দিন কাটছে বেশ
নরম সময়ের কোলে
মাথা রেখে ঘুমোচ্ছে কঠিন বাস্তব
আমি স্বপ্নের সাথে ঘর বেঁধেছি
অভাব যে নেই তা নয়
তবুও অপরিহার্য অনুভবের অনটন
মেয়েটা বড্ড ভালো
অচলায়তন পেরিয়ে
এই প্রথম ও'র আকাশ দেখা
আমি বিছানা ঘর করে বেশ আছি
মাঝে মাঝে মোচড় দেয়
বোবাকান্না'রা
যেন কি না ফেলে এসেছি
অতিথি তো সকলেই
জীবন কবে কার কুটুম হয়েছে !-২০.০৩.২০১৮
নরম সময়ের কোলে
মাথা রেখে ঘুমোচ্ছে কঠিন বাস্তব
আমি স্বপ্নের সাথে ঘর বেঁধেছি
অভাব যে নেই তা নয়
তবুও অপরিহার্য অনুভবের অনটন
মেয়েটা বড্ড ভালো
অচলায়তন পেরিয়ে
এই প্রথম ও'র আকাশ দেখা
আমি বিছানা ঘর করে বেশ আছি
মাঝে মাঝে মোচড় দেয়
বোবাকান্না'রা
যেন কি না ফেলে এসেছি
অতিথি তো সকলেই
জীবন কবে কার কুটুম হয়েছে !-২০.০৩.২০১৮
No comments:
Post a Comment