Friday, 24 August 2018

গান্ধর্ব

তাৎক্ষণিক আবেগেরা
মুহূর্ত হয়ে রইলো
মুমূর্ষু প্রেম
উবে গেলো !
স্মৃতি'র তরঙ্গ'রা
ইদানিং স্বপ্ন দু'চোখে
আহত আবেগ
আণুবীক্ষণিক বিচক্ষণতা !
ইতিহাসের পুনরাবৃত্তি
বেহুলা স্বর্গের দ্বারে
কলি'র শৃঙ্খলা 
বিবাহ গান্ধর্ব !-২৪.০৮.২০১৮ 

Thursday, 23 August 2018

মোহনা অন্তরীক্ষ মরু

আমার কাছে ঝর্ণা ধারা আছে 
নারী তুমি কি সেই 
মাত্রা ছাড়া যা কিছু 
অবাধ অনন্ত অসীম 
আমি জানি পুরুষ সমকক্ষ নয় 
তা হয়না বিবর্তনের আবর্তে
ভাঙে ভঙ্গুর
ভাঙতে লাগে ভর
ভোর হয় হোক
আবারও সূর্য দিগন্ত রাঙাবে
তোমার পায়ে আলতা পরিয়ে দিচ্ছি আমি
পালকি দাড়িয়ে
তুমি সাজছো সেদিনের মতোই
আমি দেখছি মহামিলন
মোহনা অন্তরীক্ষ মরু !-২৩.০৮.২০১৮

Tuesday, 21 August 2018

অভিমান

পদ্যে ধরা দিইনা ইদানিং
প্রেমিকা'র অভিমান তাই
আজ কলম ধরা
কি হয়েছে তোমার
বসন্ত পেরিয়ে বেদনা
সাগর ছুঁয়েছে মোহনা
নদী কেন তুমি পথ হারা
তুমি কি রামধনু হতে চেয়েছিলে !-২১.০৮.২০১৮