Saturday, 29 November 2014

~বসন্ত বিদায়....~

শহরের বুকে আজ 
বহুদিন 
বার্ধয়্ক্য নেমেছে !
দিগবিজয়ী রাজা'দের ইতিহাস 
যত 
পান্ডুলিপি আজ ! 
সময় একদিন বসন্ত এনেছিল 
আজ বিভ্রান্ত সময় 
দিশাহারা !
তোমাকে খুঁজে চলা পথ 
আজ ক্লান্ত 
আজ তাই বসন্ত বিদায় !-৩০.১১.২০১৪

Wednesday, 26 November 2014

বসন্ত প্রেমিক ....

শর্তাধীন সম্পর্কে আমি বিশ্বাসী নই
বলতেই পারো,
আর তুমি কে বা আমার
যে তোমায় শর্ত অধীন হতে হবে !
টান তো শিল্পী ও শিল্পের
তুমি তো মধ্যমা !
ভুল বুঝোনা যেন আঘাত করার অভিপ্রায় নয়
বোবা মনের সরব বিপ্লব !
ভালোবাসা আজ ও অপাত্রে দান করতে দেয় না
সার্বজনীন প্রেমিক আমি নই !
বিশ্বপ্রেমিক হতেই পারি
বিশ্ব টা তোমায় ঘিরে !

টিপ্পনি :-স্থান ,কাল ,পাত্র বিশেষণ এর প্রয়োজন নেই !

সুত্র - বসন্ত-এর আগমন

সৌজন্যে -বসন্ত সখী 

Tuesday, 25 November 2014

বসন্ত আসে যায়........

চোখ ঘুমে টানে
উজানে হেটে যাই
হিসাব মেলে না
বসন্ত আসে যায় !-২৫.১১.২০১৪

কবি ও কবিতা

একই দেহে
দুটি প্রান
কবি ও কবিতা !-২৫.১১.২০১৪

"কবি "...

কবি'র প্রেমে
স্পর্ধা লাগেনা !
পর্দা নেই বলেই তো
সে
 "কবি "....!-২৫.১১.২০১৪

"বসন্ত ".........

অভিধান খুঁড়ে
অভিনয়
শেখা নয় !
রসায়নের সুত্রে
প্রেমের গোঁজামিল !
কবিতা'র মর্ম
কবে কে বুঝেছে
অমর সে সৃষ্টি
যার স্রষ্টা তুমি
"বসন্ত "..........!-২৫.১১.২০১৪

~ অসহায়.....~

নাগালে পেলে
ছুঁতে চায় 
আদিখেয়াত নয় 
অসহায় !-২৫.১১.২০১৪

Monday, 24 November 2014

বসন্ত আসবে কি........

তুমি বসন্ত ডাকলে
বসন্ত এলো
আমি যদি তোমায় ডাকি
সাড়া দেবে কি .........!-২৫.১১.২০১৪

~ দুখ্হ বিলাসিতা ~

তুমি বলো
কবি'র দুখ্হ বিলাসিতা
আমি বলি
ভাগ করে নাও !-২৪.১১.২০১৪

Sunday, 23 November 2014

রত্না দি কে লেখা .......

তোমাকে দিলাম ,

প্রথম পরিচয় দিদি
দ্বিতীয় পরিচয় চাইনা ,
প্রেমের রসদ যে কবিতা তোমাকে কবিতা দিয়ে চেনা  !
তবে প্রকৃতির নিয়মে তুমি নদী ;
রহস্যের আধার নদী মেশে সাগরে তবে ব্যতিক্রম অনিবার্য !
তুমিও তাই ,তুমি অনর্বাহিনী !
প্রেমের কথা বলে তোমাকে ব্যক্ত করবো,সে সাধ্য আমার নেই !
সমাজ ও তার সামাজিকতা চাইলেও তো সব কথা বলা যায় না !
কিছু চিঠি লেখা হয় কিছু কথা মনে থেকে যায়
কিছু চিঠি সময়ের তাড়নায় কিছু চিঠি মনের একান্ত !
তোমার চিঠি ভূমিকম্পের আভাস দিয়েছিল
আমার চিঠি না হয় মৃদু বাতাসের সন্ধি হলো !
আজ নয় তবে নিশ্চই কোনো একদিন প্রেমের চিঠি তোমার জানালায় উঁকি দেবে ;সে চিঠি কে ঝড়ের নাম দিও !
ভেসে যেও ,আমি সাক্ষী থাকবো !
ভালো থেকো.........

তোমার গুণগ্রাহী ,
গৌরব 

Saturday, 22 November 2014

~আনমনা ভাবনা ~

মানুষ নিজেকে কে প্রমান করতে না চাইলেই বোধ হয় সে প্রকৃত প্রমানিত হয় !

ভাবনা সৌজন্যে -অতীত -২৩.১১.২০১৪

~ জীবন ~

কিছুটা অনিবার্য
বাকিটা নির্বিকার !-২৩.১১.২০১৪

কথায় কথায় .......

এভাবেও ভুল করা যায়
তোমার কাছেই শেখার
ভালো থেকো.....

আমার কাছে কিছু নেই ভালোবেসে দেওয়ার মতো
তাই ভুল করো না,তাই চাই !তুমি ভালো থেকো.....

কিছু তো চাইনি,কিছু দিতে পারলেই বুঝি ভালোবাসা  হয় !
দেওয়ার কথা তো আমার ছিল .......

তোমার আগের'টা ইতিহাস
তোমার পর শুন্য
ভেবে দেখো........

কিভাবে বোঝাবো
আমার যন্ত্রণা'রা ভাষাহীন !-২৩.১১.২০১৪


নিষিদ্ধ.......~

নিষিদ্ধ দেওয়াল
ছুঁলেই জল
বাস্পীভূত যত
চাওয়া পাওয়া !-২২.১১.২০১৪

নাভি ছুয়ে প্রেম

নাভি ছুয়ে
যেদিন প্রেম চেয়েছিলে
সেদিন প্রেমের অর্থ  বড়
নিরর্থক ছিল !
ভাসা পদ্ম যেমন পাঁকে ভালো
নাভির উপরে প্রেম ততটাই অসহায় !
যেন বাই'জি র মুখে খিস্তি
"ছত্রাক" এর "পাওলি" সবাই ভালোবাসি!
আধুনিক কবিতা'র সংজ্ঞা-টা জেনেছি বহুদিন
আজও চেষ্টা করছি
মত দেবেন
বাধিত থাকবো !-২২.১১.২০১৪
 


টাইমলেস সো

ইন্টেলেকচুয়াল আঁতেল নই
আমি টাইমলেস সোল!-২২.১১.২০১৪
টিপ্পনি :-নিজের মত করে মানে করে নেবেন !

মা থাকেন.....

নগ্নতার শাড়ি
তুলে দেখো
মা
থাকেন !-২২.১১.২০১৪

Friday, 21 November 2014

খোদার কসম.....

খোদার কসম
কবিতা'কেই ভালোবেসেছি !
লিখে যাব
যতদিন থাকে জান !-২১.১১.২০১৪

তবুও তো .........

কত দেখা'র বাকি
তবুও তো
দার্শনিক !-২১.১১.২০১৪

প্রাপ্তিতে নয় অবসরে...~

তোমায় তৃষ্ণায় চাই না
চাই অপেক্ষায়
তোমায় প্রাপ্তিতে নয়
চাই অবসরে !-২১.১১.২০১৪

তোমাকে.....

তোমাকে ইতিহাস দিলাম
নেবে আমার বর্তমান !-২১.১১.২০১৪

আয় তোকে ভালোবাসি....

খুনসুটির আবদারে
আয় তোকে ভালোবাসি
আমি মেঘ সাজি
তুই হোস বৃষ্টি !
আজ বৃষ্টি নামুক
মেঘের বুকে !
কবি'র  চোখে
কবে কে বসন্ত দেখেছে !-২১.১১.২০১৪

তোমাকে দিলাম নাম না বলে .......

আবার একটা বিকেল
টানেল -এর শেষ টা
গোধুলি আলো !
ঝিনুক কুড়ানোর বেলা শেষ
তোমার কথা বলবো কাকে
যাও
তুমি স্বাধীন !-২১.১১.২০১৪

না বলা কথা....

কত কথা বলা'র ছিল 
নদী 
থেমে থাকেনি !-২০.১১.২০১৪

Thursday, 20 November 2014

তুলি কে দিলাম .......

তোমার সাথে একান্ত হতে চাই
সাগর আজ সমর্পিত মোহনায় !-২০.১১.২০১৪

Sunday, 16 November 2014

কবিতা চেয়ে রাত ....

কবি বলেছে
রাত হোক
কবিতা চেয়ে
আবার ও কবিতা লেখা হবে !-১৬.১১.২০১৪

Monday, 10 November 2014

```ফসিল ~~~


আছে আজও
বেঁচে
তবুও তো নেই !
চিন্ন্হ রেখে গেছে
সে যে হারতে শেখেনি !-১০.১১.২০১৪

Sunday, 9 November 2014

তুমি এলে......

একাকিত্ব ক্লান্ত
স্মৃতি মরুভূমে
তুমি এলে !-০৯.১১.২০১৪

~তর্পণ~

আমি সঁপেছি
নিজেরে তোমাতে
আর কি আমার থাকে !-০৯.১১.২০১৪

আবার ও হার মানলাম ........

আজও ওই 
চাহনি 
থমকে দাঁড়ায়
ফেলে আসা সময় !-০৯.১০.২০১৪

তোমাকে দিলাম ...........

তুমি সীমার মাঝে
স্বাধীনতা খোঁজো
আমি অসীমের
কাছে বন্দী !-২৫.১০.২০১৪ 

Saturday, 8 November 2014

~সমাজ-তোমার/আমার ~

তোমার সমাজ
চক্ষুলজ্জা খোঁজে !
আমার সমাজ
নির্রুত্তর চিরকাল !-০৯.১১.২০১৪

Thursday, 6 November 2014

অধরা ........

নিজেকে ভালোবেসেছিলি কি
আমি তো ব্রাত্য
না জানি
কেন
অভিধান-এ উত্তর পাইনি !-০৬.১১.২০১৪

আসবো ফিরে বারে -বারে........

Mityl দি র সাবাস 
Rishi দা র কেয়া বাত 
Sumitra দি র অমরত্বের দাবি 
আমি পেয়েছি 
তোমাদের ভুলিনি 
আমি আসবো
ফিরে বারে -বারে !-০৬.১১.২০১৪

ভালো থেকো.....

কে কাকে কবে
কি কেন তবু
সবটা না বলা'ই
বোধ হয়
কবিতা'র দস্তুর
ভালো থেকো !-০৬.১১২০১৪

~বিন্দু ও সিন্ধু~

বিন্দুর তীরে
সিন্ধু যদি না পাও
বুঝে নিও
আমি আর নেই !-০৬.১১.২০১৪

বুঝে নিও.

বলা হয়নি
তবুও
বুঝে নিও
ভালোবাসা আজ ও চোখ  মেলে
তোমাকেই চায় !-০৬.১১.২০১৪

পতিতা ও পার্বন

পতিতার ও পার্বন
শ্রাবণ তোমার আমার !-০৬.১১.২০১৪

অন্তহীন অনন্ত মুখোমুখি :-

অন্তহীন অনন্ত মুখোমুখি :-

কাল একদিন বেহুলা র কাছে মাথা নত করেছিল
তবে কে বলতে পারে
তুমি এসো !-০৬.১১.২০১৪

অব্যক্ত....

অব্যক্ত কিছু যন্ত্রণা
মনে করিয়ে দেয়
আমিও
ভালোবেসেছিলাম !-০৬.১১.২০১৪