যদি বেঁচে থাকি
একদিন এক হোবো !
হয়তো যৌবন থাকবেনা
সেদিন ধ্রুবতারা উজ্ব্বল আকাশে
সমস্ত নক্ষত্রেরা নেমে আসবে মাটিতে !
আলোয় আলোময় সেদিন সকল কালিমা
সমাজ -বন্ধন -সংসার -সীমানা থাকবে না !
আত্মা খুঁজে নেবে আপন পথের পথিক
উল্কাবৃষ্টিতে উন্মুখ আকাশ ফুল ঝরাবে যেন মালাবদল !
সৃষ্টির তালে লয় -সঙ্গতি সেদিন রামধনু ছেয়ে যাবে দিগন্ত
আবেগ আলিঙ্গনে সেদিন সকল নদী এক নিঃশ্বাসে ছোঁবে অভিষ্ঠ মোহনা !
সেদিন বসুধা বুকে সকল শিশু একইসাথে হাসবে
মহাকালের রথ থামবে সেদিন
শীতল স্রোতে বাঁধ ভাঙবে !
আমার বুকে এভাবেই বিলীন হবে তুমি -
যদি বেঁচে থাকি !-০৮.০১.২০১৬
একদিন এক হোবো !
হয়তো যৌবন থাকবেনা
সেদিন ধ্রুবতারা উজ্ব্বল আকাশে
সমস্ত নক্ষত্রেরা নেমে আসবে মাটিতে !
আলোয় আলোময় সেদিন সকল কালিমা
সমাজ -বন্ধন -সংসার -সীমানা থাকবে না !
আত্মা খুঁজে নেবে আপন পথের পথিক
উল্কাবৃষ্টিতে উন্মুখ আকাশ ফুল ঝরাবে যেন মালাবদল !
সৃষ্টির তালে লয় -সঙ্গতি সেদিন রামধনু ছেয়ে যাবে দিগন্ত
আবেগ আলিঙ্গনে সেদিন সকল নদী এক নিঃশ্বাসে ছোঁবে অভিষ্ঠ মোহনা !
সেদিন বসুধা বুকে সকল শিশু একইসাথে হাসবে
মহাকালের রথ থামবে সেদিন
শীতল স্রোতে বাঁধ ভাঙবে !
আমার বুকে এভাবেই বিলীন হবে তুমি -
যদি বেঁচে থাকি !-০৮.০১.২০১৬
No comments:
Post a Comment