সেই নির্লিপ্ত কেটে যাওয়া রাতের মতই
তুমি সেদিন এসেছিলে
মোহ তখন আর প্রহর গোনেনা
তুমি পড়বে হয়তো
সেই অনুচ্চারিত অভিপ্রায়
আমার কলম আজও লেখে !-২৩.০৩.২০১৭
তুমি সেদিন এসেছিলে
মোহ তখন আর প্রহর গোনেনা
তুমি পড়বে হয়তো
সেই অনুচ্চারিত অভিপ্রায়
আমার কলম আজও লেখে !-২৩.০৩.২০১৭
No comments:
Post a Comment