Monday, 19 March 2018

ইষ্টি কুটুম

দিন কাটছে বেশ 
নরম সময়ের কোলে 
মাথা রেখে ঘুমোচ্ছে কঠিন বাস্তব 
আমি স্বপ্নের সাথে ঘর বেঁধেছি 
অভাব যে নেই তা নয় 
তবুও অপরিহার্য অনুভবের অনটন
মেয়েটা বড্ড ভালো
অচলায়তন পেরিয়ে
এই প্রথম ও'র আকাশ দেখা
আমি বিছানা ঘর করে বেশ আছি
মাঝে মাঝে মোচড় দেয়
বোবাকান্না'রা
যেন কি না ফেলে এসেছি
অতিথি তো সকলেই
জীবন কবে কার কুটুম হয়েছে !-২০.০৩.২০১৮

No comments: