একলা হাঁটছি পথ
আর্জি তোমায় পাবো
ছোঁয়া হয়তো হবেনা
কুয়াশা ছুঁলে বৃষ্টি ছোঁয়া হয়না
মিলন রাত সেও আসবে একদিন
কথাটা মিলন নয়
মিলনাত্মক
কিছু ১টা মিলনের মতন
আকাশ ঢাকে মেঘে
জ্যোত্স্না দেখিনা
জোনাকি 'র আলোয় পাশাপাশি হাঁটি
আমি আর বনলতা সেন
তাতেও দেখি তোমার ছায়া !-২৬.০৪.২০১৬
আর্জি তোমায় পাবো
ছোঁয়া হয়তো হবেনা
কুয়াশা ছুঁলে বৃষ্টি ছোঁয়া হয়না
মিলন রাত সেও আসবে একদিন
কথাটা মিলন নয়
মিলনাত্মক
কিছু ১টা মিলনের মতন
আকাশ ঢাকে মেঘে
জ্যোত্স্না দেখিনা
জোনাকি 'র আলোয় পাশাপাশি হাঁটি
আমি আর বনলতা সেন
তাতেও দেখি তোমার ছায়া !-২৬.০৪.২০১৬
No comments:
Post a Comment