আমরাই ভুল বুঝি
নিরাপত্তাহীনতা প্রতি মুহুর্তে ঘিরে থাকে
ভালোবাসা'র কক্ষপথ !
পৃথিবীর নিয়মই তাই
চাঁদ কে ভালোবাসি
সে কি আকাশ থেকে নেমে আসে
আমাদেরই তারা হতে হয়
মাটিতে নেমে আসলে
কেউ মূল্য দেবে বল !
তুই বুঝবি বলেই বলছি
সবাই বোঝে না
সময়ের আগে কেউ বোঝেনা !-৩১.০৮.২০১৫

Sunday, 30 August 2015

ইচ্ছে কথা ........১

আমার নাম ইচ্ছে
আমার পৃথিবী ইচ্ছে পৃথিবী !
আমার পৃথিবীতে কোনো দেশ ভাগ নেই 
তোমাদের মতই পাঁচ তত্বের মিলন আমার পৃথিবীতে !
যদিও এই পাঁচ তত্ব তোমাদের ধারণার তত্ব নয় ,এ হলো আবেগ,অনন্ত ,ইতিহাস ,স্মৃতি ও ভালোবাসা !
ইচ্ছে পৃথিবীর তৃষ্ণা ও জীবনের স্রোত আবেগ ;ভুমিস্বরুপ সর্বংসহা অনন্ত ,প্রাণবায়ু স্বরূপ নিরন্তর ইতিহাস ,তোমাদের শুদ্ধি ও দহন যেমন অগ্নি 'তেমনি আমাদের স্মৃতিতে !আর আকাশ যার কাছে আমার সত্তা সমর্পিত তা হলো ভালোবাসা। তবে আমি একা নই আরও অনেকে আছে আমার এই ইচ্ছে পৃথিবীতে। তবে ইচ্ছে পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ তোমাদের পৃথিবীর নারী নাম্নী জীব !তোমরা অনেক নাম দিয়ে থাকো মা,বোন্ ,প্রেমিকা ,কন্যা ,স্ত্রী !

কিন্তু ওদের শেষ পরিচয় গিয়ে দাঁড়ায় স্ত্রী ;তোমরা দেখো যন্ত্র রূপে ওরাও প্রথম প্রথম স্বপ্ন দেখে।!
কিন্তু যান্ত্রিকতা সময়ের সাথে ক্লান্তি আনে ;ও'রা তখন আকাশ খোঁজে ভালোবাসা'র। 
ওদেরও যে তৃষ্ণা আছে আবেগের ,প্রাণবায়ু পেতে ইতিহাসের জানালা খোলে ;স্মৃতির তর্পনেও যখন ও'রা ত্রান পায়না;শেষ পথ টাই বেছে নেয়। আত্মসমর্পণ করে সর্বংসহা অনন্তের কাছে।

(ক্রমশ :......)

৩০.০৮.২০১৫

জীবনী লিখছি তাই.....

হতেই পরি ক্ষণজন্মা
নই যে তবু বেজন্মা !
ক্ষুধিত পাষান
কারা-মরু
বুকের মাঝে কল্পতরু !
জীবনী তো
জীবনের কথা যে বলে
মৃত্যু মুখী সময়
বিন্দু তে চায় সিন্ধু !
চোখের তারায়;আকাশ তাইতো
জীবনের স্বার্থে কলম
জীবনী লিখছি তাই !-৩০.০৮.২০১৫

চাতকের অভিমান ....

তুমি সঙ্গ দাও
বলেই হয়তো
তোমার কাছে আশা টা বেশি !
চাতকের অভিমান
চিরদিন মেঘের ওপর !২৯.০৮.২০১৫

Saturday, 29 August 2015

তোকে মনে পড়ে ...

একলা রাত জোনাকি'রা আলো করে
তোকে মনে পড়ে
সদ্যজাত শিশু 'র আর্ত চিত্কারে
তোকে মনে পড়ে
যমুনা তীরে কাশবন
মেট্রো যাত্রী আমার শহরে
তোকে মনে পড়ে
সুনসান রাজপথ
রাজ্ ঘাটে গান্ধী পড়ে
তোকে মনে পড়ে !
সূর্য ডুবলে বাতি জ্বলে
শহর আমার আলোয় ভরে
তোকে মনে পড়ে !
ঢাল উবুড় ফ্লাই ওভার
তোকে খুঁজে হন্যে নিশাচর
তোকে মনে পড়ে !
একলা বিছানা বালিশ চাদর
রাজদন্ড কেঁদে মরে 
তোকে মনে পড়ে !
অন্ধ কানাই আলো দেখেনি
অন্ধ গলিতে তোকে খোঁজে
কথায় আছে
বিড়ালের ভাগ্যে শিকে ছেড়ে !
তবুও আমার দুঃস্বপ্ন শেষে
প্রতি স্বপ্নের স্বপ্নিল দেশে
জানিনা কেন তোকে মনে পড়ে !
আর কতোদিন এভাবে
এতো কাছে থেকেও এত দুরে
দূর থেকে দুরে
আরও দূরে
কয়েক আলোকবর্ষ যদি দি পাড়ি
আমার কবিতার খাতায়
শেষের পাতায়
তুমি লিখে রেখো
একদিন কবি বলেছিলো
"তোকে মনে পড়ে"  !- ২৮.০৮.২০১৫

Friday, 28 August 2015

ব্যতিক্রমী ....

পাঁচ আঙ্গুল 
এক হয়না 
বুকের বামে 
ঈশ্বর থাকেন 
আমার ডান হাতে 
যৌন আবেগ প্রাণ পায় !
সব মায়ের ইচ্ছা 
সন্তান যেন থাকে 
দুধে ভাতে.......
বিতর্কিত চরিত্র 
কবি মাত্রেই !
পরকীয়া অবধারিত 
কবি'র জীবনে 
তুমি ব্যতিক্রমী 
হয়োনা যেন.......... !- ২৮.০৮.২০১৫

Thursday, 27 August 2015

এমন মিলন যদি পাই.........

আজ অনেকদিন সূর্য ওঠা দেখিনা
কিন্তু রাত নামলে জ্যোত্স্না দেখি.....

জ্যোত্স্না একসময় তোমার সতীন ছিলো
মনে পড়ে কতো অভিমান করতে ...............!

বৃষ্টি ভেজা পূর্ণ চন্দ্র রাতে
সেদিন যখন
প্রথম ছুঁয়েগেছিলো
আত্মা আমি কে !

ভোলার নয় সে দৃশ্য
যেন ঝরনা মিশে যাচ্ছে প্রপাতে
ইন্তেলেক্তুয়াল লোকে চোদাচুদি বলে
যদিও সম্প্রতি জানা গেছে
ওসব ও'রা না জেনেই বলে !

সেদিনের অনুভব
আজও শিহরণ তোলে !

তোমার নখের তীব্র আঁচড়ে রক্তিম বুক
যেন সূর্যাস্তে গোধুলি !

খুঁজেছিলে হয়তো পুরুষের আবেগ
ভাবা যায় এমন মিলন...........!!!

সৃষ্টি ও সত্তা একই দেহে লীন
বদ্ধ প্রতিশ্রুতি যেন মিলন চিরন্তন !

হন্যে হয়ে আমার বুকে
ক'টা জন্মের অতৃপ্তি পূর্ণ হয়েছিলো ?
তুমি বলোনি ......

তবে আমি বলতে পারি
১০০ জন্ম বেদুইন হতে পারি
এমন মিলন যদি পাই !-২৭.০৮.২০১৫

ভাবনা'র অবকাশ থেকে যায়

কাদা কাদা
যৌবন তোমার
আমার কুমোর কুমোর আবেগ
ভাঙ্গি গড়ি কতো ভাবে
তুমি সেই জীবন
যা শেষ নেই কবিতা'র খাতায়

ভাবনা'র অবকাশ থেকে যায় !-২৭.০৮.২০১৫

Wednesday, 26 August 2015

অভাগা সিঁদুর

কোনো এক অনুরণন
নাম দিলে ভালোবাসা !
এক চুটকি সিঁদুর
তাও তো দিলে না !
তবুও তোমাকে
নিঃশ্বাসের আশ্বাস দিলাম !
আর তুমি কিনা
চোখ বুজলে !
তাজমহল তো চাইনি
তোমার কাছে  !
জীবনের দাম ভুলিয়ে দিলে
এক চিলতে অভাগা সিঁদুর দেখে ! - ২৬.০৮.২০১৫

Tuesday, 25 August 2015

ভালোবাসবে বলেই কি....

আমাকে
ভালোবাসবে বলেই কি
আমার মৃত্যু চেয়েছিলে ! - ২৫.০৮.২০১৫

একবার নেমে আয়........

তোর্ অহমিকায় ভাটা পড়বে
চাঁদ
একবার নেমে আয়
মাটিতে !-২৪.০৮.২০১৫

আয়োজন ....

ভালো থাকারই আয়োজন
বেঁচে থাকলে চিন্তা
পরকালে চিতা !-২৪.০৮.২০১৫

Mohiyosi Matamohi

Provater prova
jano poroshmoni
mone praane
enechile aagomoni
bejechilo vorai
dekhechilam robi
robir dosor
Suprava kobi
mohiyosi matamohi
aamar tumi
pranam niyo
tomar aasish
aamar siromoni
tomar sneher
   Baadshah-Likhito 21.08.2012,Mongolbaar

Monday, 24 August 2015

কথা দাও ....

তোমার চোখে জল মানায় না
যেমন আমার বুকে তৃষ্ণা
আমার তৃষ্ণা সমর্পিত চিতায়
তুমি যেন কেঁদো না
আমার শেষ ইচ্ছা
কথা দাও
কাঁদবে না........!!!-২৪.০৮.২০১৫

কি নাম তোমার ?

স্বপ্নে দেখেছি সুন্দরী এক
সে যে অপরুপা
সে যে তুমি !
তোমাতে পেয়েছি নিজেরে আমি
যা কিছু হেরেছি পেয়েছি তোমাতে !
ভুল বুঝোনা আমায়
ভুল আমিও অনেক করেছি !
সিঁদুরী প্রতিমা দেখিনি এমন
ফেরেনি চোখ তোমায় দেখে !
যে  লাবন্যে চির উজ্জ্বল রবি
নীরা-কে ছুঁয়ে সুনীল হলো কবি !
বিভ্রান্ত পথে আজও বনলতা সেন
কি নাম তোমার ?-২৩.০৮.২০১৫

Sunday, 23 August 2015

বউ কথা কও .........

ভেঙ্গে গেলে খেলনা
কাঁদতিস
আজও কাঁদিস.....
যা ভাঙ্গে
সব তো খেলনা নয় !
সেদিন বুঝিসনি
আজ বুঝিস........
যদিও বা
ফেলনা নয়
ভাঙ্গা খেলনা
তাই না..........!

তাই
কাঁধ খুঁজিস
কোন খুঁজিস
নিদেনপক্ষে !
বুক পেলে মাথা রাখিস
নিদেনপক্ষে
মুক্তি খুঁজিস !
শেষ নিঃশ্বাস ফেলিস
সবার অজান্তে
তবুও তুই
চোখের জলে আয়না !
আয় না 
কত কথা বলি
কপালে সিঁদুর তুলি
ও কথা বলে না........

বউ কথা বলে না ! - ২৩.০৮.২০১৫

প্রেম মানিনা....

চিতায় ভস্ম করেছো প্রেম নয়
যতোবার চোখে জল এনেছো প্রেম নয়
হাতে হাত পথ চলেছো প্রেম নয়
আবেগ বাঁধ ভেঙ্গেছে প্রেম নয়
বন্ধক সত্তা সাত পাকে আমি প্রেম মানিনা
তুমি ডেকে পর করেছো প্রেম মানিনা
যুক্তাক্ষর ভেঙ্গে বেদনাদের অপর নাম প্রেম মানিনা
স্বপ্ন চোখে চিতা হয়ে যায় ;কিছু কবিতা'র পিন্ডদান প্রেম মানিনা !-২৩.০৮.২০১৫


Saturday, 22 August 2015

আমরাও অনেক স্বপ্ন এঁকেছি....

কে দিয়েছে তোমাকে অধিকার 
চোখে জল আনা'র
ভুলে যাও কি করে ওই চোখ দিয়ে একদিন
আমরাও অনেক স্বপ্ন এঁকেছি !-২১.০৮.২০১৫

পিন্ডদান

নেশা টা 
অবলুপ্তি'র
বিলুপ্ত আবেগেদের 
একটা পিন্ডদান !-২১.০৮.২০১৫

Friday, 21 August 2015

পাওয়া গেছে চিরকুটে লেখা ....

"করার মধ্যে
উদ্দ্যেশ্যহীন জীবন যাপন
জীবিকা
এক যোগ্য লেখিকা'র খোঁজ !
কারণ
সম্প্রদান করতে চাই
সামর্থ্য
অনন্ত যৌবন ,আয়ু  !

সঞ্চয় এর খাতে
অজস্র অনিশ্চয়তা
জীবনের খোঁজে
এক পথহারা পথিক ! "
পাওয়া গেছে চিরকুটে লেখা
সদ্য মৃত এক কবি'র কাছ থেকে ! -২১.০৮.২০১৫

অসীমের যাত্রা...

কিছু যুগ চলে যাবে 
কেটে যাবে কিছু আলোকবর্ষ !
যা অপরিবর্তিত
তা কিছু সমীকরণ মাত্র !
তুমি ও আমি 
তুমি শুন্য 
আমি অসীম 
কারণ ,
অসীমের যাত্রাও 
শুন্য থেকেই শুরু হয় !-২০.০৮.২০১৫ 

Thursday, 20 August 2015

জীবনের অভিজ্ঞান...

বাড়িয়ে দাও প্রানের স্পন্দন
জড় কে দাও জীবন
হোক দায়মুক্ত প্রাণ
জীবনের অভিজ্ঞান লেখা হোক !-১৯.০৮.২০১৫

"ব্যক্তিগত"

কিছু আবেগ ব্যক্তিগত 
জীবনানন্দের যেমন বনলতা !
এক কবি তোকে ভালোবেসেছিলো
আজও হয়তো বাসে কেউ !
স্বচ্ছ জানবি 
কবি'র প্রেম
খাদ থাকে না তাতে !
কেবল একটু আরম্বড়হীন
বলা যায় "ব্যক্তিগত" !-১৯.০৮.২০১৫

Wednesday, 19 August 2015

সুফি নই আমি....

প্রশান্ত  
সুফি নই আমি !
ধীর
ভিসুভিয়াস তুমি !-১৯.০৮.২০১৫

মায়া কোরো না.....

আজ নিয়ম ভঙ্গ
ক্লান্তি'র দেশে
আজ মধু রাতে
মায়াবী হও
আমি হই নির্মম
আজ মায়া কোরো না !-১৯.০৮.২০১৫

তুমি আর আমি

ক্লান্ত শিরায়
উত্তাপ হিমাঙ্কের নীচে
আজ ঘুমের দেশে
স্বপ্ন বিদায়
শুধু 
তুমি আর আমি !-১৯.০৮.২০১৫

তোকে পেতাম কোনোদিনও ?

ঠান্ডা ঘরে বসে
তোর্ কথাই  তো ভাবি !
কে আছে
আর আমার
যাকে আমি ডাকি !
তোকে দেকেছি
"প্রিয়া "
ভুল ছিলো আমার !
বুকে স্পন্দন
সেরকমই
নেই তাতে উত্তাপ !
খুব ঠান্ডা এখানে
আলো হাতড়াই
কেবল !
দেখি তোকে
সারাদিনই
রাত হলে তুইও !
আমি জানি
ধ্রুবতারা -তে
তুই
আমাকেই খুঁজিস !
যা জানিসনা
যতোবার বৃষ্টি ভিজিস
আমাকেই ছুঁয়ে যাস !
নিজের অজান্তেই
খ্হমা চাস !
আজও বুঝিসনি
হয়না ওসব
ভালোবাসায় .........!
প্রতিটি নিঃশ্বাসে
তুই
আমাকেই তো বাঁচিস !
আছড়ে পড়ে ঢেউ
ঝিনুক কুড়াস
আমি আছি তাতে !
চাঁদের আড়াল থেকে
দেখি তোক.......
বলেছি সে কথা চাঁদ কে !
চাঁদ কি বলে জানিস
ভালোবাসায় নাকি
অভিমান হতে নেই
তুই বোল
অভিমান না করলে
তোকে পেতাম কোনোদিনও ?-১৯.০৮.২০১৫



Tuesday, 18 August 2015

এটাই সত্যি......

জলের বুকে 
জ্যোত্স্না নামলে 
বুঝে নিতে হয়
এখন রাত !
সেদিন অমাবস্যা ছিল 
জোনাকি'র হৃতপিন্ডে
আলো জ্বলেনি !
প্রদীপ নিভে গেছে
সলতে তার ছায়া মাড়ায়নি !
ধুলো জমেছে
ফেলে আসা পথে
মন তবুও
বোবাকান্না কাঁদে !
অবুঝের প্রলাপ
সময় বোঝেনা
আজ বহুদিন
সুখ সূর্য দেখিনা !
কবিতা'র
একটা নাম দিতে হয়
ডাকি
"সূর্যাস্তে প্রেম " !
বেদনার বালুচর
একদিন খুঁড়ে দেখো
আমায় পাবে সেখানে......
জলছবিতে স্থবির আমি
আমার চোখে "তুমি" !
মরীচিকা.......
বলে ভুল করবে
হয়তো ........
কিন্তু ,তুমি ফিরবে
আমি জানি।
সেই যে তোমার প্রিয়
হলুদ পাখি
সে ফিরেছে নীড়ে !
বাংলার ঘরে
বেহুলা যে বিধবা হয়না
তুমি কি
সে কথা জানো না ?
কবি কি বলে জানো......
আমার কপালে নাকি
সিঁদুর শোভা পায়না।
ও কি অবুঝ বোলো........
বোঝেই না .
"সব লাল
সিঁদুর হয়না" !
স্বপ্নের স্বাধীনতা
কবি'র কলমের
অপেখ্যা রাখে না !
স্বপ্ন স্বাধীন চিরতরে....
এটাই সত্যি........-১৮.০৮.২০১৫

সাজিস কেন ?

আমি তো তোকে দেখিনা আর
তবে সাজিস কেন ?-১৮.০৮.২০১৫

Monday, 17 August 2015

তৃষ্ণা সুধা বাড়ে....

জন্ম 
লালিত অধিকার 
নারী কে 
নগ্ন চোখেই দেখি !
যতই অলংকারে 
হোক সে অলংকৃত 
যাই হোক 
সে তার পিতৃপরিচয় ! 
অন্ধকারে 
জোনাকি যেমন উজ্জ্বল ! 
পুরুষ চোখে 
নারী তেমনি অনির্বান !
অবাক এ জলপানের 
শেষ হয়না !
কেবলি 
তৃষ্ণা সুধা বাড়ে ! - ১৭.০৮.২০১৫

জাত সংকীর্তন

জাতের কথা বলে যারা 
ক'টা জাত তারা জানে ?
আমি তো জানি দুটোই জাত 
লালনও তাই জানে !
পেটে ধরলি যে মা আমায় 
বুক কেটে দিলি সুধা 
তোকে ক্ষুধা বুঝলো যারা 
তাদের জাত কিবা জানে ?-১৭.০৮.২০১৫


Sunday, 16 August 2015

বোবাকান্না'র আবেগ .....

বলতে চাইনা হয়তো
কিন্তু বোবাকান্না'র
আবেগ ধরে রাখা যায় না !
তাই বলি
তোমার কপালে
সিঁদুর শোভা পায়না !-১৬.০৮.২০১৫

চোখের জলটা......তোলা থাক

যন্ত্রণা বুকেই রাখা যায়
চোখের জলটা আবেগের জন্যে তোলা থাক !-১৬.০৮.২০১৫

ভরসা রেখো.....

তোমার স্মৃতি কে সম্মান করি
মনে যাই থাক
তোমায় অপমান করবো না
ভরসা রেখো !-১৫.০৮.২০১৫

মৃত্যু যখন যন্ত্রণা দেয়না

শরশয্যায় শয্যাশায়ী পিতামহ ভীষ্ম
যুদিষ্ঠির আজও কপটতার ধার ধরেন না !
জন্মান্ধ বোবা কালা
তবুও প্রেমে বিগলিত প্রাণ !
পতিব্রতা গান্ধারীর
অক্লান্ত যোগদান আদমশুমারি !
অশোক ক্লান্ত
মহাশমশান কলিঙ্গ !
অহিংসার বাণী দিয়ে
কবিতা লেখেন কবি
আজকের ভারত
যেমন আমি দেখি
আমি মহানাগরিক
শর্ট প্যান্ট ,মিনি স্কার্ট
চশমাটা একবার খুলে পড়ি !
রাত হলেই টুলু পাম্প
চাপ দিলে জল পাবে !
চাপকলের বৌদি সবার ভালো লাগে
আমি পেদিগ্রী নিয়ে বাঁচি
ভিড় পোষায় না !
মিনারেল ওয়াটার ২০/-
আমার গলা ভেজে
বুকে একটা জ্বালা থেকে যায় !
রাজধানী শহর
লিকারে ত্যক্ষ ফ্রি !
ন্যাশনাল হলি দে
যদিও ড্রাই দে !
পাশের বাড়ি বৌদি
বালের বাড়া ফ্ল্যাট চেস্ট !
তার থেকে বরং
নিজের বুকে হাত বোলা !
সামনের ফ্লাট-এ ঢাল উবুড়
মহেন্জদারো - খাজুরাহ ককটেল !
মধ্যপ্রদেশে সুড়সুড়ি দিলে
শেওলা জমে জলা জমিতে !
বাংলার বাইরে ভাত
মুখে নেওয়া যায় না !
এই বলে
স্যান ফ্রেন্স্সিসো আসা !
কালিফোর্নিয়া নিউ ইয়র্ক
কলকাতা'র গঙ্গায়
টেমসের ডুব !
জেনরেশন গ্যাপ মামা
আগে এবরশন
মৃত্যু এখন যন্ত্রণা দেয়না !-১৫.০৮.২০১৫

Saturday, 15 August 2015

ভূলেগা দিল যিস দিন তুঝে ....

ছোটবেলায় পুতুল খুব ভালোবাসতিস
দেখতো আজ নিজেই কেমন পুতুল হয়ে গেছিস
কপালে সিঁদুর পায়ে আলতা মাথায় ঘোমটা
বউ সেজেছিস
কথা দিয়েছিলি সেই মনে পড়ে
তোর্ বুকের ভিতরে যে প্রাণ
তাতে অধিকার শুধু আমার
কোথায় হারিয়ে ফেললি সেই প্রতিশ্রুতি ?
ভাবছিস কেন এতো কথা বলছি
ভাবিনি আমার পুতুল; কোনোদিন
অন্য কারও হবে !
ভেবেছিলাম আমাদেরও একটা
ফুটফুটে পুতুল হবে !
ভেবেছিলাম আরও অনেক কিছুই
ভাবিনি তুই এভাবে চলে যাবি !
সেদিন আমি তোকে ভুলতেই
তো চেয়েছিলাম
সেই যে মহ্হাম্মদ রাফি'র গাওয়া গান টা
"ভূলেগা দিল যিস দিন তুঝে
বো দিন জিন্দগী ক আখরি দিন হোগা !"-১৫.০৮.২০১৫

 

Friday, 14 August 2015

বাকিটা পরকিয়া....

কাকের বাসায় কোকিল ছানা
জন্মান্ধ যুধিষ্ঠির !
মহাভারত থেকে অধুনা
এভাবেই ...!
কিছু কথা তোমার আমার
বাকিটা পরকিয়া !-১৫.০৮.২০১৫

চাও না তুমি ....

এসো না সম্পর্কের
নতুন এক নাম দি
ঐ দেখো পূর্ণ চন্দ্র
জ্যোত্স্না রাত
চাও না তুমি
মা হতে ? - ১৫.০৮.২০১৫

তুমি মা হয়েছো.....

আজ আমি গর্বিত পিতা
সিঁদুর মুছে ফেলো
তুমি মা হয়েছো ! - ১৫.০৮.২০১৫

তবে তাই .....

এ কি তোমার চোখে জল
কেন আসতে নেই
সাগরের তৃষ্ণা
কাব্যেই শোভা পায়
সুন্দরী .......!!!
যদি বলি পুরুষের
সহমর্মিতাও তাই !
সাহিত্য -কাব্য এক নয় যে
তবে তাই .....!!!-১৫.০৮.২০১৫

পুরোনো কিছু পাতা ......

পুরোনো কিছু পাতা হাতড়ে
যা পেলাম .....
দেখলাম তিনটে মাস পেরিয়ে এসেছি
কিভাবে কাটে এতো সময় !
এইতো সেদিনের কথা
রাত্রি ৩.৩০
হঠাট ঘুম ভেঙ্গে গেলো
বহুদিন এড়িয়ে চলছিলাম
তাই সেদিন পথ অবরোধ !
টানা ১ ঘন্টা
৪.৩০-র আগে
দু'চোখের পাতা এক হয়নি।
চাইলেও সবসময়
হৃত্পিণ্ড অচল রাখা যায়না !
ভাঙ্গা স্বপ্নে'রা কলেজের মতো
টুকরো-টুকরো হয়ে গেলেও
গোটা স্বপ্নটাই চোখে ভাসে।
পুরোনো কিছু পাতা
এখন রাত ১২.১৫
আজ স্বাধীনতা দিবস !-১৫.০৮.২০১৫

স্বাধীনতার আগে

কোথায় ছিলিস এতদিন ?
চেয়েছিলাম হারিয়ে যেতে
তারপর  .....
পায়ে আলতা ;কপালে সিন্দুর
এ কি করলি ?
বললাম যে
চেয়েছিলাম হারিয়ে যেতে
তাই বুঝি .....
তবে ঘোমটা টা টেনে দাঁড়া
তোকে কি তুমি বলা শোভা পায়?
যারা বাঁচতে জানে
তাদের সাগর তীরে যেতে হয়না
তবে -
সাগর বুঝি তাদের কাছে আসে !
না -
তবে নজ্রুল-এর দেশলাই কাঠি
পড়ে দেখতে পারিস !
তুই আজও আমার কাছে
দাবানলের মতো
তুই ভুল করছিস
আমার আলেয়া কে আলো ভাবছিস !
আমার প্রাণে উত্তাপ নেই
ছুঁয়ে দেখ ........... !!! - ১৪.০৮.২০১৫


Thursday, 13 August 2015

Paagol Premik

tumi vabo
Kobi Darsonik
aami holam
Paagol Premik-Likhito 13.08.2012,Sombaar

Swadhinotaar Mullayon

15e August
chutir din
Dry Day
lomba ghum
swadhin nagorik
swadhinotaar mullayon-Likhito 13.08.2012,Sombaar

Meghe dhaka Chand

lajuk tumi
aami jaani
tablole Purnimaar Chand k
lojja diyo naa
tomar lojjaranga mukh dekhe
j Chand o aj megher aarale
raag koro naa jano!
mittha borai korini j!-Likhito 13.08.2012,Sombaar

Tuesday, 11 August 2015

(250tomo)Kalatit Valobasa(250tomo)


jedin aami thakbona
sedin tumi theko
theme jaabe ei onolos kolom
tumi sedin likho
aamar lekha jamn tomay niye
tumio likho aamay niye
tobe to sarthok hbe
aamader prem
lekha hbe swarnakhore
itihaaser paatay
tobei to bujbe a somaj
aaj ja bortomaan
tai kaal itihaas
kintu valobasa kalatit
abinossor,amar prem-Likhito 09.08.2012,Brihospotibaar
                    25o tomo BAANGLAAy

Aami Premik


tomar jonno prasasto bahu
dhorbe kina
tomar iccha
kintu,vul kore vebo naa jano
barano haat k paata haat
vikhuk noi j
aami Premik-Likhito 11.08.2012,Sonibaar

Jighansa


Ek fota rokto jhoraate hoyni
maa-bonader samvram harate hyni
sudhu sokale uthe
snan sere
dhobdhobe sada jamapant pore
Jono-gono-mono,Bande Mataram
geyechi
pataka uttolon r
chocolate peyechi
swadhinotaar mullo
bujbo ki kore?-Likhito 11.08.2012,Sonibaar

Durmullo Gyan


Cheyeo paini kotokichu
peyeo hariyechi onekkichu
prakrito sikkha j boro durmullo
taka diye ki bidda kena jaay?
poothigoto biddar ovab nei
ovab sadharon gyaner
sadharon gyan e to asadharon
aajker duniyay-Likhito 11.08.2012,Sonibaar

Sudhu Tomake chai


Anibarjo khoy
analos somoy
sudhu tomay vaabe
kebol tomay chay
dishehara somoy
ajana ek voy
sudhu tomay khoje
kebol tomay chay
jekhanei thako
fire eso
bolo aamay
sudhui tomake chai-Likhito 11.08.2012,Sonibaar

Gorbito Baangali


Rotnogorva aamar Maa
Rotnakor Pita
Baangla matrivumi aamar
     "        matrivasa
rondhre rondre gorbo aamar
Baangla aamar Maa
aami ek gorbito bangali sontan
   "    gorbito aami Baangali-Likhito 11.08.2012,Sonibaar

R ktodin?


R ktodin?
a chok er patay srabon naambe?
banvasi hbe a chandrabadan?
kbe aasbe sit(winter)?
onuvob korbo sosaner nirobta?
nirobe,nischinte chok bujbo
nabo ek dirghosas
naiba dekhlaam r ek bosonto
felbo ses nissas-Likhito 11.08.2012,Sonibaar

Nisobdo Mrittu


Nispaap tumi nirmol puspo
aami ek kit abadh unmukto
dube dube kori pan tomar roopsudha
tomar modhuvaander modhu abiram
tumi chiro nirob
korona biplob
hoana nisthur nirmom
thako nischup nirob
aami hotobaak
vabi somoy somoy
ki kore paro?
korte njeke nisses
tao evabe
til a til a...........-Likhito 11.08.2012,Sonibaar

Sunday, 9 August 2015

স্বপ্ন কে রাত .....

স্বপ্ন কে রাত

আমার আবেগে'রা তোমার ও সন্তান
ভুলে যেও না তুমি আমার স্ত্রী ! ০৯.০৮.২০১৫- 

বেলাশেষে...

ভেঙ্গে যাই 
আমার মধ্যে আমি 
ফোটে আলো 
পাখি ডাকে 
যন্ত্রনা'রা নদী হয় 
আবেগের ঢেউ আকাশ 
ছেয়ে যায় 
স্বপ্নে'রা রামধনু 
ফেলে এসেছি যে অতীত 
কি নামে ডাকি তাকে !
বেলাশেষে যাকে 
অক্ষমতা বলি 
একদিন তাকেও 
ভালোবেসেছিলাম !-০৯.০৮.২০১৫  

"অভাগা খুঁজে ফেরে........"

রুটিন মৈথুন সেরে 
হাত ধুইনা 
পরে থাকে অমনি 
মাটিতে পুতলে বরং 
ফল দিতো 
বৃথা আশা ওসব 
সব দেখা আছে 
সবাই জন আব্রাহাম চায় 
রাত নামলে 
সেই মুক্ত অন্বেষণ 
"অভাগা খুঁজে ফেরে পরশপাথর "!-০৯.০৮.২০১৫ 

ধ্রুবতারা 'র জ্যোত্স্না

১টা স্বপ্ন চোখে নিয়ে বাঁচা 
ধ্রুবতারা 'র অম্লান জ্যোত্স্না যেমন !-০৯.০৮.২০১৫

রাত আসে চোখে.......

তোমাকে যে দেখা যায়না
কি হয়েছে তোমার ?

আমার সাথে ১টা রাত জাগবে
সব কথা বোলবো

দেখাবো

কতো কালশিটে বুকে নিলে
তবে রাত আসে
চোখের কোটরে !-০৯.০৮.২০১৫

চিরতরে এক হয়না.........

পাহাড়ের বুকে
দাবানল
পাথর চিরে
আগুন বের হয় !
পাগল নদী
নিরুত্তাপ-
নির্লিপ্ত বয়ে যায় !
তৃষ্ণার ভাষায়
কাব্য.........
জলে নেভে না
আবেগের আগুন !
স্থল ও জল
চিরতরে এক হয়না !-  ০৮.০৮.২০১৫ 

Saturday, 8 August 2015

সূর্য ওঠার আগে..........

এক রাতের কথা.......
তোর্ চোখে ঘুম নেই !
অন্যের কথা 
তুই কোনোদিনই ভাবিসনি !
কুকুরের বৃথা কান্না 
কবে কে বুঝেছে !
এভাবেই রাত 
কেটে গেলো !
কেউ টের পায়নি 
ক'ফোটা জল.....
শুধু ও'র 
গাল বেয়ে 
মিলিয়ে গেছিলো 
সূর্য ওঠার আগে........০৮৮.২০১৫

Friday, 7 August 2015

ঝাপসা.......

একাকীত্ব এতটাই গ্রাস করেছে 
ঝাপসা চোখেও সাগর দেখি 
কুল নেই নেই কিনারা 
ধু ধু বালুচর 
পথ হারালে চোরাবালি 
রাশি রাশি 
চোখ মেললে আবারও ঝাপসা ! - ০৭.০৮.২০১৫ 

সীমানা বিবেকের

একটা জন্ম চাই 
যেথায় 
আমি মুক্ত বিহঙ্গ
আবেগের উর্ধ্বে 
একটা খোলা আকাশ 
আমায় ছোঁবে না 
কোনো ভাবনা !
বন্ধক আমার পৌরুষ সত্তা 
পাথর,কাঠ আর 
যত সীমানা বিবেকের ! - ০৭.০৮.২০১৫

সম্পর্কে বিবর্তন

সম্পর্কে 
বিবর্তন অনিবার্য 
বন্ধুত্ব গড়ালে প্রেম 
পূর্ণ প্রেমে ভালোবাসা 
ইতি 
মৃত্যু ! - ০৭.০৮.২০১৫

দস্যু বাল্মিকি

তুমি দস্যু বাল্মিকি
তাই পরের ধন চুরি করো
সেদিনও তোমায়
তোমার পরিবার ফিরিয়ে দিয়েছিলো
আজও মেনে নেবে না
গুরুদেব তাইতো বলেছেন
"বড় হইবার চেষ্টা শ্রেয় দেখিনা
ছোট হইয়া সুখে থাকো। "-০৬.০৮.২০১৫

Thursday, 6 August 2015

বিবেকের সাগরে

তোর্ স্মৃতি জড়ানো 
প্রতি 'টি দিন 
মালায় গাথা চামেলি 
প্রতি 'টি রাতে 
যেভাবে সেদিন 
তোর্ আঁচলে 
লোকানো অন্ধকার কে 
আমি আলো করেছিলাম !
স্বাধীনতা সেই প্রথম 
আমায় ছুঁলো 
পাথরে -পাথরে আগুন 
সভ্যতার ইতিহাস !
তুই ঝরনা 
আমি প্রপাত 
এ এক অন্য কাব্য !
সৃষ্টি ও শরীর কোথায় যেন 
এক হয়ে যায় !
আমি অবাক চোখে 
জন্ম দেখছি সেই থেকে !
বিবেকের সাগরে সীমা হয়না.........-০৬.০৮.২০১৫.

সেই তো আমি.....

শেওলা জমতে দিও না 
স্মৃতি'রা নদী হোক 
আবেগের জন্যে তোলা থাক 
ক'টা ঢেউ 
ক'টা তারা যদি খসে যায় 
আকাশের তাতে কি !
সাগর তীরে জ্ঞানের নুড়ি 
যে কুড়ায় 
সেই তো আমি !-০৫.০৮.২০১৫

স্বপ্ন কে রাত......

স্বপ্ন কে রাত.......

তোমায় যেন জ্যোত্স্না না ছোঁয়ে
চাঁদ তবে বিবাগী হবে !-০৪.০৮.২০১৫

ফিরে তাকায়নি

ও'রা বিদায় জানাতে এসেছিলো 
হাত নেড়েছিলো জানালায় দাড়িয়ে 
ঝাপসা চোখে সময় তখন স্তব্ধ 
নিরুত্তাপ সময় হাসিমুখে সম্মতি জানায় 
এখানেই শেষ ছিলো প্রত্যাশিত 
কিন্তু অপ্রত্যাশিত ভাবেই 
সেদিন দরজায় ছুটে গেছিলো 
শেষ বিদায় জানাতে 
ও'রা কেউই ফিরে তাকায়নি !-০৫.০৮.২০১৫  

প্রশান্ত সাহারা

তোমার বুক
তপ্ত তৃষিত
প্রশান্ত
আমার চোখ
আদিম অদম্য
সাহারা !-০৪.০৮.২০১৫

বিচারের অবধি ....

যিনি আজ বার্ধক্কের
সীমায়
তিনি এক পুরুষ
বিচারকের আসনে
এক নারী
বিচারের অবধি
ইতিহাস - অনন্ত !-০৪.০৮.২০১৫

সীমা'র মাঝেও অসীম

তুমি সীমায় বাঁচও
অসীম পেতে 
আমি সীমা'র 
মাঝেও অসীম !-০৪.০৮.২০১৫  

Sunday, 2 August 2015

নদী ও সাগর

নদী
যে বয়ে যায়
সাগর
অভিজ্ঞতার প্রতিফলন  !!! - ০৩.০৮.২০১৫

আবেগ বলে ডাকি...........

রাত হলেই
বৃষ্টি নাম-এ ডাকি
চোখে এলে স্বপ্ন
অন্যথা আবেগ বলে ডাকি ! - ০৩.০৮.২০১৫

তবুও রাত খোঁজে.............

জলে আগুন
পিপাসা রাতের বুকে
তৃষ্ণার বুক
তবুও রাত খোঁজে ! - ০৩.০৮.২০১৫ 

অক্ষয় পৌরুষ

নীল্ টানে
সবুজ এও লাল দেখি
পুরুষ পরিচয়
পৌরুষ অনির্বান অক্ষয় ! - ০৩.০৮.২০১৫

সূর্যাস্তে প্রেম

এক সমুদ্র বৃষ্টি
এক বুক জল
দু'চোখ মরু চাতক
সূর্যাস্তে প্রেম অনিবার্য ! - ০৩.০৮.২০১৫

Saturday, 1 August 2015

স্বপ্ন সংলাপ ...........

স্বপ্ন :
জীবনে একটা সম্পর্ক এমন থাকে যেটা না থাকলে সব খালি লাগে
রাত :
হুমম
থাকে !
তবে সেটা নাম না দেওয়াই ভালো
যদিও সবটাই ব্যতিক্রমের অধীন
স্বপ্ন :
মানে?
রাত :
বিলাসিতা অনেকের অনেক রকম
আমার কাছে জীবন'টাই বিলাসিতা
তবে
আমার মতো ভাবনায়
কারও অধীন নয়
সবটাই আপেক্ষিক
তবুও একটু স্বাধীনতা
বৃষ্টি ভেজা
শর্তহীন !
একটা বীজ
যদি পোতা যায়
ফলের আশায় তো
কতো কিছুই করে মানুষ !
স্বপ্ন :
নিরুত্তর !!! - ০১.০৮.২০১৫

সবটাই শুন্য.........

তোর্ নাম'টা 
জীবনের খাতায় 
শুন্য দিয়ে 
লিখবো ভেবেছিলাম 
আজ যখন 
ফিরে তাকাই
দেখি সব রং কেমন
ঝাপসা হয়ে গেছে
সবটাই
সাদা আর কালো
ইচ্ছা হয়
ফিরে যাই
সেই ফেলে আসা
ধুলো মাখা পথে
দাঁড়াই আবারও
তোর্
মুখোমুখি !
কিন্তু মুখ ফুটে
কীভাবে.......
বলি তোকে
তুই ছাড়া
সবটাই
শুন্য !-০১.০৮.২০১৫

ফিরে আসে না....

আমার বয়েসের হিসেব রেখেছো
কে তুমি 
যে আমায় চিনেছো ?
ভুল কোরো না 
ঈশ্বর ক্ষমা করেন 
সময় ফিরে আসে না ! - ০১.০৮.২০১৫