Saturday, 22 November 2014

নাভি ছুয়ে প্রেম

নাভি ছুয়ে
যেদিন প্রেম চেয়েছিলে
সেদিন প্রেমের অর্থ  বড়
নিরর্থক ছিল !
ভাসা পদ্ম যেমন পাঁকে ভালো
নাভির উপরে প্রেম ততটাই অসহায় !
যেন বাই'জি র মুখে খিস্তি
"ছত্রাক" এর "পাওলি" সবাই ভালোবাসি!
আধুনিক কবিতা'র সংজ্ঞা-টা জেনেছি বহুদিন
আজও চেষ্টা করছি
মত দেবেন
বাধিত থাকবো !-২২.১১.২০১৪
 


No comments: