Saturday, 2 February 2019

পথ চলা'র শর্তে...

পথ চলা'র শর্তে
জীবনের খোলস ছেড়ে বেরোনো
ভালো ছিলো
কাঠের জ্বালানি উনুন
অপেক্ষা ছিলো
ভাঙ্গন ছিলো
চোখে ঘুম ছিলো 
অহংকার বলতে
ভালোবাসা
হারানো বলতে মৃত্যু
ঐশর্য সম্পর্কের বুনট
অকপট স্বীকৃতি
ভালো নেই আজ অনেকদিন !-০২.০২.২০১৯

No comments: