বর্ষা'র জীবনী
বর্ষা ওরফে বৃষ্টি
সে এক শুন্য পথ
দু ধারে অসংখ্য মহীরুহ
কাতর তৃষ্ণায়
পথিকের পথ চলা
ওরা কেন জানেনা জানিনা
আসলে পথের শেষ আছে
একটা মিল প্রয়োজন
বেহিসাবী বেশিদিন হয়না
ফুরিয়ে গেলে পথের চিহ্ন
কেউ আর কেন মনে রাখবে
অতীত গেলে সূর্য ওঠে
প্রতিদিন গোধূলি স্নানে একটা নতুন আকাশ
অনন্তের কি বিরাম লাগে না
ও'র কি চোখ টানে না !
কতো কথাই তো
লিখলে কি ফুরায় সেসব !
সঞ্চয় তাতে বাড়ে
পিছুটান থেমে থাকে না !
আলগা হতে হতে একদিন বাঁধন'গুলো
বাঁধ ভাঙ্গে ;অনেক জল তাতে
অনেক ক্লান্ত লাগে জানো
আজ বোধ হয় বৃষ্টি নামবে ! - ১০.০৪.২০১৬
"ও যে মানে না মানা "
বর্ষা ওরফে বৃষ্টি
সে এক শুন্য পথ
দু ধারে অসংখ্য মহীরুহ
কাতর তৃষ্ণায়
পথিকের পথ চলা
ওরা কেন জানেনা জানিনা
আসলে পথের শেষ আছে
একটা মিল প্রয়োজন
বেহিসাবী বেশিদিন হয়না
ফুরিয়ে গেলে পথের চিহ্ন
কেউ আর কেন মনে রাখবে
অতীত গেলে সূর্য ওঠে
প্রতিদিন গোধূলি স্নানে একটা নতুন আকাশ
অনন্তের কি বিরাম লাগে না
ও'র কি চোখ টানে না !
কতো কথাই তো
লিখলে কি ফুরায় সেসব !
সঞ্চয় তাতে বাড়ে
পিছুটান থেমে থাকে না !
আলগা হতে হতে একদিন বাঁধন'গুলো
বাঁধ ভাঙ্গে ;অনেক জল তাতে
অনেক ক্লান্ত লাগে জানো
আজ বোধ হয় বৃষ্টি নামবে ! - ১০.০৪.২০১৬
"ও যে মানে না মানা "
No comments:
Post a Comment