Sunday, 23 August 2015

বউ কথা কও .........

ভেঙ্গে গেলে খেলনা
কাঁদতিস
আজও কাঁদিস.....
যা ভাঙ্গে
সব তো খেলনা নয় !
সেদিন বুঝিসনি
আজ বুঝিস........
যদিও বা
ফেলনা নয়
ভাঙ্গা খেলনা
তাই না..........!

তাই
কাঁধ খুঁজিস
কোন খুঁজিস
নিদেনপক্ষে !
বুক পেলে মাথা রাখিস
নিদেনপক্ষে
মুক্তি খুঁজিস !
শেষ নিঃশ্বাস ফেলিস
সবার অজান্তে
তবুও তুই
চোখের জলে আয়না !
আয় না 
কত কথা বলি
কপালে সিঁদুর তুলি
ও কথা বলে না........

বউ কথা বলে না ! - ২৩.০৮.২০১৫

No comments: