Thursday, 28 February 2019

বৈরাগী ,বনলতা ও সীমাহীন

তখন তুমি বনলতা
আমি তখন বৈরাগী
ক্লান্ত হলে
এলো চুলে কি যেন হারিয়ে যায় তোমার
আমি চিরুনি
মুগ্ধতার আবেশে জড়ানো
দুটি পাপড়ি
আমি হাত দিলে ঝর্ণা হয়ে যায়
মনোময় আকাশের বিস্তৃতি
শ্বেত শুভ্র শোভাময় তোমার বুক
আমার নখ অচল
জিভে তৃষ্ণা জন্মান্তর
তুমি ক্রমশ: আমাকে অধিকার করো
ছিনিয়ে নাও আমার দম্ভ
আমি সমতল
আমি তুমি মিলে ঊনসত্তর
যবনিকা'র শেষে ছন্দপতন
তোমার চোখে আমি
আমার চোখে জল
তখন আমি বৈরাগী
তুমি তখন সীমাহীন ! -২৮.০২.২০১৯

Thursday, 21 February 2019

অহেতুক

দূরত্বের প্রান্তিকতা
অসহায় মনস্তত্ব
বন্ধুত্বের বয়েস বেড়েছে
বয়েস বাড়ছে মনের !
নিস্কলঙ্ক হওয়ার মোহে
মোহনা ছোঁয় না ঢেউ
জ্যোৎস্নাও বিরূপ প্রতি অমাবস্যায়
জোয়ারের বিপরীতে তখন আমি একাকী !
প্রত্যক্ষ প্রতিকূলতা পেরিয়ে
অভ্যাসের সংসার কিছুটা ভাঙা অনেকটা গড়া
সুখের ভাগ নেয়না চোখের বালি
অতিথি মহেশ অহেতুক অনাড়ম্বর চায়না ! - ২১.০২.২০১৯

Tuesday, 19 February 2019

সংসার পলিগ্যামি

মধ্যবিত্ত মহামারী 
উপায়হীন অনটন !
নিম্নবিত্তের আদমশুমারি 
তুম হাম 
হাম তুম !
খামখেয়ালি উচ্চবিত্ত
খেলাঘরের বিনুনি
সংসার পলিগ্যামি !-১৯.০২.২০১৯

পাশবালিশ

নিত্য অভ্যাসের প্রেম
এখন পথ চলতি গৃহবধূ
সংসারের সিলিং
ইচ্ছামৃত্যুর শোক মিছিল
তুমি প্রেমিকা অভিমানিনী
আমি পাশবালিশ হোবোনা জানি !-১৯.০২.২০১৯

Wednesday, 13 February 2019

অতিক্রমণ

দেখা হবে একদিন
ঔরসের ঋণ হয়না
অধিকার কথাটা আপেক্ষিক
বাউল এর নিজের ঘর কি হয়
জন্ম মৃত্যুর অন্তরাল
কিছু কাগজ কলমের আঁকি বুঁকি
সুখ ও শান্তি'র অন্তর্বর্তী দূরত্ব অতিক্রমণ !-১৩.০২.২০১৯

Thursday, 7 February 2019

মহাশুন্য

অনুভূতি'র অবকাশে 
প্রাপ্তি'র মহাশুন্য
দেনা অনেক জীবনের কাছে
ক্ষমা কেবল মহাকালের প্রার্থী !-০৭.০২.২০১৯

Wednesday, 6 February 2019

তুই ছিলি

তোকে চাইনি
অকালের শ্রাবনে
শৈশব সাক্ষী কৃষ্ণচূড়া
সে বসন্তে তুই ছিলি !-০৬.০২.২০১৯ 

Tuesday, 5 February 2019

বেহিসাবি মন

কপালকুণ্ডলা তুমি 
আমি নবকুমার
মাঝের অন্তরাল 
যা কিছু সামাজিক
ক্ষয়িষ্ণু সাম্রাজ্যবাদ 
আঁতুর হারা জন্ম
বেহিসাবি মন
বিবেক পথ রুখে !-০৫.০২.২০১৯

Saturday, 2 February 2019

পথ চলা'র শর্তে...

পথ চলা'র শর্তে
জীবনের খোলস ছেড়ে বেরোনো
ভালো ছিলো
কাঠের জ্বালানি উনুন
অপেক্ষা ছিলো
ভাঙ্গন ছিলো
চোখে ঘুম ছিলো 
অহংকার বলতে
ভালোবাসা
হারানো বলতে মৃত্যু
ঐশর্য সম্পর্কের বুনট
অকপট স্বীকৃতি
ভালো নেই আজ অনেকদিন !-০২.০২.২০১৯

বিনিময়

ভাঙা কাঁচের আয়না
জীবন বলে থাকি
খুচরো পয়সা ভাবায়
অনেক টাকা'ও ঘুম কাড়ে
পণ্যের বিনিময়
পরিবার পায়না অনেকেই
অনেকেই হারিয়ে যায়
অচেনার ভিড়ে
আমি তেমনি একজন
আমি আলাদা কেউ নয় !-০২.০২.২০১৯

ক্ষনিকের অভিলাষে

প্রথা ভাঙা'র উবাচ
সম্পর্কের শিলালিপি
যা বলা হয়নি
তা না বলা থাক
ক্ষনিকের অভিলাষে
অমরত্ব পাক মুহূর্তেরা !-০২.০২.২০১৯  

Friday, 1 February 2019

সৃষ্টি'র ঋণ

আত্মহত্যা করবি
প্রতিটি কবিতা যে তোর গর্ভে
তাদের কথা ভেবেছিস
সৃষ্টি'র ঋণ যে তোকে ফেরাতে হবে
কবি'র অঙ্গীকার মিথ্যা নয়
ফুল ফুটুক নাই ফুটুক
অরণ্যের দিন রাত্রি
কালবেলা
শেষের কবিতা
এই পথ যদি না শেষ হয়
আমার কিছু বলার নেই তোকে !-০১.০২.২০১৯