Wednesday, 24 June 2020

ঈশ্বর সহায়

ওরা বোঝেনা
বোঝা'র কথা নয়
অর্থনীতি‘র এনাটমি
মধ্যবিত্ত জানে সেসব
কাগজে কলমে রাজনীতি
গান্ধী‘র মতো কেউ তা করেনি !

ইতিহাস’কে ভাগ করে নিয়েছে মানুষ
অধুনা প্রাচ্য মধ্য
ভাগ হলোনা কেবল সমাজ
তাতে এলো স্তর বিভাগ
শিল্পী বেছে নিলো নন্দন
অবশিষ্ট অসমবন্টিত বাস্তব
সেই থেকে জন্ম নিলো কাঁটাতার !

রাষ্ট্রবাদ ও সমাজশাস্ত্র
হলো সিলেবাস অধীন
স্বাধীনতা’র উদযাপন সেও নিয়মাধীন
দেশ হলো নিজের
মানুষে মানুষে হলো বিভেদ
সংবিধান এর সংশোধন অবিরাম
আম্বেদকর’এর সেই থেকে অভিমান
বুদ্ধিজীবী মানুষ দুর্লভ
রাজনীতি থেকে মঞ্চ অভিনয়
ঈশ্বর সহায় ! - ২৪.০৬.২০২০

No comments: