Sunday, 23 November 2014

রত্না দি কে লেখা .......

তোমাকে দিলাম ,

প্রথম পরিচয় দিদি
দ্বিতীয় পরিচয় চাইনা ,
প্রেমের রসদ যে কবিতা তোমাকে কবিতা দিয়ে চেনা  !
তবে প্রকৃতির নিয়মে তুমি নদী ;
রহস্যের আধার নদী মেশে সাগরে তবে ব্যতিক্রম অনিবার্য !
তুমিও তাই ,তুমি অনর্বাহিনী !
প্রেমের কথা বলে তোমাকে ব্যক্ত করবো,সে সাধ্য আমার নেই !
সমাজ ও তার সামাজিকতা চাইলেও তো সব কথা বলা যায় না !
কিছু চিঠি লেখা হয় কিছু কথা মনে থেকে যায়
কিছু চিঠি সময়ের তাড়নায় কিছু চিঠি মনের একান্ত !
তোমার চিঠি ভূমিকম্পের আভাস দিয়েছিল
আমার চিঠি না হয় মৃদু বাতাসের সন্ধি হলো !
আজ নয় তবে নিশ্চই কোনো একদিন প্রেমের চিঠি তোমার জানালায় উঁকি দেবে ;সে চিঠি কে ঝড়ের নাম দিও !
ভেসে যেও ,আমি সাক্ষী থাকবো !
ভালো থেকো.........

তোমার গুণগ্রাহী ,
গৌরব 

No comments: