শর্তাধীন সম্পর্কে আমি বিশ্বাসী নই
বলতেই পারো,
আর তুমি কে বা আমার
যে তোমায় শর্ত অধীন হতে হবে !
টান তো শিল্পী ও শিল্পের
তুমি তো মধ্যমা !
ভুল বুঝোনা যেন আঘাত করার অভিপ্রায় নয়
বোবা মনের সরব বিপ্লব !
ভালোবাসা আজ ও অপাত্রে দান করতে দেয় না
সার্বজনীন প্রেমিক আমি নই !
বিশ্বপ্রেমিক হতেই পারি
বিশ্ব টা তোমায় ঘিরে !
টিপ্পনি :-স্থান ,কাল ,পাত্র বিশেষণ এর প্রয়োজন নেই !
সুত্র - বসন্ত-এর আগমন
বলতেই পারো,
আর তুমি কে বা আমার
যে তোমায় শর্ত অধীন হতে হবে !
টান তো শিল্পী ও শিল্পের
তুমি তো মধ্যমা !
ভুল বুঝোনা যেন আঘাত করার অভিপ্রায় নয়
বোবা মনের সরব বিপ্লব !
ভালোবাসা আজ ও অপাত্রে দান করতে দেয় না
সার্বজনীন প্রেমিক আমি নই !
বিশ্বপ্রেমিক হতেই পারি
বিশ্ব টা তোমায় ঘিরে !
টিপ্পনি :-স্থান ,কাল ,পাত্র বিশেষণ এর প্রয়োজন নেই !
সুত্র - বসন্ত-এর আগমন
সৌজন্যে -বসন্ত সখী
No comments:
Post a Comment