Thursday, 23 August 2018

মোহনা অন্তরীক্ষ মরু

আমার কাছে ঝর্ণা ধারা আছে 
নারী তুমি কি সেই 
মাত্রা ছাড়া যা কিছু 
অবাধ অনন্ত অসীম 
আমি জানি পুরুষ সমকক্ষ নয় 
তা হয়না বিবর্তনের আবর্তে
ভাঙে ভঙ্গুর
ভাঙতে লাগে ভর
ভোর হয় হোক
আবারও সূর্য দিগন্ত রাঙাবে
তোমার পায়ে আলতা পরিয়ে দিচ্ছি আমি
পালকি দাড়িয়ে
তুমি সাজছো সেদিনের মতোই
আমি দেখছি মহামিলন
মোহনা অন্তরীক্ষ মরু !-২৩.০৮.২০১৮

No comments: