Tuesday, 11 April 2017

ভবিতব্য

এতো প্রেম
কিন্তু শেষটা শূন্য
বিষন্নতা'র কি অদ্ভুত সমীকরণ
তোমার চোখ চেয়ে আমি
আমার পথে কেবলি বিনিদ্র রাত
প্রতিবিম্ব প্রতি মুহূর্ত
ভেঙে গড়ে আকারের সাথে বিকারের সমানুপাত
কে হবে পথের সাথী
নাকি শূন্যতাই ভবিতব্য !-১১.০৪.২০১৭

No comments: