Tuesday, 26 April 2016

আমি আর বনলতা সেন

একলা হাঁটছি পথ
আর্জি তোমায় পাবো
ছোঁয়া হয়তো হবেনা 
কুয়াশা ছুঁলে বৃষ্টি ছোঁয়া হয়না
মিলন রাত সেও আসবে একদিন 
কথাটা মিলন নয়
মিলনাত্মক
কিছু ১টা মিলনের মতন
আকাশ ঢাকে মেঘে
জ্যোত্স্না দেখিনা
জোনাকি 'র আলোয় পাশাপাশি হাঁটি
আমি আর বনলতা সেন
তাতেও দেখি তোমার ছায়া !-২৬.০৪.২০১৬

No comments: