Saturday, 29 April 2017

বিহঙ্গ

অবদমিত চেতনা'রা 
আমাকে দিশেহারা করে 
সেই যে কিশোরী 
ও কি এক পুরুষ চেয়েছিলো 
পুরুষের কি এমন গুন্ যা ও'র মন কাড়ে
সিদ্ধার্থ রাজা হয়ে সংসার ত্যাগী
আমি জন্ম বিহঙ্গ
পুরুষের কি এমন গুন্ যা ও'র মন কাড়ে !-২৯.০৪.২০১৭

আমিঃ

মুহূর্তেদের আমি বাঁধিনি কোনোদিন 
মুহূর্ত'রা তাই বালুচরের মতো বিবর্ণ 
আমার বুকের খাঁচায় বাঁধা যে বায়ু 
সাগরের বুকে তাতেই ঢেউ ওঠে !-২৯.০৪.২০১৭

আবহমান

তার নিঃশ্বাস 
কবিতাময় 
করে তোলে আমার হৃৎপিণ্ড 
আমি জীবনের আবহমানতা কে 
কবিতা ডাকি !-২৯.০৪.২০১৭

বিনিদ্র

এভাবেই তো
না জানি কোটি রাত হয়তো 
সে একাই জেগে থাকবে 
সাক্ষী থেকো 
প্রেম কোনোদিন 
আর ওকে ছোঁবেনা !-২৯.০৪.২০১৭

Friday, 28 April 2017

প্রত্যয়

পরিণত যে প্রেম 
তাতে প্রত্যয় স্থান পায়না 
ভালোবাসবো ভেবে ভালোবাসা যায়না 
ভালোবাসতে হয় 
কিংশুক নয় সবার তরে
তবুও প্রাণের পরিচয়
পুনরাবৃত্তি চেয়ে বসে
লঘু গুরু দ্বন্দ্ব বিধান
পরিণয় রহিত কত শত প্রেম
তাতে প্রত্যয় স্থান পায়না
ভালোবাসবো ভেবে ভালোবাসা যায়না !-২৮.০৪.২০১৭

Sunday, 16 April 2017

মেঘ রাজ্যের বাসিন্দা

প্রেমিক
তুমি কি বর্ষা ভালোবাসতে
যদি তাই হয়
তবে অকালের কেন
গ্রীষ্ম শেষে বর্ষা 
সেটাই তো বাঞ্চনীয় !
তুমি মেনে নিলেনা
মৃত্যু'র মুখোমুখি
সেদিন অকাল সূর্যাস্ত
কাউকে বুঝতে দিলেনা
তুমি সবাই কে হারিয়ে দিয়ে গেলে !
কিন্তু তোমাকে হারালো যে
সে অভাগী'র জন্যে কি রেখে গেলে
তার তো কোনো ত্রূটি ছিলোনা
কেন তবে তাকে সমাধি দিলে
বুক ভরা নিঃশ্বাস
তবুও সে প্রিয়া নিঃস্ব
কেমন প্রেমিক হে তুমি
নিজের প্রেমের মর্যাদা এভাবে রাখলে !
কিন্তু ঈশ্বর এর রাজ্যে অবিচার হয়না জেনো
সে মরু কে আকাশ দেবে
 রুক্ষ হোক ;
তাকে আবারও স্নেহশীলা হতে হবে
 তুমি নও যদি
সে অভাগী কে স্বর্গ দেবে
এক দেবদূত
আসবে,তার শূন্য জীবন কে
অকৃপণ ভালোবাসবে যে
সে ভালোবাসা যে ভালোবাসায় প্রাণের সঞ্চার হয়
সিঁদুরের ম্যান রাখবে
এক মেঘ রাজ্যের বাসিন্দা !-১৬.০৪.২০১৭

#প্রেমিক_শ্রেষ্ঠ_তোমাকে.....

কবিপক্ষ ,
প্রেমিক শ্রেষ্ঠ 
পুরুষোত্তম
নিষ্ঠা তোমার প্রেমের হেন
নত শিরে করি কুর্নিশ !
প্রিয়া পর্ব ,
একবার যদি বলে যেতে
প্রেম জীবনে একইবার আসে !-১৬.০৪.২০১৭

Saturday, 15 April 2017

দূরত্ব

মাপা দূরত্ব
তবুও তো কাছাকাছি !-১৫.০৪.২০১৭

Friday, 14 April 2017

অনু- ভব

বলতে দ্বিধা নেই
তুমি ছিলে
তোমার পর আর কেউ নয় !-১৪.০৪.২০১৭

তোমার গভীরে
আমি ছাড়া যে রাত
চোখ বুজবে না সে কোনোদিন !-১৪.০৪.২০১৭

তোমাকে ছাড়া 
রাতের দাবি শূন্য 
শূন্যতার ভগ্নাংশে 
বেহিসাবি বিনিদ্র বিহঙ্গ !-১৪.০৪.২০১৭

Thursday, 13 April 2017

কৃষ্ণ মন

ন্যানো আমি
আনুবিক্ষক এই জীবন
ভিক্ষা পায়না বার্ধক্য
অনেক বেশি প্রিয় সামাজিক স্তরভেদ
ওরা কেবলি পরীক্ষা নেয়
ওরা আমার কেউ নয়
সবাই বই পড়ে না
সবার সাধ্য নয় নিজেকে ভাঙবে
কেউ কেউ বৃষ্টি চায়
কিন্তু বৃক্ষরোপন করবে কে !
আবেগপ্রবণ মনে হয় নিজেকে
পিছুটান ভাবলে ভয় হয় খুব
কিন্তু ভুল'টা কোথায় ?
ভ্রমর বুঝলিনা কৃষ্ণ মন
কৃষ্ণ মনের হয়না কোনো বন্ধন !
নিয়ম মানা জীবন
নিয়ম ভাঙবে সে সাধ্য কার !-১৩.০৪.২০১৭

Tuesday, 11 April 2017

ভবিতব্য

এতো প্রেম
কিন্তু শেষটা শূন্য
বিষন্নতা'র কি অদ্ভুত সমীকরণ
তোমার চোখ চেয়ে আমি
আমার পথে কেবলি বিনিদ্র রাত
প্রতিবিম্ব প্রতি মুহূর্ত
ভেঙে গড়ে আকারের সাথে বিকারের সমানুপাত
কে হবে পথের সাথী
নাকি শূন্যতাই ভবিতব্য !-১১.০৪.২০১৭

Friday, 7 April 2017

আত্মা,আমি ও তুমি

বুক 
সে তো শূন্য 
চিরদিন 
সময় 
নয় তোমার 
নয় সে আমার
লাল সে তো নীলের
ঠিক যতটা কাছে
আত্মা,আমি ও তুমি !-০৮.০৪.২০১৭

Sunday, 2 April 2017

জন্মদিন

আজ একটা জন্মদিন
কাগজি কলমের জন্মদিন
বৈরাগ্য প্রেমের
অবাঞ্চিত জন্মের জন্মদিন
এভাবেই যুগ কেটে যাবে
জনমনে জীব দাগ কেটে যাবে না
থেকে যাবে জন্মদিন !-০২.০৪.২০১৭

ঘ্রান...

আমি তোমার ঘাম মাখতে চাই 
সত্যি চাই 
তোমার ঘাম অনেক দামি আমার কাছে
সবাই যখন তোমার সুগন্ধি খোঁজে 
আমি তোমার ঘ্রান চাই 
সে ঘ্রান
কোনো মানুষ যা পায়না
সেই নিভৃত একান্তিতে তোমাকে চাই !-০২.০৪.২০১৭

অশ্বত্থ জন্ম

আমরা ক্রমশঃই 
হারিয়ে ফেলছি আমাদের 
আমাদের মধ্যে 
জমেছে শ্যাওলা
দেওয়ালের গায়ে একটা
যেন ফাটল
অশ্বত্থ জন্ম নিয়েছে সেখানে
তার শিকড় অনেক গভীরে !-০২.০৪.২০১৭