তখন তুমি বনলতা
আমি তখন বৈরাগী
ক্লান্ত হলে
এলো চুলে কি যেন হারিয়ে যায় তোমার
আমি চিরুনি
মুগ্ধতার আবেশে জড়ানো
দুটি পাপড়ি
আমি হাত দিলে ঝর্ণা হয়ে যায়
মনোময় আকাশের বিস্তৃতি
শ্বেত শুভ্র শোভাময় তোমার বুক
আমার নখ অচল
জিভে তৃষ্ণা জন্মান্তর
তুমি ক্রমশ: আমাকে অধিকার করো
ছিনিয়ে নাও আমার দম্ভ
আমি সমতল
আমি তুমি মিলে ঊনসত্তর
যবনিকা'র শেষে ছন্দপতন
তোমার চোখে আমি
আমার চোখে জল
তখন আমি বৈরাগী
তুমি তখন সীমাহীন ! -২৮.০২.২০১৯
আমি তখন বৈরাগী
ক্লান্ত হলে
এলো চুলে কি যেন হারিয়ে যায় তোমার
আমি চিরুনি
মুগ্ধতার আবেশে জড়ানো
দুটি পাপড়ি
আমি হাত দিলে ঝর্ণা হয়ে যায়
মনোময় আকাশের বিস্তৃতি
শ্বেত শুভ্র শোভাময় তোমার বুক
আমার নখ অচল
জিভে তৃষ্ণা জন্মান্তর
তুমি ক্রমশ: আমাকে অধিকার করো
ছিনিয়ে নাও আমার দম্ভ
আমি সমতল
আমি তুমি মিলে ঊনসত্তর
যবনিকা'র শেষে ছন্দপতন
তোমার চোখে আমি
আমার চোখে জল
তখন আমি বৈরাগী
তুমি তখন সীমাহীন ! -২৮.০২.২০১৯