Sunday, 31 January 2016

অনুতাপের ভাষা

জ্যোত্স্না'র বুকে
মাথা রেখে
একলা চাঁদ
স্বপ্ন দেখে
সেদিন সাগর কথা দিয়েছিলো
অব্যক্ত অনুভব
অনুতাপের ভাষা ! - ৩১.০১.২০১৬ 

কিছু দিতে পারিনি

ওরা ভালোবেসেছে
আমার সংযম কে
তাই কিছু দিতে পারিনি !-৩১.০১.২০১৬

অভাব/প্রাচুর্য

অভাব অশ্রু আনে 
প্রাচুর্য দেয় দাসত্ব !-৩১.০১.২০১৬

অহংকারী





অহংকারী 
বর্ষার নদী যেন !
সভ্যতা'র ঋণ 
তোর্ কাছেই !
এভাবেই 
জন্ম-মৃত্যু পালাবদল !
অমন চাহনি 
ঈশ্বরের দ্বিতীয় সৃষ্টি নেই !

Note:- We're not lovers;and in fact we can't be;the bonding we carry is much more demanding.



Saturday, 30 January 2016

কাপুরুষ

সব পুরুষ
কাপুরুষ নয় !
ওদের শিরদাঁড়া
দু'পায়ের মাঝে !
তোদের যেমন
দু'টো পা !
ও'রা স্তন্যপায়ী
আবার নরখাদক !
ও'রা মানুষ
কাপুরুষ নয় !-৩১.০১.২০১৬

বেজন্মা

কে বুঝেছে তোকে
কালী সানি সব এক !
মায়ের আঁচল খসলে
জন্মান্ধ যুধিষ্ঠির !
আদর করে যা
তোকে বেজন্মা হতে নেই ! - ৩১.০১.২০১৬

স্বাধীন হোয়ো

একদিনের জন্য
স্বাধীন হোয়ো
তোমায় আকাশ দেবো !-৩১.০১.২০১৬

তোমার আকাশ

প্রিয় চিঠি ,

আমার বুকে
একটা ক্ষত
তাতেই তোমার আবিস্কার 
অনেকটা আকাশ !
যে আকাশে
মেঘ নেই
বৃষ্টি নেই
দিন নেই
রাত নেই
শুধুই
ভালোবাসা !

ইতি ,
তোমার আকাশ
-৩১.০১.২০১৬

কবিতা বিনা

অধরা
দিন প্রতিদিন
কবিতা বিনা যদি !-৩১.০১.২০১৬

চোখ

চোখ
দুটি মেরু
বিপরীত
প্রতিদ্বন্দী নয়
ক্লান্ত
সময় মৃত্যুমুখী !-৩১.০১.২০১৬

Benami...26

Din protidin
aamra sommukhin
Aami,aamar aasha'ra
aamar Swapner sosane
Nabhi jamon pore naa
Aashao temoni abinossor.........

Benami.....25

Sudhu opekkha kore thaki
kobe tumi aasbe
tobe to srabon naambe
aabar ful futbe!!!!!!!!

Benami...24

Khub valobasi tomay
kintu kivabe bolle
tumi chere chale jabe naa
tai vabi........!!!!!!!

হাহাকার....

মৃত্যু
নীরব
সত্য
জীবন হাহাকার !-৩০.০১.২০১৬

জীবন জানে

পরিসর'টা তারই কম 
তাই পরিচয়হীন
নিঃশ্বাসের ভাষা 
জীবন জানে !-৩০.০১.২০১৬

ঘামের ভাষা

বিন্দু বিন্দু
ঘামের ভাষা
ভালোবাসা খুঁজে নেবে
অভিষ্ঠ খাঁজ
জাত রং
দেখবে না !-৩০.০১.২০১৬

উদ্দেশ্য

উদ্দেশ্য
কেউ অপেক্ষায়
নেই
পথ ছেড়ে গেছে ধুলো !-৩০.০১.২০১৬

Benami....23

Ekta somoy chilo
Raate ghum aasto naa
tor katha vabtam
aaj r tor katha vabina
kintu aalo nevalei
anuvob kori sei sunnota
sei Ekakitto
sei Ovab..........

Friday, 29 January 2016

Benami...22

Aamay dhorbi bole chutis
bujis naa kano
aami dhora di naa
sudhu choli
njer moto
somoy j simito
aami sudurprosari
aami digonto bisari
aami chiro abaikto
aami Valobasa.............

Thursday, 28 January 2016

Benami...21

Joriye jacche sobder por sobdo
jano jora jori kora jora gacher daalpala
nije thekei aaj sur khuje nicche chondo
jano hariye jawa kono lupto raag
aamio tai likhe cholechi
upay nei j
aami Kobi

Benami...20

tomader choke
Vrantibilas hoteo paare
kintu sotti bolchi
aami sudhu moner kathai likhi
tomra Kobita bolo
kintu aami Aatmogatha e likhi
protita Din j mrittu k
kach theke dekhi
parina sudhu aapon kore nite
taito Kobita likhi

Benami...19

Tomar abokas
Vrantibilash
Aamar
Kobita...........

Benami...18

Jiboner poronto belay
jokhon joubon astimito Sabita
hotat e tomay dekhte pelam
mone-praane beje uthlo voraiyer sur
aamar Punarjonmo holo
tomar aagomone
fire pelam sei harano otit
khuje pelam sei Gourab......

Benami....17

tumi acho taito
Aami achi
aamar Kobita ache
jodi tumi naa thako
aamara keu bachbo naa
Valobasa chara ki jibon sombhov!!!!!!
aamar jana nei tobe-

Benami...16

aami chaina taar choke jol dekhte
kintu parina se jol aatke dite
aami jani
se joler karon aami

Benami...15

Tomar naa bola katha
r aamar chiro abaikto vabna
sob miliye
aamar Kobita
jaar vabna se vaabe
tumi to aamar
aami j sudhui tomar

Wednesday, 27 January 2016

Benami....14

Baikul noi aami
nei kono utkontha
cheye thaki sudhu du'choker
trishna nibarone
Smriticharon se to Smriti'r Daay

Benami....13

Baare baare chesta kore
Peyechi kabol bairthota
tai r vabi naa
Sudhu hete choli
Ujaan pothe

Benami...12

Srabon dharay holam snato
roilam akkhoto
holei ba tumi Jibon rupi Srabon
aami to Mrittu dosor Moru..........

Benami....11

Sob prosner uttor hyna
Jamon tumi kano por hole?????

Benami...10

Baisto somosto saratadin
Chutchi sudhu chutchi
Jani naa kothay thambo
Tobe jani ekdin thambo
Sesh nissas j apratiroddho

Tuesday, 26 January 2016

Benami....9

Elomelo joto vabna gulo
thakna tora nijer moto
aami ebar swapno dekhi
onek to holo sommukho-somor

Benami...8

Nijer somoy r nijer nei
Prabhu r dasotte din kaate
Raat kaate tomar vabnay
Aami j Kritodaash

Benami...7

Aamar somoyer ovab
Nahole nischoi tomar sathe somoy katatam

Monday, 25 January 2016

Benami...6

Abokash nei j
Abosorar katha vabte pari naa

Benami...5

Swapnera haat baray
aasha'ra dana jhaptay
mone hoy ure jai
chok mele dekhi
charidik andhokar

Benami....4

Koto vabnai aase mone
kotoi hariye jay
j thake se swkriti paay
tomader kache
Kobita naame
r j swkriti paay naa
se thake aamar kache
valobasa hoye

Benami...3

Aami nirdoy noi
Tobe daay nite chaina
Tomra jai vabo
Daay niye
Nirdoy hote parbo naa

Benami....2

Chele aaj boro hyeche
Baba k bole "Shut Up"
Doodher daat naa portei
Daray front of Liquor Shop
Vabe nijeke Koli'r Kesto
Radha'ra jano aagu-pichu
Kokhono chote edik
" " odik
Ki korbe kul; naa pay!
Pudina'r khet j boro daay

Benami...1

Somoy ta 
Kichutei katte 
Chaichilo naa
Vabchilam 
Ki kora jay!
Htat ki mon holo
Keyboard a haat rakhlam
Likhe fellam
Moner katha
Tomra bolo Kobita
aami likhi moner katha-

Sunday, 24 January 2016

একটা চিঠি

একটা চিঠি যদি তোমায় লিখি 
শুধু একটাই কথা 
ফিরে এসো না 
ক্ষমার যোগ্য নও তুমি ! - ২৪.০১.২০১৬

নিরুত্তর

জন্ম উত্তর চাইবে 
সময় নিরুত্তর !-২৪.০১.২০১৬

নিজ গুনে ক্ষমা করো

শেষ কথাটা 
তোমায় দিয়ে শেষ করি 
সে ছেলে নই 
মায়ের আঁচলে আকাশ বাঁধি
প্রিয় শব্দ অসীম 
প্রকাশে অনন্ত
নিজ গুনে ক্ষমা করো
সময়
আমি প্রেমিক
প্রেমের আয়ু
অসীম ! - ২৪.০১.২০১৬

Saturday, 23 January 2016

তোমায় দেখি

বিচিত্র জীবনের ঋণ
পথ খুঁজে ক্লান্তিহীন
বুক ভরা স্মৃতি
চোখ খোঁজে কাজল
আমি যে আমি নই
আয়নায় এখন তোমায় দেখি !-২৩.০১.২০১৬

Friday, 22 January 2016

ঋণস্বীকার

কৃতজ্ঞতা
তাদের কাছে
যারা জানে
তীর্থের কাক
হলেও
সে চাতক নয় ! - ২২.০১.২০১৬

অন্তরঙ্গ

অপমান বোধ

অভিমান
অন্তরঙ্গ
ঠিক যেমন
সাদা-কালো ! - ২২.০১.২০১৬

কান্না বেয়ে...

কান্না বেয়ে জেগে ওঠে স্মৃতি
চোখ বুজলে স্বপ্নেরা ধরা দেয় !-২২.০১.২০১৬ 

মুরগি পীড়িত

শকুনের ছোঁয়া 
ভালোবাসা
স্যার বলতো
মুরগি পীড়িত !
ঠিকই তো 
প্রেম
শকুনের ছোঁয়া
ভালোবাসা !
প্রেম
মুরগি পীড়িত
ছোঁয়া সুখ দেয়
পীড়িতে পীড়া !-২২.০১.২০১৬


প্রন্স্গত : মুরগি পীড়িত হলো মুরগি ভক্ষণ স্বার্থে;মুরগি পালন !

Thursday, 21 January 2016

ভালো নেই .....

ক্ষুদ্র বুকের তেষ্টা অনেক
সম্পর্ক গড়তে গেলে
মাটি নরম হয়ে যায়
হাত কাঁপে
সেদিন তো একজন জিজ্ঞেসা
করে বসলে !
ঘরে বসবো আর কতোদিন
তাই একটু বেরোলাম
সেই এক সাজানো
বহুরুপী মানুষের মুখ
কথা বলে না
বিক্রি করে পলিসি !
আমার প্রেমিক হবে
আমার ভাই তো তুমি
ওই তো আমার দাদা অমুক
ছেলে নিজেরটা বুঝে নিয়েছে
তুমি কি বিবাহিত ?

ভালো নেই
মা
শুনছো !-২১.০১.২০১৬

Wednesday, 20 January 2016

নীরব স্মৃতির হাহাকার

ভালোবাসা
"না"
শোনে না
সময় নিয়ম ভাঙ্গে !
ব্যর্থ সব অনুনয়
পরকীয়া'র পূর্ণতা
"দহন"  
কাল.স্থান,পাত্র
অবশেষে শুন্যতা
নীরব স্মৃতির হাহাকার !-২০.০১.২০১৬

Tuesday, 19 January 2016

বৈরাগী মন

ছোট বয়েসের যন্ত্রণা
মন বড় হয়না
বয়েস খোঁজে পরিচয়
বৈরাগী মন বেপরোয়া !-১৯.০১.২০১৬

বিনাশী বৈরাগ্য

নদী'র চোখে লাল
বিনাশী বৈরাগ্য
এভাবেই ভোর নামবে
সকালে মেঘ
রাতে তারা'রা জাগে !-১৯.০১.২০১৬ 

থেমে গেলে....

পৌরুষের প্রমান
তোমার অনুভুতি
আমার বুকে
তোমার নিঃশ্বাস !
ছুঁয়ে যাও
দিয়ে যাও
চির অব্যক্ত
সব অনুভব !
প্রদীপ জ্বলে যায়
সলতে পোড়ে.......
ব্যথা নেবো না
বলিনি
তবে
যে থেমে গেলে !-১৯.০১.২০১৬

Monday, 18 January 2016

লাগামছাড়া

সবাই ক্লান্ত
চিতার অপেক্ষায় 
শরীর 
অবয়ব 
চোখের জল শুধু 
লাগামছাড়া ! - ১৮.০১.২০১৬

কার্বন ধোঁয়া হয়না

সব সম্পর্কের নির্ধারিত আয়ু
কুকুরের মুখে হাড়
শিয়াল খোঁজে ঘাস
উত্তাপের সংজ্ঞা ঠিক করা আছে
সম্পর্কের কার্বন ধোঁয়া হয়না !-১৮.০১.২০১৬

Sunday, 17 January 2016

এক একদিন ....

এক একদিন 
তুমি নদী হয়ো
আমি হোবো পাহাড় 
আমার বুক চিরে নামবে !
আবার কখনও 
তুমি মেঘ হয়ো
আমি হবো বৃষ্টি !
কখনও বাতাস 
কখনও ঝরনা 
পালাবদলের হবে 
আমাদের প্রেম !
আমরা 
একঘেয়েমি 
হবোনা
কেউ কারও কাছে !
এক একদিন 
তুমি বাতাস 
বয়ে যাবে 
আমি রুক্ষ মরু !
এক একদিন 
তুমি সূর্য 
পুড়িয়ে দেবে 
আমি আকাশ 
মেনে নেবো !
আমার বুকে মুখ গুজবে
চুপটি করে 
আমি হাত বুলিয়ে দেবো 
তোমার কপালে 
তোমার কান্না
সে কি আমার নয় !-১৭.০১.২০১৬

একরাশ ব্যস্ততা

একরাশ ব্যস্ততা
বালিশে চোখ মোছে রাত
সন্ধ্যে নামলে
বাসায় ফেরে মানুষের ক্লান্তি
তোকে সময় দেবে কে ?
ছিড়ে গেছে নাড়ি
জন্ম নিচ্ছে
ওরা কারা ?
ভুল বুঝিনা 
ভুল করতে ভালোবাসি !
ভালো লাগে 
যখন তুই পাগল ডাকিস !
গলা জড়িয়ে ধরিসনি
তবে কেন এমন ফাঁস দিলি !
রাত নামলে তারা'র খোঁজ 
জোনাকি'রা নিদ্রাহীন ! - ১৭.০১.২০১৬

Saturday, 16 January 2016

সেদিন রাত

নারী অনেক এসেছে জীবনে
স্থান পায়নি তোমার মতো
আমার লেখায় তুমি যতটা
সেদিন রাত
কাঁদতে দেখে স্বপ্ন-কে
আলো দেখেনি সেদিন থেকেই !-১৭.০১.২০১৬

বৃষ্টি নাম দিলাম

খোপা করতো না 
বৃষ্টি নাম দিলাম 
সেদিন আকাশের খুব জ্বর 
গা পুড়ে যাচ্ছে !
বৃষ্টি কাছে টেনে নিলো
হঠাত মেঘ কেটে রামধনু 
পাখি'র ডাকে 
সকাল হলো !-১৭.০১.২০১৬

প্রেমের কাঙ্গাল

একরকম অনুভুতি
ক্ষয় হয়না সহজে
রক্তাক্ত অলিন্দ
চোখ বোজা সময়
আমায় খুঁজোনা কেউ
দরিদ্র আমি প্রেমের কাঙ্গাল !
ওদের কাছে অনেক শব্দ
আত্মা'র শরীরে রক্ত খোঁজে !
বেলাশেষে বিক্ষত বালিয়াড়ি
আনকোরা ছেলেমানুষ
প্রেমের বোঝেটা কি ?
পথ ফুরোয় না
ক্লান্তি'র পিছুটান !
আমি খোলা চোখে নিশাচর
বিষন্ন রাতে আত্মবিশ্লেষণ
কুড়ি ফুটছে ফুল হয়ে
জোয়ার এখন আর পূর্নিমা খোঁজে না !
রাত যার তুমিও তার
আমি ফকির প্রেমের কাঙ্গাল !-১৬.০১.২০১৬

ও'র নাম ধ্রুবতারা

ঘৃণা'র মাঝেও
ভালোবাসা খুঁজে নেয়
চোখের ভাষা
মন বোঝে না
অল্প কথায় অক্ষয়
জল্পনা'রা ডায়েরি জুড়ে
ও'র নাম ধ্রুবতারা
আমি আকাশ !১৬.০১.২০১৬ 

কেউ জানেনা

গান আছে 
সুর হেরে গেছে 
স্মৃতি অব্যক্ত দায় 
সংসার চিতা'র প্রতিভাস !
ভালোবাসাটা খেলা 
জয় চাইলে মৃত্যু !
ভুল ভাঙ্গে সময়ের সাথে
একলা কাঁদে বোবা স্বপ্ন !
নিয়ম ক্ষয়
কাল অজয় !
কার চোখে কার জল
কেউ জানেনা !-১৬.০১.২০১৬

তুমিও পারবে না

শিল্পীদের কেউ বোঝেনা
এমনকি অন্য শিল্পীও না
সে নিজে কবি
বুঝলো না
কেউ প্রেম ছুঁয়েও নির্লিপ্ত !
আমি কে !
যে তাকে বুঝবো
তুমিও পারবে না !-১৬.০১.২০১৬

অতীত তবুও সুন্দর

অনুভুতি উনুনে ছাই হয়ে যাক
অতীত তবুও সুন্দর !-১৬.০১.২০১৬

Cholo jai......

Sishur soisob
Kothay?
Jouboner ucchas
Kothay?

Akal briddho
Soisob-Joubon
Kabol kore
Mahakaldorson
Chalo jai
Bohudur
Nei jekhane
Duschinta
Durvabna
Akaron
Bhobissonidhi-Likhito 16.01.2013

Jibon Sobar

Aashar cholonay
Hos niras
Bujis naa
Sukh dukkher amonibas
Chas valobasa
   "    sukh
Sob jodi
Tui nibi
O'der ki hbe!
Vebechis kokhono!
Jibon noy ekar
    "   sobar-Likhito 16.01.2013

Friday, 15 January 2016

পথ হারাবে তুমিও

রাত এক হবে
ভাগ হবে যৌবন
আমিও একদিন পর হোবো
পথ হারাবে তুমিও ! - ১৫.০১.২০১৬ 

আগুন ও ঘি

তোমার আত্মিক উন্নতি সুখ দেয়
আগুন তাতে ঘি পায় !-১৫.০১.২০১৬

তোমার মুখে....

তুমি কবিতা বোলো
তোমার মুখে অন্য কথা মানায় না !-১৫.০১.২০১৬

জানি শেষ হবে

আমার কাছে ধরা দিও না
কিন্তু নিজেকে সীমায় বেঁধো না
ভালো থেকো
অপেক্ষা আবারও শুরু হলো
জানি শেষ হবে !-১৫.০১.২০১৬ 

Jibon er Daay!

Keu jonmo diye khalas
  "       "     niye     "
Kintu,Jibon jay kothay?-Likhito 15.01.2013

Aami Kobi-Bhondo Noi

Urti boyese 
Prothom Prem
Chocolate r Video Game
Boyes jokhon baro-tero(12-13)

Dil dariyay tufan elo
Paaser barir choto bonta
Dekhte dekhte boro holo
Aamio dekhi;seo dekhe
Hoye gelam Love Guru
Bondhu mohol sorgorom
"O janis!ei koreche"
Aamar manosikota hoyni
Tai parini
Tobe valobesechi mon theke
Ja naa boleche;tai korechi
O'r valobasa pete
O'k kache pete
Parini!
Aaj buji
Sobar dara sob hyna
Aami Kobi
Kobita likhte pari
Bhondo noi j
Cholona korte parina-Likhito 14.01.2013

Tui Thakbi

Suru hoyto
Toke diye
Kintu,sesh!
Jaana nei!
Sudhu jani
Jotodin thakbo
Tui thakbi-Likhito 14.01.2013

Thursday, 14 January 2016

তুমি ভালো থেকো

আমার জীবনে বিরহ অনেক
তুমি ভালো থেকো
এতো বড় মন আমার নয়
তোমায় ঘৃনা করতে পারি !-১৪.০১.২০১৬

ভালো আছি.......

কেন আমার
দিনগোনা ভুলগুলো
কমিয়ে দাও !
শুনতে চাও
ভালো আছি.........!!! - ১৪.০১.২০১৬ 

তোমায় ভালোবেসে........

আজ আবার পুরোনো কথা
মনে পড়ছে
ইচ্ছা হচ্ছে
তোমায় দেখি !
ভাবতে ইচ্ছা করে
খোলা বুকে তোমার মূর্তি
জন্মে থেকে শিল্পী
ক্যানভাস বেয়ে জল নামে
শিরায় ধমনীতে নিরুত্তাপ বিষ !
সময় গড়িয়ে যায়
বেলাশেষে করাল গ্রাস
আবারও জন্ম নেবো
তোমায় ভালোবেসে........  !!!-১৪.০১.২০১৬

আবার থেমেছি

সেদিন যখন চলে গিয়েছিলে
ভেবেছিলাম
আর পিছন ফিরে তাকাবো না !
আজ আমি আবার থেমেছি
চোখ পথ চেয়ে
তুমিই
নকি তোমার ছায়া !-১৪.০১.২০১৬

কুয়াশা কাটেনি এখনো

শরীর যন্ত্র 
যন্ত্রণা দেবে 
দেবে জন্ম 
মন আকাশ 
মেঘ করবে 
দেবে বৃষ্টি
বুক মানেই তুমি
জীবন মানে কবিতা
প্রতিটি অশ্রু সিন্ধুময়
সেদিন সীতা কেঁদেছিলো
আজ আমি
শুনতে পাও কি !
শীত সেই কবে থেকে
ঘরছাড়া
কুয়াশা কাটেনি এখনো !-১৪.০১.২০১৬

Nirdoy Prem

Mone hoyto pore
    "    to korina
Valobese thakte pari
Vul to korini

Tumi mullo daoni
Aami to somadhi diyechi
Aamar ja kortobbo
Aami tai korechi
Valobasa daay tomar choke
Aami to sudhui Valobesechi-Likhito 13.01.2013

Wednesday, 13 January 2016

যন্ত্রণা'র অতীত

অতীত যন্ত্রণা দেয়
আর যা যন্ত্রণা দেয়
তা আর যাই হোক
ভালোবাসা নয় ! - ১৩.০১.২০১৬

Maa

Valo lage Valobasa
Valo lage kache aasa
Valo lage kache pawa
Valo lage aador khawa
Valo lage akal briddho ei sorir ta
Chere dewa tomar koley
Tumi j Maa
Tomar dosor keu hoyna-Likhito 13.01.2013

Tuesday, 12 January 2016

ওরা নিরীহ

ওরা নিরীহ
বোঝে না
বেঁচে থাকা
ভালো থাকা এক নয় !-১২.০১.২০১৬

অপ্রকাশিত ঘৃনা

আজকাল আয়না আর
আমি
মুখোমুখি হইনা
ভয় হয় বকলমে
অপ্রকাশিত ঘৃনা !
হ্যা,ইদানিং আমি
ঘৃনা বলি
ভালো লাগেনা
অন্য নামে ডাকি !
একসময় কত নামই
দিয়েছিলাম।
কোথায় কি
শুন্য খাঁচা
শুন্য আজও !-১১.০১.২০১৬ 

ওরা বিকৃত .....

ওরা বিকৃত
স্বীকৃতি পায়নি
বা বলি ,
গীতা -কোরান -বাইবেল
জানে সবটাই
হয়তো তাই
ক্ষমতা চায়না !
ওদের সাহস নির্বিকার
নির্লিপ্ত ও'রা মৃত্যু সমরে
ওরা আসলে একা
ঘুম চেয়ে
শান্তি পায়না ! -১১.০১.২০১৬

মোহনায় মৃত্যু........

পরিচিত থেকে অপরিচিত হতে হতে
একটা জীবন নদী হয়ে যায়
যে পথেই যাক শেষটা অনিবার্য
মোহনায় মৃত্যু !-১১.০১.২০১৬

ব্যতিক্রম

মহাকাব্য লিখে গেছে 
ঢেকেছে নিজের অক্ষমতা 
আমিও তাই লিখছি 
ব্যতিক্রম বলে কিছু হয়না !-১১.০১.২০১৬

তোমার খোঁজে

শহরের বুকে যৌবন নেমেছে 
আজ বহুদিন 
স্বাধীনতা উড়ে গেছে 
ডানা মেলে !
ক্ষয় পেয়েছে 
ইতিহাসের পাতাগুলো
ভালোবাসা তবুও
তোমার খোঁজে ! - ১২.০১.২০১৬

মেয়েটা খারাপ

মেয়েটা খারাপ
কারণ
পুরুষটা সম্মান দেয়নি
কারণ
ও জীব হলেও পুরুষ নয় !-১২.০১.২০১৬

Aamar Pagli Bisu

Sundori onek dekhechi
Noy tara Bisari
Noy tara Pratik premika
Noy tara osim avisari

Sagor soman hridoy jaar
Roop jaar pagolpara
Aamar Pagli
Pratik premika
Tui to aamar e Dosor
Pratik pujari Bisari
Aamar lekhoni tui
Tui to aamar Pagli Bisu-Likhito 12.01.2013

Ontim Saas Sundor

Nissas tor valobasay bondhok diyechi
Cheyechi sudhu valobasa
Paini hoyto korte mullayon
Sesh nissas tao tai toke diye gelam

Valo thakis
Solte
Tor Sikha-Likhito 12.01.2013

Sunday, 10 January 2016

বেদুইন

বেদুইন
শুনতে ভালো লাগে
যে হয় সেই জানে !-১০.০১.২০১৬

সিঁদুরের মায়া

প্রতিঘাতে পাগলপারা
নিঃশ্বাস টুকু
সিঁদুরের মায়া !
যাকে পূজি
সে যে নিরাকার !
ইতিহাসের জাবেদায়
আছে লেখা ! - ১০.০১.২০১৬

তুমি আমারই

নিষ্ঠুরতার ইতিহাস জানে
দুঃশাসন যেখানে
শ্রী কৃষ্ণা নামে !
মুক্তি সত্য
সত্য বিচিত্র
তুমি আমারই
তুমি আমারই ! - ১০.০১.২০১৬ 

তুমি প্রথম নও

কিছু কথা অভিমান নিয়ে
রবি ঠাকুর শেষ জীবনেও প্রথম প্রেম ভোলেননি
আমার সবে শুরু
নিঃশ্বাস-এর প্রতি আস্থা নেই বলা যায়
উদ্দেশ্য হীন বেঁচে থাকার চেয়ে বেছে নিতে পারি সুখের মৃত্যু
উচ্চাশা বলতেই পারো;বলতেই পারো অহংকার
তবে আমার কবিতা গর্ভধারিনী
সেখানে কেবলি সম্ভাবনা
আর আমার প্রথম প্রেম আমার কবিতা
নশ্বর নারী ;আত্মা'র প্রত্যাশা বৃথা
তুমি যেই হও;তুমি প্রথম নও !-১০.০১.২০১৬

Saturday, 9 January 2016

অবয়বহীন ভালোবাসা

স্তনের বৃন্তের মতই
নিথর স্মৃতিরা
না ছুঁলে নির্জীব
ছুঁলেই প্রাণ উদযাপন !
চোখ হয়ে ফোটে
পেষণ ও নিস্পেষণ
এই বুঝি ভালোবাসা
নিরর্থক লাগে সবই !
অবয়বহীন ভালোবাসা
যা স্বার্থ মোহের অতীত
আমি জীবনানন্দ
তুমি বনলতা !-০৯.০১.২০১৬ 

তুমি কাছে নেই....

শীতের মিষ্টি রোদ
তোমার খোলা বুক 
এক পেয়ালা কফি 
আমার কবিতা'রা রাত জাগে 
ঘুম মানেই সভ্যতা 
যা কিছু অসভ্য 
তোমার যোনি আমার জিভ !
দেখো দিনে দিনে 
কলম কেমন পূর্ণ হয়ে উঠছে 
ঠিক যেন আমাদের মধুচন্দ্রিমার ভোর !
কোকিল সুর পায় কোথায় 
বলতে পারো.............

কোনোদিন যদি অন্ধ হয়ে যাই 
উন্মাদ হয়ে পড়ে থাকি ওই শিউলি তলায় 
এক  শরৎ সকালে !
চিনে নেবে তো আমায় 
ঘরে তুলবে তো !
ও'রা আর প্যাগ দেয়না 
বলে পয়সা লাগবে। 
একদিন কি আমার কবিতা'রা বিকোবে না 
তোমার বুক থেকে কি আমার নখের দাগ মুছে যাবে !
ভুলে যাবে আমি সেই প্রেমিক 
ঘৃনা ভুলে ঠোঁট বুলিয়েছিলাম !
সময় এতো নিষ্ঠুর হয় কি করে 
বলতে পারো...........

এ কি তোমার চোখে জল 
কেঁদো না প্রিয়া ;বুকে হাত রাখো !
কাছে এসো চুমু খাই তোমায় 
কেন রাগ করো তুমি..........
তুমি দেখো এমন একটা দিন আসবে 
আকাশ আর নদী একইসাথে মোহনা ছোঁবে !
তুমি বলতে যেন তোমাকে নিয়ে না লিখি.......

কি করে বুঝতে তোমাকে নিয়েই লিখি 
আমি জানি ,
আমার কলমই তোমাকে অহংকারী করেছে।  
অনেক বেশি ,
তোমার ওই খোলা বুকের থেকেও। 
তবে আজ সেই ঋণের শোধ চাই 
শরীরটা ভালো নেই 
তুলসিতলায় প্রদীপ জ্বেলো নিয়মিত 
ফুলের চারায় জল দিও অভ্যেসমতো !

দিন থাকতে বিনুনি করে রেখো 
খোলা চুলে 
তোমাকে ভীষণ সুন্দর দেখায় !
আজ প্রথম তোমার কথা অমান্য করলাম 
আজ দিনটাও শনিবার......... 

শরীরটা বিশেষ ভালো নেই 
তুমিও কাছে নেই !-০৯.০১.২০১৬ 

স্থানু প্রেম

প্রেমটা ক্ষেত্রবিশেষে ঋতুবদলের মতই স্থানু
মাসের ঐ ক'টা দিনই থাকে !-০৯.০১.২০১৬

যদি বেঁচে থাকি

যদি বেঁচে থাকি
একদিন এক হোবো !
হয়তো যৌবন থাকবেনা
সেদিন ধ্রুবতারা উজ্ব্বল আকাশে
সমস্ত নক্ষত্রেরা নেমে আসবে মাটিতে !
আলোয় আলোময় সেদিন সকল কালিমা
সমাজ -বন্ধন -সংসার -সীমানা থাকবে না !
আত্মা খুঁজে নেবে আপন পথের পথিক
উল্কাবৃষ্টিতে উন্মুখ আকাশ ফুল ঝরাবে যেন মালাবদল !
সৃষ্টির তালে লয় -সঙ্গতি সেদিন রামধনু ছেয়ে যাবে দিগন্ত
আবেগ আলিঙ্গনে সেদিন সকল নদী এক নিঃশ্বাসে ছোঁবে অভিষ্ঠ মোহনা !
সেদিন বসুধা বুকে সকল শিশু একইসাথে হাসবে
মহাকালের রথ থামবে সেদিন
শীতল স্রোতে বাঁধ ভাঙবে !
আমার বুকে এভাবেই বিলীন হবে তুমি -
যদি বেঁচে থাকি !-০৮.০১.২০১৬

Friday, 8 January 2016

Sagorika

Sagor tire dheu r bhire
Dekhechi toke aami
Moner tote aachre poreche
Vabnaar Tsunami

Swapne toke kotobaar e dekhechi
Mone hoyeche Morichika
Aaj bhengeche vranto dharona
Tui to Chironton
  "   "  Chirosobuj
Atal toler atlantika
Aamar premer Sagorika-Likhito 09.01.2013

Aami chainaa Moron

Aamar moner olite-golite
Sudhui tomar naam
Binidro ratri saakhi
Priya bhango ovimaan

K ache tomay chara?
Kaake boli!
Aapon?
Tomar dosor keu hyna
Sudhui dao tumi kichui chaona
Taito tumi Jibon aamar
Aami chaina Moron-Likhito 08.01.2013

Kaal Ki hbe??????????

Jibon boro baistosomosto
Somoyer boro aakal
Chok bujlam ki naa bujlam
Hoye galo sokal

Edik chuti;odik jai
Kothay gele taaka pai!
Saratdin abiram chuti
Duswapne raat katai!
Kaal ki hobe!-Likhito 08.01.2013

কেন এলি জীবনে

কতই না মলো প্রেমে 
কেন প্রেম এলি জীবনে !-০৮.০১.২০১৬