Thursday, 29 December 2016

শীতঘুম

শীতঘুমে কাতর
হতে চায় সরীসৃপ
আগাগোড়া
কাহিল শীতাতুর
নিমগ্ন নীরব
জমে থাকা আবেগ
ভেঙে সঞ্চয়
জীবনের স্রোত জীবন
ঘুমের দেশে
যেখানে ক্লান্তি নেই
আমার চোখে নেমে আসুক
অমোঘ মোহের প্রাপ্তি
অমর
হোক ক্লান্তি
আমার শীতঘুম !-২৯.১২.২০১৬

Tuesday, 27 December 2016

তুমি মানসী

ভবিষ্যনিধি যত
অতীতের কারাগারে
অতীত সব জানে
ভালো থাকা'র মানে
মনের মানুষ যে
সে তো তুমি
তোমার দোসর হয়না জীবন
তুমি মানসী !-২৭.১২.২০১৬

Thursday, 22 December 2016

স্রোতের ঋণ

নারীর কোনো বয়স হয়না
পুরুষ কোলে মাথা রাখলে
ও'রা মা হতেই পারে
প্রেমিকা
ওরা সকলেই অমায়িক
নিরীহ পুরুষ মাত্রেই
প্রেমসুধা পেয়েছে
স্রোতের ঋণ
সে জানে মোহনা শুধু
আর কেউ নয় !-২২.১২.২০১৬

Wednesday, 21 December 2016

ছায়াপথ সন্ধানী

আলো ছিড়েছে
অন্ধকারের শিকড়
মাটির বুক চিরে
বনস্পতি
দিয়েছো জীবন
ক্ষতি নেই
ক্ষয় হীন
আমার মৃত্যু
ছায়াপথ সন্ধানী !-২২.১২.২০১৬ 

Friday, 16 December 2016

সন্ধানী

মরণশীল
তাই সুখ পরম
চরম শাস্তি
সে মাথা পেতে নেয়
ধন্য সেই জন্ম মানব
প্রেম গুরু যে পায় !-১৬.১২.২০১৬

Wednesday, 14 December 2016

চাঁদ'টা ইদানিং

সনাতন থেকে শাশ্বত
পথ চলতি 
খুচরো স্মৃতি 
আনাগোনা অজস্র 
অগুনতি আদমশুমারি
আজ আকাশে চোখ রেখো
পথে বেরিয়ে এসে একবার
চাঁদ'টা
তোমার মতোই মনে হয়
ইদানিং
আমার চোখে !-১৪.১২.২০১৬

Monday, 12 December 2016

অবক্ষয়

একাকিত্ব
নয় সবার জন্য
একা
তবুও হতে হয় !
থাকতে হয় নির্লিপ্ত
সমাজ নয়
ভয় সামাজিকতা'কে !
অন্তরতর অন্তঃপুরে
ডুকরে কাঁদে
জীবন !
কেউ শোনে না
কেউ শুনতে পাবে না
কোনোদিনও
সে নীরব আর্তনাদ !
শেষের সে দিন
যার অপেক্ষায়
স্বপ্নের খেলাঘর বাঁধা !-১২.১২.২০১৬

Sunday, 11 December 2016

কাতর ....

ব্যাথা জমে জমে 
পাহাড় হয়ে গেছে 
শুকনো তুলি 
তাই দাগ কাটেনা 
নিজস্ব ক্যানভাস;তবুও নিঃস্ব !
বৃথা ব্যর্থতা
অনর্থক জয় পরাজয়
সেই থেকে যাকে খুঁজছি
যার জন্যে পথ চলা
সেও জানেনা
আমি কতটা তৃষিত !
তৃষ্ণা'য় কাতর প্রাণ
সূর্যের সাথে সাথে অস্তে যায়
জীবনের দিন'গুলো !
পাহাড়ের চূড়োয় আমি
অনেক দূরে
কোনো এক সমতলে
নদী বয়ে চলেছে !
কেউ কি পৌঁছে দেবে
আমাকে সেখানে
খুব ব্যাথা
চোখ ঝাপসা হয়ে আসে !-১১.১২.২০১৬

Saturday, 10 December 2016

সঞ্চয়.....

নিরপেক্ষ বিবেক
অবাক অস্থির
অগ্রজ বা অনুজ
সময়ের সাথে
সামঞ্জস্যের গরমিল !
বিন্দু'র দানে
তারা আজ আমাকে
সাগর করে তুলেছে !
এক মহাসাগর
যদি না ফিরিয়ে দিতে পারি !
ক্ষমার যোগ্য নই
নিজের কাছে !
সাময়িক অসহায়
বিপন্ন অস্তিত্ব
বেহিসাবি মনে হয় সঞ্চয় !
হারিয়ে থাকি
নিজের থেকেও
যোজন দূরত্বে রাখি নিজেকে !
অপেক্ষা
একদিন ঢেউ আসবে
যারা দিয়েছে
তারাই ফিরিয়ে নেবে !
কিছু ছিল না
থাকবে না কিছুই আমার ! - ১০.১২.২০১৬

Friday, 9 December 2016

যাবজ্জীবন

সঞ্চিত অভিজ্ঞতায়
পরিকল্পিত জীবন 
বঞ্চিত কখনও 
বাঞ্চনীয় জীবন 
বন্ধন কখনও
মুক্তি জীবন
শৈশব বোবাকান্না
জীবন
প্রান্তিক পথিক ক্লান্ত
জীবন
সভ্যতার শেষ শিখা
জীবন
সুর জীবন
ছন্দ জীবন
কাব্যময় রাত জীবন
মায়ের কোলে শিশু জীবন
লালন জীবন ,যীশু জীবন
কৃষ্ণা জীবন ;কংস জীবন
বেদ জীবন ;কুরআন জীবন
আপেক্ষিকতার সূত্র জীবন
অন্তঃমিলের অন্ত জীবন
জীবন এক যাপন জীবন
জীবন একান্তই যাবজ্জীবন !-০৯.১২.২০১৬

Saturday, 3 December 2016

বিশ্ব সদৃশ

লড়াইটা এখন দ্বিপদ নয় 
লড়াইটা তৃতীয় বিশ্ব কেন্দ্রিক
ভালোবাসি কথাটা ভালো লাগে না 
উন্নাসিক বিচারধারা অনেক আপন 
মা হচ্ছে সবাই 
বন্ধ্যাত্ব থেকে যাচ্ছে আরও বেশি
ভ্রূণ হত্যা সচরাচর
কবি কাব্য করতে গেলে কলম বিক্ষত
সুখ্যাতি চায় না
কোনোরকম দু'টো খেতে চায়
প্রথম বিশ্বের নাগরিক চাঁদ সওদাগর
তৃতীয় বিশ্বে বেহুলা সধবা ! - ০৩.১২.২০১৬

Wednesday, 30 November 2016

অঙ্কুরোদ্গম

অন্তর্মুখীনতার সমীক্ষায় প্রকাশ
আলো'র গতি অপ্রতিরোধ্য
যেমন অন্ধকারের আনমনে
অনিবার্য /স্বপ্নেদের অঙ্কুরোদ্গম !-০১.১২.২০১৬

Tuesday, 29 November 2016

চিরবসন্ত হে

নীরা'র রাত্রিবাস
সুনীলের খোলা হাওয়া
চুরি গেছে নোবেল
কেন কেউ আদর্শ নেয়না
বালুচরে বেঁধে ঘর
নিশ্চয়তা চাও
আমি বেঘর ভালো
আমার অন্তরে অন্তরীক্ষ
গঙ্গা'র জল পাপ ধোবে
বৈধব্য বন্ধ্যাত্ব
কেন কেবল নারী নেবে ?
পুরুষের আরাধ্য মা
রাতের মরসুম
চিরবসন্ত হে
তুমি মানবী !-২৯.১১.২০১৬

Sunday, 27 November 2016

যদি কথা দাও

তুমি কোনোদিন আমাকে ছেড়ে যাবে না
যদি কথা দাও
আমি তুমি নির্ভর হতে পারি
কলমের ছোঁয়ার মতন করে তোমায় ছুঁতে পারি
যেভাবে কাগজ কে ছোঁয়ে কলম
তোমার চুলে আমার আঙ্গুল বোলাতে পারি
ঠিক যেভাবে আকাশ ঢাকে মেঘ
আমি তোমাতে মিশতে পারি
দিগন্তের রেখায় যেমন সাগর মেশে আকাশে
আমি ঠোঁট দিয়ে তোমার নাভি ছুঁতে পারি
আরও পারি বুকে জমা স্বপ্ন'গুলো আঁকতে তোমার চোখে
খুব মানাবে ওদের আমারও ভালো লাগবে
যদি কথা দাও
তুমি কোনোদিন আমাকে ছেড়ে যাবে না !-২৭.১১.২০১৬

নপুংশক

সমর্পনের সমীকরণ প্রেম
আনাড়ি কবে বুঝেছে কবিতা'র মর্ম
সোহাগের দাসী;বৌ বলে ডাকি
সব নারী বন্ধ্যা নয় ;কিছু পুরুষ নপুংশক !-২৭.১১.২০১৬

সমীকরণ

ডানা ঝাপটায়
খসে যায় নাম না জানা তারা
সমাধি'র সামনে দাঁড়িয়ে মৃত্যু
বেবাক বাঁশি বাজায় শ্যাম ! - ২৭.১১.২০১৬

Friday, 25 November 2016

চাহিদা-

নিভে যাচ্ছে রাতের জোনাকি
স্বপ্নের মাসতুলে ভাটিয়ালি গাইছে কেউ
উজানের পথে সেদিন স্মৃতির মুখোমুখি
আমার দীর্ঘ নিঃশ্বাস'দের কোনো মুখোশ নেই
তারা চেয়ে থেকেছে শুধু তোমার পথ পানে
তিন সত্যি'র মতন প্রতিটি তারা খসাতে তাকে চেয়েছি
ঘুম কেন আসেনা চোখে নাম জানিনা বলেই কি
আমার বুকে অনেক দিন জেগে থাকা ইচ্ছা'রা
চাহিদা- ওঁ উচ্চারণে যাপনে সংযমে ও সঞ্চয়ে তুমি থেকো !-২৬.১১.২০১৬

সামাজিক নির্বাসন

নাম দিলেই সম্পর্ক'গুলো
গৃহপালিত হয়ে পড়ে
বিবাহ বন্ধন অনেক
অণুবীক্ষণে ধরা দেয় প্রেম
খুঁটিনাটি অনেক কিছু
সংজ্ঞায় বদলায় বিশ্বায়নে
রসায়নে বলি সমীকরণ
ইত্যাদি অনেক কথা
অনুভব যেখানে
যেখানে অনুভবে সে
বার্ষিকী'গুলো বরং তোলা থাকে
একে ওপরের চোখে যেন চোখ রাখা যায়
এভাবেই দুটি মেরু
নদী'র দুই কিনারে সভ্যতার ভাঙা গড়া !

আজ বাবা -মা 'র বিবাহবার্ষিকী ;২৯ বছরের সামাজিক নির্বাসন !
২৫.১১.১৯৮৭-আজ 

Thursday, 24 November 2016

রুক্ষ ব্রাহ্মণ

মেঘের কালো
ছেয়েছে যেমন আকাশ
তেমনি তুমি ছুঁয়ে আছো
অন্তরতর আত্মিক বিকাশ !
চাঁদ আছে
জ্যোৎস্নাহীন
তেমনি তুমি
কলঙ্কিনী রাধিকা !
নেশাতুর দাস
প্রেমিক বিশ্বজনীন
কোমল গান্ধার নয় আমার
আমি রুক্ষ ব্রাহ্মণ ! - ২৪.১১.২০১৬

তোমাকে চেয়েছি......

প্রকাশের অভিব্যক্তি'তে 
অসমাপ্ত 
অব্যক্ত -এর অধ্যায় !
সেখানে কোনো কাঁটাতার নেই 
দেশ কালের সীমা পেরিয়ে 
আমি তোমাকে চেয়েছি !
সাক্ষাতে নয়
স্বার্থে নয়
সঙ্গমে নয় !
যত শর্তের অতীত
নীরব বালুকাবেলায়
শান্ত সৈকতে
নিভৃতে নির্জন নিরালায় !
প্রতি সন্ধ্যায়
অফিস ফেরত ক্লন্তি'তে
একান্তই তোমাকে চেয়েছি !-২৪.১১.২০১৬

Wednesday, 23 November 2016

বিরল প্রেম

রাত্রির পথ চেয়ে চাঁদ
বানভাসি জ্যোৎস্না
বিরল প্রেম
যেমন সে চাতকের
তেমনি মেঘের !
ছেলেবেলা'র ছেলেমানুষি
খুঁজলে মেলে না
গ্রামোফোনের হারানো সুর !
গোধূলি থেকে কৃষ্ণপক্ষ
মেঠো পথ ছেড়ে
ক্লান্ত শহরতলি
যত্র তত্র
তোমার স্মৃতিদের ডাকবাক্স !
তুমি হারাতে চাইলেও
হারিয়ে ফেলবো না তোমাকে
ভালোবাসা'টা যে খুব দামি
বুকে করে রেখেছি
তুমিই তো সেই
আমার,একান্তই
বিরল প্রেম ! - ২৪.১১.২০১৬

Tuesday, 22 November 2016

অর্থহীন আবেগ

অনুচ্চারিত
একটা অভিমান
অধিকার জন্মেছে
সেই থেকে.....
মৃত্যু গ্রাস করছে 
ক্ষিদের ভাষায়
নির্জীব
জীবন !
কতো যে দুঃখ
পুষে রেখেছে
মেয়েটা
অভ্যেসের দুঃখ
সুবিধাবাদী
স্বতন্ত্র
নির্মম !
তোমার ছেলেমানষি'টুকু
রয়ে গেছে
তুমি সেই
বাংলাদেশের মেয়ে !
পাথর হয়ে গেছি
অনেকদিনের কথা
প্রেম নিভে গেছে
ছাইটুকু রয়ে গেছে !
মৃত্যু খুঁজছি তোমারই মতো
খুব ক্লান্ত জানো
তুমি তেত্রিশ
আমি সাতাশ মোটে !
কেন ভাবলে
বড়ো হয়ে গেছি
হইনি
হতে চাইনা !
অভিনন্দনের
অভিধানে
শব্দের অকুলান
চিরদিন
অনুগ্রহ নির্ভর
নিঃশ্বাস !
নিভে গেছে
বিষের জ্বালা
ক্ষত'গুলো অম্লান
ও'গুলো
ঠিক দুঃখ নয় !
বিরাম চিহ্নের প্রয়োজন
একটা আছে
একঘেয়েমি
সেই একঘেয়েমি !
দর হারিয়ে ফেলেছো
দাম দিতে জানবে
কেন কেউ
সেই যে কবিতাটা আমাকে দিয়েছিলে
"এসো স্পর্শ করো"
অন্য কেউ নয়
আমি সেই
সেই স্পর্শের স্পৃহা আর নেই !
থাকলো তোমার
অর্থহীন আবেগ
আমি পাষান রইলাম
ঋণ মকুব করবে কিসে
আয়ু'র আঁখিরে
জান্নাতে অপেক্ষা করবো !
উৎসর্গ বেটু কে

Saturday, 19 November 2016

যান্ত্রিকতার বাইরে ...

যান্ত্রিকতার বাইরে 
একটা অসীম আকাশ 
তার সাথে 
একলা হতে চাই 
জীবন'টা শুধু স্বপ্ন নয় 
এখানে রাত নামে
কোনো মানুষই কি
শুধু শুধু মহান হয়
কতটা অন্ধকার পেরোতে হয়
কেন কেউ দেখেনা !-১৯.১১.২০১৬

সহবাসের উচ্ছিষ্ট

তোমার ইচ্ছা হয়না 
উপরে উঠতে
উঠে দাঁড়াতে 
আর কতদিন 
এভাবেই পরে থাকবে তুমি 
নতজানু নির্লিপ্ত
সরীসৃপ জীব
মানিনা তোমাকে নারী
প্রকৃতি
তোমাকে ভাবা যায়না
নিকৃষ্ট তুমি
তুমি পাপ
তুমি সোহাগ
তুমি সহবাসের উচ্ছিষ্ট ! - ১৯.১১.২০১৬

উৎসর্গ

আত্মা'র কেন্দ্রে নাভি
সেই বিন্দু তে প্রেম
নখ লোম চুল থাকে না
প্রেম'টা নাছোড় !-১৯.১১.২০১৬
উৎসর্গ - প্রেমিকদের

Friday, 18 November 2016

অমরত্বের সন্ধানে

নামহীন 
ছায়াপথ 
গিলে খাচ্ছে 
সময় !
অন্তহীন 
থেকে 
অমরত্বের 
মাঝে 
দাঁড়িয়ে 
আলোকবর্ষ !
কড়ি গুনছে 
ধ্রুবতারা'টা !
ইদানিং 
কেমন যেন, 
হয়ে গেছি !
চাঁদ 
আলো ছড়ায় 
কেবলি
দ্যুতিহীন সে ! 
জ্যোৎস্না 
কার বুকে 
মাথা রাখবে, 
তুমি !
সাগরের ঢেউ 
ছুঁয়ে যাচ্ছে 
মোহনা 
বারে-বার !
অন্ধকার 
ছায়াহীন 
রাত 
যুধিষ্ঠির !
সত্যি মিথ্যা'র 
মাঝে 
স্থির 
অনিবার্য 
তুমি ও আমি  
প্রাণহীন 
অমৃতের সন্ধানে 
পরিক্রমণ ও রোমন্থন 
দুই যেন এক ! - ১৮.১১.২০১৬

Sunday, 6 November 2016

অমর্ত্য হতে চাই

কলমটা আমার হাতে যেন
স্থিতিস্থাপক
সর্বনাশী নেশাও
থমকে দাঁড়ায় !
ও'রা কতটুকু জানে
যে টুকু বাইরের ঐ মাংস
ভিতরে তো আবেগে আবেগে
স্রোত বইছে ;লাল লোহিতকণিকা !
কেন কেউ বুঝতে চাইছে না
যাকে জীবন বলে ভুল করছে
সে তো ধীর পদক্ষেপে মৃত্যু
অমৃত দাও ঠাকুর ;অমর্ত্য হতে চাই !-০৭.১১.২০১৬

Wednesday, 2 November 2016

ইতি ....

চিঠি
মুঠো
জীবন
ইতি
ক্ষয় !-০২.১১.২০১৬

Tuesday, 1 November 2016

অতিবাস্তব...

অস্বীকার করিনা
অবদান তাদের আছে !
পে কমিশন তোমার
ইনফ্লেশন আমার !
অর্থনীতি আমাকে বুঝবেনা
স্বপ্ন আমাকে ছোঁবে না !
অবাস্তব ও অতিবাস্তবের মাঝারি
মধ্যবিত্ত মনে হয় নিজেকে !
এই তো একটুখানি সঞ্চয়
আত্মীয় অনাত্মীয় সবাই আপন !

বিপদ টানছে আমায়
জীবন বুঝছি চোরাবালি !
উপায় নেই আমি নিভে যাচ্ছি
ঝড়ের কাছে খড় কুটো  !
মরু'র বুকে কি অনন্ত পিপাসা
বৃষ্টি'র পথ চেয়ে ছত্রাক !
পাশবালিশ-এ ঘাম মোছেনি সে
প্রকৃতির দান আমি যৌবনের দূত !
সিলিং টা বেশ লাগে
একদিন আমি ছুঁয়ে দেখবো !-০১.১১.২০১৬

Sunday, 30 October 2016

নায়িকা আমি

কর্তব্যের পিছুটান
নীল ছবি'র নায়িকা আমি
কেতা অনেক
জীবনের ছায়াছবি
নায়ক হতে চায় সবাই
আমি নায়িকা হতে রাজি !-৩০.১০.২০১৬

জন্ম থেকে জন্মান্তর

ক্ষরণে চাই তোমাকে
প্রেমের কি সত্যি আয়ু হয়
এতো জন্মের বিনিময়
শ্রেষ্ঠ যোনি !
তুমি আমি
মেহনেও অন্য কেউ নয়
ক্ষরন থেকে ক্ষয়
জন্ম থেকে জন্মান্তর !-৩০.১০.২০১৬

Tuesday, 25 October 2016

একে অপরের বুকে লীন

গ্রামের মূল্যবোধ
শহর মেনে নেয়নি
উৎসবে আমি আর
শরিক হইনা তাই !
ভিড়ে ঠাসা আমার মেট্রো
অজস্র জ্যোতিষ্কের মাঝে
আমিও জীব
আমরা মানুষ !
বিন্দু বুকে দর্পন
দর্পনের দৃষ্টি আলো প্রত্যাশী !
দশানন রাবন নয়
ধর্মাবতার এখন আতঙ্কের পরিভাষা !
কানুন দেখিনি কিছু
পিতা'র ধর্মে পিতৃত্ব ছিলো'না
মা বলতে
জীবন দিয়েছি
বিনিময় কেবলি যন্ত্রনা !
আমার হাসতে ইচ্ছা হয়
ক্লান্তি আমার নয়
রুটিন একটা জীবন
রুটিন মতো চলি !
সেদিনই তো
মানসী
আমার প্রেমিকা
চুমু খেলো
প্রকৃতির কি অমোঘ টান
ভুলে যেতে হয় আমি কে !
প্রেমটা খুব প্রয়োজন
মরণশীল শরীর ক্ষমা করবে না !
সন্ন্যাস সবার নয় তা
প্রেমিকের দর্শন
প্রেমিকা'র ক্লান্তি
নদী'র মোহনা
একে অপরের বুকে লীন !-২৬.১০.২০১৬ 

Friday, 21 October 2016

আরও একটা দিন

এখানে জীবন যান্ত্রিক
নিয়মিত জীবন খোঁজে ক্লান্তি 
আঁধারের বুক চিরে নিশীথিনী 
মেঘ কে দেয় আলো 
সকাল আনে 
আরও একটা দিন !-২১.১০.২০১৬

Wednesday, 19 October 2016

দমের খেলা

খোলা মাঠ
উন্মাদ প্রেম
দমের খেলা
তুমি ও আমি !-১৯.১০.২০১৬

Thursday, 13 October 2016

নিত্য ক্ষয়

প্রসূতি মেঘ
অব্যক্ত অভিমান
বৃষ্টি নাম জল দেখি
নিয়মিত অভ্যেস
মৈথুন নাকি মেহন
ক্ষয় সেটাই নিত্য !-১৩.১০.২০১৬

দীর্ঘজীবী প্যাঁচা

ব্যস্ততার
পরিভাষা
নাম্নী
স্মার্টফোন
ভাঙা গড়া পেরিয়ে
সিঁড়ি ভাঙা
সাপ সিঁড়ি
জীবন
চশমা আঁটা
বুদ্ধিজীবী
দীর্ঘজীবী
প্যাঁচা !-১৩.১০.২০১৬

Tuesday, 4 October 2016

নিরুত্তাপ গঙ্গা

লেখক ও তার জীবনী
অসম্পূর্ণ এক দীর্ঘ কাহিনী
কোলাহলে নির্বাক জীবন
না বলা থেকে গেছে
হাত ফস্কে
আলো ছুঁয়ে ফিরে আসে
দিগন্তের কালো দীর্ঘশ্বাস
কেউ পতিত
কেউ পতিতা
পিতৃত্ব নির্বিকার
কথা হারিয়ে গেছে
নিরুত্তাপ গঙ্গা বয়ে চলে !-০৪.১০.২০১৬

Wednesday, 28 September 2016

মানসী

নিয়ম নেই
নেই কোনো বেড়া
শিশু'র চেতনা চাঁদ কে বলে মামা
ওই যে আমার বাউল প্রেমিকা
আমায় বলে
সে অনেক কথা !
আজ অনেকদিন ঘরছাড়া
ক্লান্তি'র দায়
শরীর মেলে ধরি
আঁধার গিলে খায় !
এক প্রেমিক ছিলো জানো
বিধ্বস্ত সারাটা জীবন
চাতক প্রায়
সে এক বিন্দু প্রেম চেয়েছিলো !
আকাশ সেদিন জমাট মেঘ
অজান্তেই কেটে যায়
কত বসন্ত ;
শীত আসে ,বর্ষা যায়
নিরুপায় অপেক্ষা
তোমার পথ চেয়ে থাকা !
তুমি কি সেই
যাকে অনামিকা ভেবে সমাধি দিয়েছি প্রেম
ঘুণাক্ষরে ভাবিনি
তুমি মানসী হয়ে ফিরবে !-২৮.০৯.২০১৬

Monday, 19 September 2016

নিয়ম মানা জীবন.....

ওই চোখ'গুলো
আকাশ দেখতে জানে
আমি দেখতে পাই
অসম্ভব সব সম্ভাবনা'কে
খুব বেশি কিছু নয়
সামান্য সম্ভ্রম টুকুই আশা
সবাই তা চায়
পুরুষ বা নারী
অবকাশের মোহনায়
বালুচরে সূর্যাস্ত
নিয়ম মানা জীবন
নিয়মিত মৃত্যু !-১৯.০৯.২০১৬

Thursday, 15 September 2016

মানসী

সম্পর্ক নিত্য
ঘনিষ্ঠতার খোঁজ
অবকাশ !
বিন্দু'র বুকে সাগর
সে যে জানে
তাকেই বলি প্রেমিক !
যুগান্তর চেয়ে থাকতে পারি
এ তৃষ্ণা অধুনা নয়
কালের গহ্বর ভরে আছে
শূন্যতায়
কেউ হিসাব রাখেনা !
নিঃশ্বাস নাই যদি ছুঁলে
মানিনা অমন প্রেম
আমার প্রথম ভুল
পরকীয়া
আমার শেষ সত্তা
মানসী !-১৫.০৯.২০১৬

Wednesday, 14 September 2016

তুমি কেন্দ্রিক

ভ্রান্তি'রা সময় নেয়
আমি চাইনি
কোনোদিন
কাওকে পর করে দিতে !
সব শিকড় হয়না
গভীরে গাঁথা
সন্ধ্যে নামলে
রাত্রি'র বাড়ি ফেরা !
অনেকটা দূরত্ব
তাই সে ক্লান্ত
প্রিয় রং কালো
একাকিত্বের রং সাদা !
অনিমেষ দু'চোখ
ভিজে চোখ
শুকনো বৃষ্টি
কেন এমন হয় !
অংকের খাতায়
জীবন
চেষ্টার ত্রূটি রাখেনা !
জ্ঞানতঃ করা ভুল
নিয়ম হয়ে দাঁড়ায়
বৃত্ত
তাই
তুমি কেন্দ্রিক !-১৪.০৯.২০১৬

Monday, 12 September 2016

ভাবুক

ভেঙেছে তারাই
গড়তে জানে'না যে ক'জন
ভুল বা ঠিক
প্রেক্ষিতে সময়
কুলাঙ্গার
যদিও হয় পুত্র
সুমতি নয়
সে মাতা মাত্র
আমার লেখায়
নরম মাটি
শিকড় ভিজে
রক্ত বা কালশিটে
শিরা বেয়ে ওঠে নামে
সত্যের বিকল্পে
প্রেম কে পূজি
যার ভাবনা
ভাবুক সে'ই !-১২.০৯.২০১৬

Saturday, 10 September 2016

অযাচিত

চেনা অভিমানে'রা
অযাচিত 
চেতনা'দের
প্রতিনিধি !
ভাঙা নৌকা
ও তার
বুড়ো মাঝি
ফেলে আসা সময়
সঞ্চয়ের অন্য নাম !-১১.০৯.২০১৬

যেমন দেখছি

সম্ভাবনা'রা 
গাছপাথর 
অন্য নামে
অসম্ভব
শিকড় খুঁড়লে
কংক্রিট
সভ্যতা ইদানিং
স্মার্টফোন
একটা আবেগ
শব্দ
টাচ স্ক্রিন
যন্ত্রমানব !-১১.০৯.২০১৬

Thursday, 8 September 2016

ভালো থাকা

ভালো থাকাটা শর্ত 
সীমিত জীবনের 
সব থেকে 
অপরিমেয় চরম সত্য 
কাছে বা দূরে 
সবটা নিয়মে বাঁধা যায় না !-০৮.০৯.২০১৬

Tuesday, 6 September 2016

বিষবৃক্ষ ......

অপূর্ণ পুরুষ
চিরদিন
পূর্ন নারী খুঁজেছে !
মরুদ্যান খুঁড়ে
মুখোমুখি মরু !
রক্ত
বীজ খুঁজবে
সেটাই নিয়ম !
বীজ ফল দেবে
যেমন হয়ে এসেছে !
তবে সব বীজ
ফল দেয়না !
কিছু বীজ
বিষ দেয় !
দিনের পর দিন
সে বিষ
একদিন আকার নেয় !
পরিণতি'তে
সেই
বিষবৃক্ষ !
তৃষ্ণা'র
ভাষারা
চিরদিন
স্থির চোখে জন্ম দেখে !
যাকে বলি বাস্তব। .............-০৬.০৯.২০১৬

অপূর্ণ

সে এক রবিবারের কথা
প্রেম হলো
তারপর যুগান্তর বয়ে গেলো
মিলন আজও অপূর্ণ !-০৬.০৯.২০১৬ 

প্রেম সাধনা

প্রেম করলে বেপরোয়া হতে হয়
সাধনা নয় কোনো প্রেম তুল্য
ভাঙতে হয় নিজেকে
ছুড়ে ফেলে দিতে হয়
মায়া থাকলে প্রেম হয়না
প্রেম হলে বেপরোয়া হতে হয় !-০৬.০৯.২০১৬

মাটি মনে রাখবে

তোমার পা পুড়ে যাবে
বাস্তবের মাটিতে
যেন পা রেখোনা !
তোমার স্তন বৃন্তদের
যত্নে রেখো !
গোবেচারা এক পুরুষ
প্রেম না বুঝেই
ওতে কামড় দেবে !
সে কারণ ছাড়াই
তোমার যোনি কে
নর্দমা মনে করবে !
ঝাঁট দেবে
পরিষ্কার রাখবে
নিয়মিত ধুপ ধুনো দিয়ে
পুজো দেবে !
বিচিত্র ঈশ্বর
ও তার সৃষ্টি
সে জানবেও না...
ফসল যেই কাটুক
মাটি মনে রাখবে তাকেই
বীজ যে বুনেছে !-০৬.০৯.২০১৬

Monday, 5 September 2016

প্রেম নাম্নী

আকর্ষণের বিপরীতে
ঠিক যতখানি মাধ্যাকর্ষণ
তাকেই বলি বিকর্ষণ
ভাবনার অবকাশে
যে আকাশটা বাদ যায়
তার নাম দিগন্ত
আবার তোমার মাঝে
আমার কাছে যে তফাৎ
তার নাম প্রেম !-০৫.০৯.২০১৬ 

Sunday, 4 September 2016

বার্তালাপ

ভালো থেকো দুঃখ
আমি সুখী হতে যাচ্ছি !-০৪.০৯.২০১৬

Saturday, 3 September 2016

অরক্ষণীয়া

খসে গেছে কার্নিশ
আজ নয় পরশু
চাঁদ ফুটবে ওই ছাদের ফাঁকে
কিছু কথা যা সেদিন বলা হয়নি
অরক্ষণীয়া
পরক্ষণেই মেঘ ভেঙে বৃষ্টি
রামধনু কে কি "তুমি" বলা যায় ! - ০৪.০৯.২০১৬

সুহৃদ নয়....!!!

ও'রা সুহৃদ নয়
ও'রা আর যাই হোক
সুহৃদ নয়
মানুষ কে পিষেছে যারা
তারা কেউ মানুষ নয়
ক্ষমতা'র আবেগে শুনতে চেয়েছে
আর্তনাদ
ও'রা সুহৃদ নয় !-০৩.০৯.২০১৬

Sunday, 21 August 2016

ও'র নাম দুঃখ

ও'র নাম দুঃখ 
বড্ড সেকেলে 
ও'র ভালোবাসা 
শেকল বাঁধা 
আমার মতো আকাশ 
ও'র হওয়ার নয়
যৌবন ও অর্থ
দুইয়ে ও'র অনাসক্তি
তবুও ও'র দোসর হয়না
ও যে কবি'র আবিষ্কার
ও কবি'র স্ত্রী
এমন কেউ
যে কবি কে অনুভূতি দিয়েছে
অনুভবের আকাশে ও'ই ধ্রুবতারা ! - ২১.০৮.২০১৬

Saturday, 20 August 2016

ক্ষয়িষ্ণু

কোপার্নিকাস থেকে কালিদাস
জীবন বিজ্ঞান থেকে নন্দন কানন
সভ্যতা আলোকিত করেছে যারাই
দিনের শেষে ক্ষয়েছে মাত্র !-২১.০৮.২০১৬

Friday, 19 August 2016

মরুদ্যান দু চোখ জুড়ে

রাত নামলেই
ডুবুরি সময়
ব্যর্থ জল
চোখের পাতায়
গ্লানি বা অভিমান
তুমি বা স্মৃতি
আমি ও মরু
মরুদ্যান
দু চোখ জুড়ে !-২০.০৮.২০১৬

Thursday, 18 August 2016

এটম

ঝড় মাত্রেই ক্ষনিকের 
গভীর মাত্রেই সুন্দর 
ডুবতে জানে ক'জন !-১৮.০৮.২০১৬

Wednesday, 17 August 2016

ও'কে....

স্মার্ট ফোনের দেয়ালে জেগে থাকে চোখ
তবে ও'কে ......
সন্ধ্যে নামলে ক্লান্তি খোঁজে !-১৮.০৮.২০১৬

Wednesday, 10 August 2016

পোড়া দাগ

মেয়েটা নিজেকে নষ্ট করেছে
দিনে দিনে
ভালোবাসবে বলে
বিষ নিয়েছে বুকে
নীল হয়েছে
দিনের পর দিন
সবুজ মন'টা শুকিয়েছে
শুকনো পাতায়
যেভাবে দাবানল লাগে
ছাই নয়
শুধু পোড়া দাগ !-১০.০৮.২০১৬

প্রথম প্রেম

তোমাকে কি শুধু
একটা নীল ছবি বলা যায়
নাকি বলা উচিত
মিশরের মমি
তাত্ত্বিক দৃষ্টি তাই বলে
উভয়েই তো শরীর
বা বলি,
একরকম কাঠামো
লাস ভেগাস বা কুমোরটুলি
প্রেমিক শিল্পী'র তফাৎ
খুব একটা নয় বললেই হয় !
কবি কলম তুললে
বুঝে নিতে হয়
প্রেমিক সত্তা আঘাত পেয়েছে
অপ্রত্যাশিত কারণে
কবিতা যে তার প্রথম প্রেম !-১০.০৮.২০১৬

প্রেমের পরিভাষায়

আজ মন থেকে
একটা যাপন চাই
অবসর বলা যায়
আবার নয়
অবসর বড়ো
একাকী
আমার যাপন হোক
তুমি কেন্দ্রিক
যেখানে শুধু তুমি আমি
ওরা মরীচিকা
আগে বুঝিনি
আজ বুঝি
কাছে পাওয়ার পর
যে দূরত্ব
তার থেকেই
আপন পরের বিচারটা আসে
বিবেক বিচার ও অভিমান
প্রেমের পরিভাষায় সব ম্লান !-১০.০৮.২০১৬

Monday, 8 August 2016

জীবনের খোঁজ

শ্রাবন 
অভাব নেই তাই 
আয়োজনের প্রয়োজন দেখিনা 
মুহূর্তের মূল্য বোঝেনা 
ওরা দোষ দিয়ে নির্লিপ্ত !
আমি কারও নই কেউ
জীবনের উদ্দেশ্য
অনন্ত ও অসীমের
মাঝে হারানো ঠিকানা'র সন্ধান !
কেউ পায় সন্ধান
কেউবা সন্দিহান
শিকড় হারানো একলা কান্ড
জীবনের খোঁজ থামে না !-০৮.০৮.২০১৬

ভালোবাসা মানে

ভালোবাসা মানে 
একটা শক্ত শরীর 
ভেঙে গিয়ে 
একটা নরম শরীর 
"মা" হওয়া !-০৮.০৮.২০১৬

Sunday, 7 August 2016

মুখোশ

একটা মায়ের মুখে মুখোশ 
কেমন হবে 
বিন্দু বিন্দু ঘাম 
সে যদি জড়ো করে 
হিসাব চেয়ে বসে 
তোমরা গান্ধী জিন্না নিয়ে যতটা
কাঁটাছেড়া করো
ভেবেছো নিজেদের
জন্ম শিকড় নিয়ে
ততটা
কি বোলো
ভেবে কাজ নেই
ওরে ভাবো
একটু সময় দাও নিজেকে
সবাই ভালো থাকবে
ভালো থাকতে শেখো
আগে নিজে !-০৭.০৮.২০১৬

Saturday, 6 August 2016

নিয়ম

জন্ম ব্যবচ্ছেদের বিনিময় 
মৃত্যু অবক্ষয়ের সঞ্চয়িতা !-০৭.০৮.২০১৬

Wednesday, 27 July 2016

বেঁচে থাকা

এখন আর অপেক্ষা নেই
শুধু বেঁচে থাকি !-২৭.০৭.২০১৬

মেঘদূত কে মনের চিঠি

একটা মরুময় মন
মরীচিকা ময় আকাশ
জ্বলছে নিভছে ওরা কারা
তারা,নাকি পুড়ে যাচ্ছে কারও বুক
স্খলিত শৃঙ্খল
বন্ধন মুক্তি দ্বন্দ্ব
আলো কে মনে হয় অন্তরাল
রাত যেন মোহনা
আমি নিজেকে আবিষ্কার করতে থাকি !-২৭.০৭.২০১৬

বন্ধন ও মুক্তি

ভাগ করে নেওয়া কিছুটা
বন্ধন ও মুক্তি !-২৭.০৭.২০১৬

Monday, 25 July 2016

আমার জন্য তুমি

আমার জন্য তুমি চিরন্তন
হয়তো আমি নেই
সেই একটা দিন
নিঃশ্বাস ছাড়া নিথর শরীরটা !-২৫.০৭.২০১৬

Monday, 18 July 2016

আকাশ ঘুড়ি

যাকে ফিরে পাওয়া যায়
এক বুক স্মৃতিতে
ফিরে চাইলেই কি
নাম দিতে হয়
সম্পর্ক
ভাঙ্গন
আকাশ ঘুড়ি !-১৮.০৭.২০১৬

Wednesday, 13 July 2016

তোমাকে পাওয়ার অন্য নাম

কত ভুল
মার্জনায় তুমি মা
লোডশেডিং ভেঙে
এক টুকরো চাঁদ
আলো আর তুমি
আমি বেঁচে আছি
আমি বেছে নিয়েছি
নিঃশ্বাসে মিশে আছো
তুমি
হৃৎপিণ্ডে বইছে
কি একটা শীতল স্রোত
জীবন তোমাকে পাওয়ার অন্য নাম
মৃত্যু তোমাকে না দেখা দিন
তোমাকে ছাড়া প্রতিটি রাত ! -১৩.০৭.২০১৬

Tuesday, 12 July 2016

উক্তি - ২০১৫

জীবনের স্বার্থে জীবন নিলে তা হত্যা হয় না !-২৮.০৪.২০১৫
_________________________________

বুদ্ধিজীবী ও প্যাঁচা রাত হলেই ধরা দেয় !-০৮.০৬.২০১৫
_________________________________

কবি নই তো শুধু প্রেমিক সত্তা টা আজও অম্লান !-১৯.০৬.২০১৫
____________________________________

জীবনে কিছু মানুষ এমনও আসে নিরুত্তর হই বা নিরুত্তাপ তারা থেকেই যায় !-২০.০৯.২০১৫
_____________________________

প্রতিটি অবসর তোকেই চায়...........!-২৭.০৯.২০১৫
____________________________________

স্মৃতি হোক বা মানুষ মৃত্যু একবার !-২৯.০৯.২০১৫

একটা মানুষের মৃত্যু নিয়ে যারা রোমানস্ করতে পারে;তাদের প্রেমিক বা প্রেমিকা বলতে আমার ঘৃনা হয় !-২৯.০৯.২০১৫
_______________________________

ঝড়ের স্তব্ধতা বুঝতে গেলে প্রেম করতে হয় !-১২.১০.২০১৫

*************************************************

স্বাধীনতা যখন শর্তাধীন ;তাকে প্রেম বলি !

ইতি চাই সিঁথি দেবে ?

তাত্ত্বিক জ্ঞানে জ্ঞানী হলে ;মন বুঝলে না !

এতো ঘৃনা থাকলে অভিনয় হয় ;প্রেম নয় !-১৩.১০.২০১৫

*********************************

উজানের সঞ্চয় আর যাই হোক ঘর বাঁধা যায়না !-২৮.১০.২০১৫

অনুগ্রহ আপেক্ষিক প্রেমের চেয়ে বেশ্যা 'র ভাত শ্রেয় !-২৯.১০.২০১৫

লেখা হোক আদিমতা'র ইতিহাস;আমি কবি তুমি রাত !-২৯.১০.২০১৫

তুমি বেশ্যা যদি হও;আমি নপুংশক ! - ৩০.১০.২০১৫

ছুঁচো গন্ধ ছড়াবেই;আতর ছড়াক বাঁদর !-৩১.১০.২০১৫

আমার মৃত্যু একলা তোমার পথ চেয়ে !-৩১.১০২০১৫

যা তোমার অধিকার তা আমার অভ্যেস !-৩১.১০.২০১৫

অপেক্ষা কবে নদী মোহনা ছোঁবে !-০১.১১.২০১৫

অপূর্ণ প্রেমে যে মৃত্যু ও তোমায় সুখ দেবে না !-১৩.১১.২০১৫

যান্ত্রিকতা কিনতে পাওয়া যায় ;ভালোবাসা নয় !-১৩.১১.২০১৫

আমার সব না পাওয়ার সব থেকে বড় চাওয়া তুমি !-১৮.১১.২০১৫

আবেগের বিরুদ্ধে অনিচ্ছায় যাই কোরো সেটা অপমান ;আত্মা'র অবমাননা !-১৮.১১.২০১৫

সব সম্পর্কে ১ টা খোলা জানালা দরকার !-১৮.১১.২০১৫

আমি সংসারী নই যে ;আমি প্রেমিক !-২৫.১১.২০১৫

"ভালোবাসি" যে কথাটা এর থেকে বড় কোনো প্রতিশ্রুতি নেই ,হয়না ,হতে পারে না !-১৬.১২.২০১৫

চাইলেও যে সম্পর্কগুলো মন থেকে গড়া যায় না;দায় বোধ চলেই আসে !

আমরা এই অধিকারের ছুতোয় ভালোবাসাটাই হারিয়ে ফেলি !

প্রেম তো কাঙ্গাল কেও ধনী করে দেয় ;আর যে যতো ধনী ততোই সে প্রেমের কাঙ্গাল !-১৭.১২.২০১৫

Sunday, 10 July 2016

স্রোতের অন্য নাম

অল্প থেকে প্রচুর
অবক্ষয় নাকি অপচয়
জীবন
স্রোতের অন্য নাম
গতি যার ধর্ম !-১০.০৭.২০১৬

কবি'র পদবি

পূর্ণিমা'র চাঁদ যেথায় ঝলসানো রুটি 
কবি'কে পদবি দেবে কে তুমি !-১০.০৭.২০১৬

শিল্পী'র জন্ম

অভিমানের আত্মজীবনী 
নাকি 
নিঃশ্বাসের না বলা কথা !
অবধারিত কারণেই 
জন্ম নেয় শিল্পী ! - ১০.০৭.২০১৬

Friday, 8 July 2016

মানে না মানা....

তুমি এলে
এমন অবেলায়
দু'চোখে ক্লান্তি নেমেছে !
শেষ বিকেলের রোদটুকু তুলে রেখেছি
জানি তোমার মন্দ স্বভাব
ভুল বুঝবে জানি;তবুও যে টুকু ভালোবেসেছি !
আলতা পায়ে এলে
কেউ যদি টেরটি পায়
তোমার তারায় ভরা আকাশ
তবুও কেন চাঁদে কালিমা ?
ও যে আমারই মতো
মানে না মানা !-০৯.০৭.২০১৬

ঢাকা তুমি এক নও

ঢাকা
তোমাকে ,
শহরের পদ্যে লাল
মোহনায় সূর্যাস্ত দেখে 
আমার পৃথিবী
আমার জানতে ইচ্ছা হয়
ঢাকা,তুমি কেমন আছো !
আমি কথা রাখতে পারিনি
বুঝিনি তোমার মন
পলাশ ফোটা কৃষ্ণচূড়া
হারিয়েছি যত সবুজ
বাংলা
ভাষার শহীদ
আজ জিহাদে দিচ্ছ প্রাণ
কারা ওরা ধর্মের কিতাব লিখছে
বাইবেল/কোরান /গীতা
তোমার কবর
আমার চিতা
জানিনা কি ভাষায় চাইবো ক্ষমা
যে ভালোবাসা করেছে
কাঁটাতার জয়
কেন পারেনা
জিহাদের রং পাল্টে দিতে !
ধর্ম লাল
রক্ত লাল
সাদা কালো মানুষ !
ঢাকা তুমি এক নও
স্মরণে শরিক তোমার প্রেমিক !
তোমার,
দিল্লী

Sunday, 3 July 2016

সভ্যতা গড়তে

অভিমানের পাহাড় গড়াটা
সহজ
না হয় তুমি নদী হলে !
ভাবো তো
কোনটা চিরন্তন
পাহাড় কিন্তু ক্ষয় হবে
নদী মিশবে সেই সাগরে !
হেরে গেলেই তো পাহাড় হওয়া যায়
সভ্যতা গড়তে নদী হতে হয় ! - ০৩.০৭.২০১৬

পুরোনো প্রেম

পুরোনো প্রেম 
বুঝিস না যা 
অধিকারটা 
অযাচিত 
বৃষ্টি
তোর অন্য নাম
আমার কবিতা'দের
ইন্ধন
তোর চোখের
কাজল
সাগরের ঢেউ
নারীর পুরুষ
কবি'র তুই ক্লিওপেট্রা
রবি'র তুইই চিত্রাঙ্গদা !!!-০৩.০৭.২০১৬

বর্ষার দিন গুলো

বর্ষার দিন গুলো
নস্টালজিয়ার পাতা উল্টোয়
"আমি" ফিরে যায় !
দিন গুলো সুখের ছিল না
ছিলো অনেকের মাঝে
তখন এই "আমি" টা ছিলো
তবে পরিচয় খুঁজতো !
আজ সেই "আমি" অস্তিত্বহীন
অশিক্ষিত বর্বর
তবুও ওদের মাঝে
ওরা বুঝতো না ঠিক বা ভুল
ওরা বিচার করতে অভ্যস্ত !
জানালায় দাঁড়িয়ে বৃষ্টি দেখা
দেখা ঐ মেঘ কল্প আকাশ
আর খোঁজ সেই সূত্র
যা আমাকে বাঁধে সেই অনন্তের সাথে
কে তুমি ;কে তুমি আমার ;কবে হবে আমার
কবে দেবে ধারা !!! - ০৩.০৭.২০১৬

Friday, 1 July 2016

যৌথ রচনা

এখন কি করছো ?
চাঁদ দেখছি
দাগ পেলে?
খুঁজিনা
ভালোবাসি যে বড্ড !-০১.০৭.২০১৬
যৌথ রচনা - কৃতজ্ঞতা স্বীকার "অনন্যা"

Wednesday, 29 June 2016

ক্লান্তি

ক্লান্তি তো আমারও আসবে 
সেদিন মাথা রাখবো তোমার কোলে !-২৯.০৬.২০১৬

তোমার কপালে সিঁদুর

আজ আবারও বলি
তোমার কপালে সিঁদুর শোভা দেয় না !-২৯.০৬.২০১৬ 

Tuesday, 28 June 2016

বন্দনা

লেখো
তাই লেখো
কিন্তু সে লেখা যেন এমন হয়
যাতে মানুষ মৃত্যু কল্পনাও না করে
মৃত্যু ক ঘৃণা করতে শেখো
জীবন ক ভালোবাসো !-২৯.০৬.২০১৬

তুমি আমারই মতো

তুমি স্বপ্নের নায়িকা
তুমি নীল ছবির বাস্তব
তুমি চাঁদের কলঙ্ক
তুমি আমারই মতো !-২৮.০৬.২০১৬

আকাশ বৃষ্টি বার্তা

তুমি ছায়া হলে;
অবয়ব হোবো
রাতের শেষে যেমন ভোর
তোমার ক্লান্ত চোখে
মায়াবী কাজল
বা বলি,
প্রশস্ত কপালে ;
এক বিন্দু টিপ
সাজাতাম তোমাকে
নিজের মতন করে
আলতা রাঙ্গাতাম
তোমার পায়ে
আমার নিঃশ্বাসের উষ্ণতা
শুষে নিতো সমস্ত আদ্রতা
আমি রামধনু;
তুমি আকাশ
তোমার তো লাল রং
ভীষণ প্রিয়
আমার আকাশি
সেই ছোটবেলা থেকেই
আমার আকাশ ভালো লাগে
তোমার ভালো লাগে বৃষ্টি
এসো আমার আকাশে বৃষ্টি হবে !-২৮.০৬.২০১৬

Monday, 27 June 2016

ভরা জোয়ার

বালুচরে এক দাঁড়িয়ে আমি
বানভাসি জ্যোৎস্নায় উতলা দামাল ঢেউয়ের গর্জন
আজ কি তবে পূর্ণিমা
এ তো ভরা জোয়ার !-২৮.০৬.২০১৬

মোহনা

সাগর যাকে ধরা দেয়
তার তৃষ্ণা মিটবে কিসে !!!-২৭.০৬.২০১৬

Sunday, 26 June 2016

কে এলি ?

কে এলি ?
সঙ্গ দিবি বলে
চলে যা
রাতের স্বপ্ন সত্যি হয়না !-২৬.০৬.২০১৬

সংশোধন .... !!!

নিঃশ্বাস একরকম চলছে
যুদ্ধটা অন্তর্মুখীন
আমি নাকি আমরা
মিল পাওয়ার চেষ্টা
আজন্ম চলে আসা পথ
সূর্যোদয় থেকে সূর্যাস্ত
পাখিদের ফিরে আসা বাসায়
মাথা নিচে শেষ না হয় পথ
আমি'র সংজ্ঞাটা সহজ নয়
সংশোধন এর চেষ্টা বৃথা !-২৬.০৬.২০১৬

Friday, 24 June 2016

স্বপ্ন মানে

রাতের অভিধানে 
স্বপ্নেদের নাম হয়না 
রাত জানে স্বপ্ন মানে 
অপূর্ণ ইচ্ছা !-২৪.০৬.২০১৬

Sunday, 19 June 2016

তোমাকে লিখবো

আমি যখন লিখি তোমাকেই লিখি
যতবার লিখবো তোমাকে লিখবো !-১৯.০৬.২০১৬

Tuesday, 7 June 2016

সময়ের অতীত

মিথ্যে জরায়ু
মিথ্যা জন্ম প্রণালী
আমার কলমে জন্ম তোমার
মৃত্যু সময়ের অতীত !-০৭.০৬.২০১৬

Friday, 3 June 2016

কে কার এই ভাবনায়

সূর্যের খুব কাছাকাছি
চাঁদের আলো সেখানে পৌঁছয় না
বিন্দু বিন্দু ঘাম ইতিমধ্যে
কপাল ছুঁয়েছে
কে কার এই ভাবনায়
পুড়ে যাচ্ছে স্বপ্ন
স্থির রাত আকাশ পানে চেয়ে !-০৩.০৬.২০১৬

Thursday, 2 June 2016

কেন ?

অনেক আনা গোনা
অনেক অভাব 
অনেক তৃষ্ণা
হারিয়ে যাচ্ছি না তবুও 
কেন ? -০২.০৬.২০১৬

পূর্ণতার ছলে......

লজ্জা 
যদি না পাও
খোলো বসন 
অলংকারের 
শোভা 
নয় যে তোমার
তোমার মধ্যমা
দাও তাকে
উচিত অভিষেক
স্বর্গের দ্বারে
নামিয়ে আনো
গঙ্গা
শুদ্ধি দাও
পূর্ণতার ছলে !-০২.০৬.২০১৬

Monday, 30 May 2016

আকাশের মতো কি একটা

ফেরানো গেলো না
সে রাতে জ্যোত্স্না
তাই নিভিয়ে দিলো আলো
আমার চোখে
আকাশের মতো কি একটা !-৩১.০৫.২০১৬

Friday, 27 May 2016

রং ছাড়া রামধনু

আবারও লিখবো প্রেমের কবিতা 
আবারও হোবো প্রেমিক 
চোখ বেয়ে ঠোঁট হোবো
পুরু হোক মরু 
বৃষ্টি নামাবো শুন্য বুকে 
তারা'র খোঁজে আর নয়
বৃষ্টি করবে নদী আবিস্কার
পতঙ্গ হবো প্রেম অনলে
রং থাকবেনা আঁকবো রামধনু
জীবন মৃত্যু কালের নিয়ম
যতবার প্রেম আসবে
ততবার কবি হোবো !-২৭.০৫.২০১৬

Sunday, 22 May 2016

সবে ই বরাত

মুখোমুখি আজ
তোমার খোদা
সবে ই বরাত-এর রাত
কবি'র বুক চিড়লে
পাবে প্রেম
তবে কেন সখী দূরে থাকো !-২২.০৫.২০১৬

Tuesday, 17 May 2016

ভুলে যাই ....

ভূলগুলো'কে মনে হয় সহজাত
উদ্দেশ্য হীন ভাবেই ভালোবেসেছি যেমন এতদিন
শুধু কি দিন
অবুঝ ভালোবাসা'র প্রান্ত ধরেই
আজ ক্ষণিক জীবনের
প্রায় আড়াই খানা দশক
জীবন্ত মরীচিকা
প্রণোদিত স্পন্দনগুলো কখন জানি নিস্কাম হয়েছে
একদিন আঁচল ধরে হাঁটে
আজ আবারও সেই আঁচল খুঁজি
মুখ গুজে কাঁদতে ইচ্ছা হয়
ভুলে যাই আমি পুরুষ !-১৭.০৫.২০১৬ 

Sunday, 15 May 2016

আকাশ বৃষ্টি

তুমি 
যখন যখন 
আকাশ 
আমি 
তখন তখন 
বৃষ্টি !-১৬.০৫.২০১৬

Wednesday, 11 May 2016

একটা থালা

বলিনা তোমায় 
কবিতায় আজ সে কথাই বলবো
ভালোবাসা'র অভিমান 
ঘর নয় মন চাই
জানালা দরজা ছাদ নয় 
দুপুরে ভাত ডাল সবজি সাথে
তোমার সাথে
একটা থালা
তুমি আমি !-১১.০৫.২০১৬

Sunday, 8 May 2016

রবীন্দ্র স্মরণে ......

তোমার দানে 
বিরহ 
প্রেম 
ওহে
অমৃতের সন্তান
সিঁদুরের
অভিধানে
অধরা যে প্রেম
দিও অমৃতের সত্ত্ব
ক্ষুদ্র এ প্রাণে !-০৮.০৫.২০১৬

Saturday, 7 May 2016

পিয়াসী জীবন

বেড়ে গেছে শুন্যতা
উজানের শেষ খুঁজিনা আর !
পানি'র পিয়াসী জীবন
পেলি কেবল মাটি !-০৮.০৫.২০১৬ 

Friday, 6 May 2016

অভিধানে

অভিধানে
অনুদান'টুকু রয়ে গেছে !-০৬.০৫.২০১৬

পরের টুকু

নিঃশ্বাসে কারও অধিকার হয়না
এমনকি নয় তা জীবনের
গতি নাহলে বোধ হয়
জীবন কে
এমন সুন্দর দেখাতো না
প্রতিটি পৃষ্ঠা
এক অন্য কাহন
প্রতি বিকেল অন্য এক স্বপ্ন বোনা
রাত নেমে আসে
হারিয়ে যায় স্বপ্নেদের মাস্ত্তুল
আগুনের তৃষ্ণা জলে মেটেনা
সাগরের পিপাসা দিগন্ত জানে !-০৬.০৫.২০১৬

Thursday, 5 May 2016

প্রতিদান

একটা পাথর
বুকে কয়'বিন্দু জল
নদী'র মুখোমুখি
সে দিল দান
রুক্ষ পাথর চাইলে প্রতিদান
নদী দিলে তাকে প্রাণ
পাথর আর রুক্ষ রইলো না !-০৫.০৫.২০১৬

Wednesday, 4 May 2016

কক্ষপথ

পৃথিবী'র কক্ষপথ
ভেঙ্গে একদিন আমি
তোমার কাছে যাবো
তুমি সেদিন
ছায়াপথ হয়ে এসো !-০৪.০৫.২০১৬

চাষী কথা

মাটি খোঁজে চাষী
চাষী খোঁজে বীজ !-০৪.০৫.২০১৬

অসমান্তরাল

অসমান্তরাল
তবুও চায়
একে অপর কে
বোঝে অনেক বেশি !-০৪.০৫.২০১৬

অন্য কবিতা

বলি শোন
নাম নেই 
ওই যে ঢেউটা 
ফিরে যাচ্ছে 
হেরে যায়নি !
অপেক্ষা'র অন্য নাম
জীবন ! - ০৪.০৫.২০১৬

Sunday, 1 May 2016

নিয়ে যেও মনে করে

অনেক চুমু জমে আছে তোমার
নিয়ে যেও মনে করে !-০১.০৫.২০১৬

মাঝে মাঝে

ইতিহাস জমে আছে
পাহাড় নেড়ে চেড়ে
কিছু ধুলো ওড়াই
মাঝে মাঝে
অন্তর্বাহিনী একটা নদী
এসে সব ধুলো শুষে নেয়
এক নিঃশ্বাসে !-০১.০৫.২০১৬

সে আমার

যতদিন বেঁচে থাকবে
সে আমার
যমুনায় জল বয়ে যাক
পদ্মায় আসুক বান
গঙ্গা মিশে যাক সাগরে !-০১.০৫.২০১৬

কবি ও মানবী

কবি ,
কে তোমার প্রেমের ঈশ্বর ?
হে মানবী ,
তুমিই সে !
তোমাকেই ডাকি আজানে
তুমি লেখা পুরানে !
কবি ,
তুমি বহুগামী !
হে মানবী ,
তোমারই বীজে এ জন্ম !-০১.০৫.২০১৬

তোমার সাথে

একটা গোটা দিন
যদি
তোমার সাথে হতে পারতাম !
একটা অলস দুপুর
একটা নিবিড় ঘন শীতের রাত !
একটা বৃষ্টি মাখা বিকেল
একটা রামধনু সন্ধ্যা
শিউলি ফোটা সকাল
ভোরের আজান
তোমার সাথে !
প্রেমের খোদা
আমাকে দেবেনা
এমন একটা দিন !-০১.০৫.২০১৬

Saturday, 30 April 2016

মে দিবস আমার চোখে

নিরুত্তাপ হতে হতে
কখন জানি নেমে গেছি
হিমাঙ্কের অনেকটা নিচে
এখানে কোনো বিদ্রোহ নেই
কেবল চেয়ে থাকা 
শুন্য পথে !
ধনতন্ত্র বনাম স্বপ্ন
মে দিবস আমার চোখে
এমনি
এখন তারা যে কেউ নেই
গান্ধী নেই নেই জিন্না
লেনিন বা ওয়াশিংটন ! - ০১.০৫.২০১৬

আয়ুহীন.....

পৃথক
অভিযোজিত
আলোবর্ষ
বিভাজিত
গ্রীষ্ম অথবা বর্ষা
শীত বা বসন্ত
ঋতু নাকি স্রাব
দীর্ঘতম
পড়ন্ত বিকেল
তোমার সাথে হাঁটা পথ
আয়ুহীন !-৩০.০৪.২০১৬ 

আলাদা হওয়া মানে

আলাদা হওয়া মানে কি
দুটো আলাদা পৃথিবী গড়ে তোলা
তবে আমাকে দুরে করে দিও না
অরণ্য নাও ;নাও পর্বত
একটাই সাগর ; অগুন্তি ঢেউ
বিশ্বাস কোরো আমাকে
আমি তোমারই মতো কেউ !-৩০.০৪.২০১৬

ভালো নেই

তুমি তো তেমনি আছো
তবে কবিতা আসেনা কেন ?
কেমন এলোমেলো হয়ে গেছো
এসো একবার দেখে যাও 
আমি ভালো নেই 
আজ অনেক দিন ! -৩০.০৪.২০১৬

Tuesday, 26 April 2016

আমি আর বনলতা সেন

একলা হাঁটছি পথ
আর্জি তোমায় পাবো
ছোঁয়া হয়তো হবেনা 
কুয়াশা ছুঁলে বৃষ্টি ছোঁয়া হয়না
মিলন রাত সেও আসবে একদিন 
কথাটা মিলন নয়
মিলনাত্মক
কিছু ১টা মিলনের মতন
আকাশ ঢাকে মেঘে
জ্যোত্স্না দেখিনা
জোনাকি 'র আলোয় পাশাপাশি হাঁটি
আমি আর বনলতা সেন
তাতেও দেখি তোমার ছায়া !-২৬.০৪.২০১৬

চাহিদার টানে

তভাবে বলেছি 
ফিরে আয় 
জীবনে 
অতীত কুড়াস
ভাঙ্গা আয়নায় দেখিস পুরোনো মুখ !
পাল্টাবে না কিছু
এগিয়ে গেলে জীবন পাবে
হাত বাড়ালে বন্ধু হয়না
কেউ দেয়না মুখের খাবার
জীবন বাঁচে চাহিদার টানে
মৃত্যু জল চায় না !-২৬.০৪.২০১৬

অবস্থান

প্রতি পাতায়
প্রেমের আখ্যান
যাকে তাকে নয়
তোমাকে নিয়ে লেখা
পারতাম ভেঙ্গে দিতে
কলম সায় দেয়নি
থেমে যায়না জীবন
কেন তবে থামলো কলম
উত্তর হয়না
যা কেউ জানেনা
অক্ষয় তাই তোমার অবস্থান !-২৬.০৪.২০১৬

Sunday, 24 April 2016

উত্সর্গ মা কে

আমার সময় 
বাঁধা জীবন'
অথবা 
কেন্দ্র খুঁজি আমি 
শক্ত হওয়ার ভরসা 
অনাদি
আমি একা
তুমি
নারী রূপে জন্ম
আমার
কর্কট অপরিমেয়
তুমি
মা হয়েছো
আমার
পুরুষ হওয়া হয়নি
সাক্ষী জীবন
ব্যর্থ অনুনয়
জন্ম আসুক বারে বার
মুখ তুলে তাকাবেন ঈশ্বর
আমাকে সন্তান স্নেহ দিও সেদিন ! - ২৪.০৪.২০১৬


উত্সর্গ মা কে 
কাল তার ৫৩ হবে 
(২৫.০৪.১৯৬৩ - ...........)

Tuesday, 19 April 2016

বসন্ত আসে যায়

পারি
কিন্তু কেন ভালোবাসবো
পারবেনা
যদি ভাগ দিতে
করে নিতে
দু'টুকরো যন্ত্রণা
কেন হোবো
আমি তোমার
সুখের কবুতর নই রে পাগলি !
জানি
মেনে নিতে
বুঝি
যা বলিস না !
উত্তর খুঁজিস
শেষের পাতায়
বসন্ত আসে যায়
বেলা বয়ে যায় অপেক্ষায় !
জানি
তুইও আমাকে খুঁজিস
জানিস'না শুধু
মরিচিকা কে প্রেম না ভাবলে
কেউ প্রেমিক হয়না !
বিদ্রোহের
যতো ভাষা
সবই তোর্ জানা
তবুও
নীরবে কাঁদিস
একবার বল ভাবিসনা আমায়
তোর্ চোখে ভাসবো
বলেই তো
বেঁচে আছি আজও ! - ২০.০৪.২০১৬

বিকল্প.....

তোর্ বুকে হাত রেখেছি
বল আমায় ভালোবাসিস !
খোলা চুলে তোকে
অন্যরকম মনে হয়
তা কি জানিস !
ক্রমশ:
বাড়ে তোর্ বুকের উষ্ণতা
আমার অনুভুতি'রা হয় উন্মাদ !
আমি জল হয়েছি
প্রতিশ্রুতি ভেঙ্গে
তুই পাথর হতে পারলি কই !
পাপড়ি ছুঁয়ে আঙ্গুল
বল ভালোবাসিস
ক্ষমা করে দেবো
যত দোষ
জিভ ছোঁবে মৃত্যু !
সভ্যতা
একটা কথা মাত্র
আসলেই
আদিমতার কোনো বিকল্প হয়না
আয় আজ দেওয়াল ভাঙবো
তুই মা হবি
আমি পুরুষ হোবো !-২০.০৪.২০১৬

না বোলো না

সন্তান হোক প্রেমের ফসল
জন্মসূত্র সে তো তোমার হাতে
উত্তরাধিকার চায়
না বোলো না
প্রেম কে দাও ষোলো কলা ! - ২০.০৪.২০১৬

Sunday, 17 April 2016

"সাম্রাজ্যবাদ নিপাত যাক"

বিচ্ছিন্নতাবাদ
ভেঙ্গে যাচ্ছে দেশ 
পাল্টে যাচ্ছে 
দারিদ্রের পরিভাষা 
কলম তুলে হাতে 
দেখো রাষ্ট্রপিতা
লেখা হবে সংবিধান
ওরা কারা হাত পাতে
কেউ কেউ
মুঠো তোলে আকাশে
হুঙ্কার বা হাহাকার
শোনা যায়
"সাম্রাজ্যবাদ নিপাত যাক" ! - ১৮.০৪.২০১৬

আমি প্রেমিক হইনি

প্রেমিকা তোমায় পাইনি
তাই আমি প্রেমিক হইনি !-১৭.০৪.২০১৬

ঋণ

তোমার কাছে ঋণ অনেক 
অন্যেদের সাথে তুলনা হয়না !-১৭.০৪.২০১৬

Friday, 15 April 2016

আমাদের

জানি তৃষ্ণা'রা 
দৃঢ়
জানি অ'সুখ 
অনেক
তবুও একটা 
পরী
তোমার আমার কোলে !
জানিনা
সময়ের গর্ভে
কি আছে
অপেক্ষায় !
কলমে সৃষ্টি
অনেক
অদ্বিতীয়
সে সৃষ্টি
বুকের রক্তে যা
তোমার আমার
আমাদের !-১৫.০৪.২০১৬

Thursday, 14 April 2016

আজও আছিস সে তুই

গোটা বাজার'টা 
কিনে নেবো একদিন 
তবুও তোমাকে 
বেশ্যা হতে দেবো না !
নাসমঝ আছে 
জানেনা বেশ্যা'র ভাত
সন্ন্যাসী'তে খায় না
কে কার ভাই
কেউ বা বাপ !
নেহাৎ বানজারা
ভবঘুরে
তোমার ছবি বুকে
আজও এই বাজারে
তোমাকে খুঁজি !
আমিও হোবো আশিক
যেমন বন্যেরা বনে
শিশু সুন্দর
মায়ের কোলে !
বৈশাখের পয়লা দিনে
কথা দিলাম তোকে
তোর্ হাতে নয় যদি
খাবো না ভাত
বেশ্যার হাতে !
এক টুকরো পৃথিবী
দিবি আমায়
তোর্ আকাশে
মেঘ হোবো !
এক পশলা বৃষ্টি
যদি দিস
গোটা বাজার'টা
করে দেবো তোর্ নামে !
ধর্ম নাই রে কিছু
ছিলোনা কোনোদিনই
ছিলাম আমি
আজও আছিস সে তুই !-১৪.০৪.২০১৬