বস্তুবাদিতা একঘেয়েমি আনে
প্রেমিকা তোমরা হতে পারোনা
স্বপ্নের নায়িকা
সরল নিষ্পাপ সেই কিশোরী
যে জটিলতা বোঝেনা
প্রেক্ষাপটের বাইরে
তোমাকে চাই
ছকভাঙা সমীকরণে
একাকিত্ব থাকুক
থেকো সেখানে তুমিও
তোমাকে ছাড়া যে একাকিত্ব
তার নাম হোক মৃত্যু
তোমার সাথে যবে হোবো মিলিত
হোক না সেদিন আমাবস্যা
স্থির সেদিন নীরব চরাচর
বিশ্বের মুগ্ধ নীরবতা
ভাঙবে আমাদের মিলন উচ্ছাস
তারপর একদিন মিশে যাবো শুন্যে
মহাকালের নিয়মে
আমাদের মুগ্ধতা'র আবেশ সাক্ষী
আরও এক নব জীবন অঙ্কুর
কালের অক্ষয় সম্পদ
সীমিত আয়ু তোমার আমার
সঞ্চয় চিরাচরিত স্মৃতিটুকু আমাদের !-০৪.০৩.২০১৭
প্রেমিকা তোমরা হতে পারোনা
স্বপ্নের নায়িকা
সরল নিষ্পাপ সেই কিশোরী
যে জটিলতা বোঝেনা
প্রেক্ষাপটের বাইরে
তোমাকে চাই
ছকভাঙা সমীকরণে
একাকিত্ব থাকুক
থেকো সেখানে তুমিও
তোমাকে ছাড়া যে একাকিত্ব
তার নাম হোক মৃত্যু
তোমার সাথে যবে হোবো মিলিত
হোক না সেদিন আমাবস্যা
স্থির সেদিন নীরব চরাচর
বিশ্বের মুগ্ধ নীরবতা
ভাঙবে আমাদের মিলন উচ্ছাস
তারপর একদিন মিশে যাবো শুন্যে
মহাকালের নিয়মে
আমাদের মুগ্ধতা'র আবেশ সাক্ষী
আরও এক নব জীবন অঙ্কুর
কালের অক্ষয় সম্পদ
সীমিত আয়ু তোমার আমার
সঞ্চয় চিরাচরিত স্মৃতিটুকু আমাদের !-০৪.০৩.২০১৭
No comments:
Post a Comment