Friday, 14 August 2015

স্বাধীনতার আগে

কোথায় ছিলিস এতদিন ?
চেয়েছিলাম হারিয়ে যেতে
তারপর  .....
পায়ে আলতা ;কপালে সিন্দুর
এ কি করলি ?
বললাম যে
চেয়েছিলাম হারিয়ে যেতে
তাই বুঝি .....
তবে ঘোমটা টা টেনে দাঁড়া
তোকে কি তুমি বলা শোভা পায়?
যারা বাঁচতে জানে
তাদের সাগর তীরে যেতে হয়না
তবে -
সাগর বুঝি তাদের কাছে আসে !
না -
তবে নজ্রুল-এর দেশলাই কাঠি
পড়ে দেখতে পারিস !
তুই আজও আমার কাছে
দাবানলের মতো
তুই ভুল করছিস
আমার আলেয়া কে আলো ভাবছিস !
আমার প্রাণে উত্তাপ নেই
ছুঁয়ে দেখ ........... !!! - ১৪.০৮.২০১৫


No comments: