Friday, 26 June 2020

সারপ্রাইস

‘তু হি রে’
গত ৩-৪ মাসে
কম বেশি হাজার বার
এই গান শুনে কেঁদেছে
প্রণমিতা
যাকে একসময় বলতো
সুবীরের প্রণমিতা
ভুল বুঝবেন না
বিচ্ছেদ হয়নি ওদের
হয়নি কারও অকস্মাৎ মৃত্যু
বেশ একটা গোছানো সংসার ওদের
একটা ফুটফুটে মেয়েও হয়েছে
বছর আড়াই হোলো
ভাবছেন তবে তবে
’তু হি রে’ প্রসঙ্গ কেন
জাস্ট এমনি
সারপ্রাইস দেবো বলে
সব লেখায় লাইক দেয়
একটাও পড়েনা এবার পড়বে !

পড়ুন আপনারাও
নাহইলে সারপ্রাইস !- ২৬.০৬.২০২০

No comments: