Sunday, 26 March 2017

উদ্দীপনা

হাহাকার শোনা যায়
পৃষ্ঠা বদল সময়ের
অনুরাগ সিক্ত
আবারও
এবার আহ্বান
ভেঙে কুল নদী
মেহন আনে উদ্দীপনা !-২৬.০৩.২০১৭

Friday, 24 March 2017

ময়নাতদন্ত

কথা বলে না
চিতা'র কাঠ
জীবন নদী'র পরপারে তর্পন
সঙ্গম শুধু কি শারীরিক
জীবন মৃত্যু'র আলিঙ্গন
অভাগী'র স্বর্গ
স্মৃতিদের লাশঘর
কে দেবে তদন্তের নির্দেশ
কে আসামি কে বিচারক !-২৫.০৩.২০১৭

তুমি একাই ভালোবেসেছো....

আমি আর আগের মতটা নেই
কিন্তু কি অপ্রতিরোধ্য তুমি
নিয়ম ভাঙা'র মতোই নিয়মিত তুমি
কি অবাক লাগে আমার
সেই তুমি
পলাশের ফাগ
আমার ছিল কেবল অহম
তুমি একাই ভালোবেসেছো !-২৫.০৩.২০১৭

অনড় অবকাশ

অনুরণন ছাপিয়ে 
অন্ধকারের আবেশ 
মুগ্ধতা অবহেলার'ই অন্য নাম 
যখন কেউ ছিলোনা 
সেই অনড় অবকাশ 
এখন যখন তুমি আছো
অন্তহীন হোক এ রাত !-২৪.০৩.২০১৭

Thursday, 23 March 2017

সৌজন্যে ....

অর্ণব এর ছুটি নেই
মেঘনা খোলা চুলে রাতে পথে নামে
দুটো জোনাকি মিলে পথ খোঁজে
সেই প্রথম অভিজ্ঞতা
অনুরণন ছাপিয়ে উচ্ছাস
সময়ের কাঁটাতার
নিয়ম ভাঙা নয়
সম্পর্ক'গুলো দৃঢ় হয় আরও !-২৪.০৩.২০১৭

অভিপ্রায়

সেই নির্লিপ্ত কেটে যাওয়া রাতের মতই
তুমি সেদিন এসেছিলে
মোহ তখন আর প্রহর গোনেনা
তুমি পড়বে হয়তো
সেই অনুচ্চারিত অভিপ্রায়
আমার কলম আজও লেখে !-২৩.০৩.২০১৭

Wednesday, 22 March 2017

বাউলানি .....

বাউলানি 
তোকে ভূলবো কেমনে 
তোকে মহাশ্বেতা বলি
নাকি বনলতা 
তুই কি মালিনী 
স্বীকৃতি কে অস্বীকার করিস
তোর কি অসীম সাহস
সমীক্ষা'র অসামঞ্জস্য
তোকে আমি চিনিনা !-২৩.০৩.২০১৭

Tuesday, 21 March 2017

গত বসন্তে ....

কতই বসন্ত কেটে যাচ্ছে
বালুচরে প্রতিফলিত জীবন
ছায়া মাড়িয়ে বয়স পেরিয়ে যায়
নির্লিপ্ত দৃষ্টি যেন গভীরে যাওয়ার আহ্বান !-২১.০৩.২০১৭

Saturday, 4 March 2017

চিরাচরিত..

বস্তুবাদিতা একঘেয়েমি আনে
প্রেমিকা তোমরা হতে পারোনা
স্বপ্নের নায়িকা
সরল নিষ্পাপ সেই কিশোরী
যে জটিলতা বোঝেনা
প্রেক্ষাপটের বাইরে
তোমাকে চাই
ছকভাঙা সমীকরণে
একাকিত্ব থাকুক
থেকো সেখানে তুমিও
তোমাকে ছাড়া যে একাকিত্ব
তার নাম হোক মৃত্যু
তোমার সাথে যবে হোবো মিলিত
হোক না সেদিন আমাবস্যা
স্থির সেদিন নীরব চরাচর
বিশ্বের মুগ্ধ নীরবতা
ভাঙবে আমাদের মিলন উচ্ছাস
তারপর একদিন মিশে যাবো শুন্যে
মহাকালের নিয়মে
আমাদের মুগ্ধতা'র আবেশ সাক্ষী
আরও এক নব জীবন অঙ্কুর
কালের অক্ষয় সম্পদ
সীমিত আয়ু তোমার আমার
সঞ্চয় চিরাচরিত স্মৃতিটুকু আমাদের !-০৪.০৩.২০১৭