Friday, 26 June 2020

বিরূপ বসন্তে

বিভ্রান্তি নিশ্চিত
আবহমান অপেক্ষা
অবগাহন জ্যোৎস্নায়
কলঙ্কিনী মাতৃস্বরূপা
জঠর যন্ত্রনাকাতর
বিরূপ বসন্তে
কবি'র চোখে জল !-২৬.০৬.২০২০

সারপ্রাইস

‘তু হি রে’
গত ৩-৪ মাসে
কম বেশি হাজার বার
এই গান শুনে কেঁদেছে
প্রণমিতা
যাকে একসময় বলতো
সুবীরের প্রণমিতা
ভুল বুঝবেন না
বিচ্ছেদ হয়নি ওদের
হয়নি কারও অকস্মাৎ মৃত্যু
বেশ একটা গোছানো সংসার ওদের
একটা ফুটফুটে মেয়েও হয়েছে
বছর আড়াই হোলো
ভাবছেন তবে তবে
’তু হি রে’ প্রসঙ্গ কেন
জাস্ট এমনি
সারপ্রাইস দেবো বলে
সব লেখায় লাইক দেয়
একটাও পড়েনা এবার পড়বে !

পড়ুন আপনারাও
নাহইলে সারপ্রাইস !- ২৬.০৬.২০২০

Thursday, 25 June 2020

মতিভ্রম

সংলাপ যা অশ্রুত
একাকী অচল
পথিকের মতিভ্রম
সে মরীচিকায় খোঁজে জীবন
তোমার আমার দূরত্ব
ধ্রুব সমান্তরাল
অক্ষাংশের বহির্বিশ্বে !-২৬.০৬.২০২০

অন্য সম্পর্ক

অন্য সম্পর্ক
পরিভাষায় পরিমিত নয়
সময়ের সাথে বদলে যায় সংজ্ঞা !

সৌমেন ও অনন্যা
অঙ্গীকার ও আনুষ্ঠানিকতা
অবয়ব ও অনুনয় সমীচীন !

গ্রীষ্ম পেরিয়ে বর্ষা আসে
শীতের সোয়েটার খোলে জামা
খোলা জানালা সব সম্পর্কের জীবন !

জীবন শর্ত সাপেক্ষ
শর্ত সময় নির্ধারিত
উপেক্ষিত আমি তখন আমি থাকেনা !

নোনতা ঘাম সময়ের সাথে
আর নোনতা থাকেনা
মানুষ বলে অভ্যাস !

তারপর আসে তুলনা
তুলনা একরকম মনন
আরও ভালো চায় সে যে অনন্যা !

নীরবে বাঁধ ভাঙে
উনুনে আঁচ নিভু নিভু
আসবাব থেকে যায় একলা ঘরে !

সমীকরণ কিছুতেই মেলেনা
প্রিয় বন্ধু পলাতক
সৌজন্যে প্রিয়জন !

সময়ের সাথে বদলে যায় সংজ্ঞা
পরিভাষায় পরিমিত নয়
সদ্যজাত অন্য সম্পর্ক ! - ২৫.০৬.২০২০

কল্পনা ও আলাপন

অবাক জলপান
কল্পনা ও আলাপন
সাবলীল অথচ অকুলান
মোহনায় দাঁড়ানো ফেরি
মাঝ দরিয়ায় বিমুখ স্রষ্টা
অনশন নয় জীবন চায় !-২৫.০৬.২০২০

Wednesday, 24 June 2020

ঈশ্বর সহায়

ওরা বোঝেনা
বোঝা'র কথা নয়
অর্থনীতি‘র এনাটমি
মধ্যবিত্ত জানে সেসব
কাগজে কলমে রাজনীতি
গান্ধী‘র মতো কেউ তা করেনি !

ইতিহাস’কে ভাগ করে নিয়েছে মানুষ
অধুনা প্রাচ্য মধ্য
ভাগ হলোনা কেবল সমাজ
তাতে এলো স্তর বিভাগ
শিল্পী বেছে নিলো নন্দন
অবশিষ্ট অসমবন্টিত বাস্তব
সেই থেকে জন্ম নিলো কাঁটাতার !

রাষ্ট্রবাদ ও সমাজশাস্ত্র
হলো সিলেবাস অধীন
স্বাধীনতা’র উদযাপন সেও নিয়মাধীন
দেশ হলো নিজের
মানুষে মানুষে হলো বিভেদ
সংবিধান এর সংশোধন অবিরাম
আম্বেদকর’এর সেই থেকে অভিমান
বুদ্ধিজীবী মানুষ দুর্লভ
রাজনীতি থেকে মঞ্চ অভিনয়
ঈশ্বর সহায় ! - ২৪.০৬.২০২০

অপ্রত্যাশিত অপেক্ষা‘রা

অপ্রত্যাশিত অপেক্ষা‘রা
ক্রমবর্ধমান
আয়ুরেখা ধরে হেঁটে চলা
আজ অভ্যেস
প্রত্যাঘাত এসেছে আগেও
আসবে আদি অনন্ত
গ্রহেরা যে যার কক্ষপথে
কক্ষপথ হারা একটি তারা
সেই তারা'র খোঁজে রাত জাগে
খামখেয়ালি কবিতা'রা !

আকাশে’র ঘুম আসেনা
ছন্নছাড়া এক কবি
সেই যে লিখে গেছে
‘ভেঙে মোর ঘরের চাবি
নিয়ে যাবি কে আমারে ‘
সেই থেকে
অপ্রত্যাশিত অপেক্ষা‘রা
ক্রমবর্ধমান !-২৪.০৬.২০২০

আহ্বান

অবক্ষয়ের হিসাব
রাখেনা সময়
অতীত যাকে বলো
অন্য নামে সঞ্চয়
প্রত্যয় প্রতাপ পৌরুষ
কাল গহ্বরে অফুরান
অর্বাচীন আহ্বান
দধীচি মরীচিকা মৃত্যু !-২৪.০৬.২০২০

Tuesday, 23 June 2020

দ্যুতিহীন

এখন অনেক রাত
শহরের আকাশে তারা নেই
যদিও বা কিছু দেখি
তারা কেমন যেন দ্যুতিহীন !
জলছবি’রা মহড়া করে
মেঘ জমাট বাঁধে সময়ে সময়ে
বৃষ্টি তাতে নামেনা
তেষ্টা বাড়ে কেবল !
মাটি আর কবি এদের খুব মিল
ঈশ্বর উভয় কে দিয়েছেন সহিষ্ণুতা
অভিযোগ ওরা করেনা
ওরা জানে স্বপ্ন সত্যি হয়না !
কাল আবার সকাল হবে শহরে
জীবনের তাগিদে পথে বের হবে মানুষ
স্বপ্ন সত্যি নাহলেও
মানুষ স্বপ্ন দেখবে ;ভালোবাসবে !

আশা নিয়ে ঘর বাঁধবে .........-২৪.০৬.২০২০




দ্যুতিহীন 

Saturday, 13 June 2020

আত্মা'র শরীর বদল......

মুখোমুখি সময় ও আমি
প্রতিশ্রুতি ভাঙলে
বাকি কিবা থাকে !
প্রথম দেখা চোখে ভাসে
ভাষা হারাই সেই প্রথম !
একই শহর তোমার আমার
শুভদৃষ্টি'র লগ্নে
আমি ২৫ তুমি ১৯ !
সময় বয়ে যায়
মিছে মিছি সংসার
আমি থেকে আমরা !
বিশ্বাস ক্রমশঃ আত্মা
আত্মা ক্রমশঃ তুমি !
কালের নিয়মে
আসে মৃত্যু !
একটি আত্মা'র শরীর বদল......
উৎসর্গ অন্তরা কে