Tuesday, 21 August 2018

অভিমান

পদ্যে ধরা দিইনা ইদানিং
প্রেমিকা'র অভিমান তাই
আজ কলম ধরা
কি হয়েছে তোমার
বসন্ত পেরিয়ে বেদনা
সাগর ছুঁয়েছে মোহনা
নদী কেন তুমি পথ হারা
তুমি কি রামধনু হতে চেয়েছিলে !-২১.০৮.২০১৮

No comments: