Friday, 28 April 2017

প্রত্যয়

পরিণত যে প্রেম 
তাতে প্রত্যয় স্থান পায়না 
ভালোবাসবো ভেবে ভালোবাসা যায়না 
ভালোবাসতে হয় 
কিংশুক নয় সবার তরে
তবুও প্রাণের পরিচয়
পুনরাবৃত্তি চেয়ে বসে
লঘু গুরু দ্বন্দ্ব বিধান
পরিণয় রহিত কত শত প্রেম
তাতে প্রত্যয় স্থান পায়না
ভালোবাসবো ভেবে ভালোবাসা যায়না !-২৮.০৪.২০১৭

No comments: