Thursday, 21 February 2019

অহেতুক

দূরত্বের প্রান্তিকতা
অসহায় মনস্তত্ব
বন্ধুত্বের বয়েস বেড়েছে
বয়েস বাড়ছে মনের !
নিস্কলঙ্ক হওয়ার মোহে
মোহনা ছোঁয় না ঢেউ
জ্যোৎস্নাও বিরূপ প্রতি অমাবস্যায়
জোয়ারের বিপরীতে তখন আমি একাকী !
প্রত্যক্ষ প্রতিকূলতা পেরিয়ে
অভ্যাসের সংসার কিছুটা ভাঙা অনেকটা গড়া
সুখের ভাগ নেয়না চোখের বালি
অতিথি মহেশ অহেতুক অনাড়ম্বর চায়না ! - ২১.০২.২০১৯

No comments: