Monday, 12 March 2018

আবহমান

আবহমানের অপেক্ষায়
অন্তহীন বিমূর্ত মুহূর্তের
সারি সারি পথচলা
মহড়া দিচ্ছে সময়
হারানো যা কিছু ফিরে আসছে
সম্পর্ক সঞ্চয় অপেক্ষা
অনন্তের যে ঋণ
নীল মেঘ নিয়ে আসছে বার্তা
যে তুমি আমার ছিলে
সেই তুমি আজ আমার বুকে !-১৩.০৩.২০১৮ 

No comments: