Thursday, 31 March 2016

রিক্ততার ভাষা

ভালো লাগাটা রেশ রেখে যায়
বিন্দুগুলো রিক্ততার ভাষা জানে !-৩১.০৩.২০১৬

~(♥)Aamar BHARAT(♥)~

Bhire thasa-thasi
Aabeg makha-makhi
Keu noy kaar o
Tobuo jano chena
Chin noy
Japan noy
Noy Aamerika
A holo aamar Bharat
Aamar ahomika-Likhito 10.11.2012

Tuesday, 29 March 2016

সেই আমি জীবন

ক্যান্ডি ক্রাশে ব্যস্ত জীবন
অন্তহীনের অন্ত জীবন !
দুঃখ জীবন
জরা জীবন
আশা জীবন
মৃত্যু জীবন !
দশ'টা(১০) থেকে (-) পাঁচ'টা(৫) জীবন
সোম থেকে শনি জীবন !
তুমিও জীবন
আমিও জীবন
সান্তা-সানি সবাই জীবন !
ছুটছে জীবন -ভাঙছে জীবন
কিশলয়ের প্রান্তে জীবন
অন্ধকারে আলো জীবন !
দিনের শেষে
কবিতা জীবন
ইনিও জীবন
উনিও জীবন !
কোথাও জীবন অভিজাত জীবন
কোথাও জীবন সহজাত জীবন !
কোথাও জীবন শুরু জীবন
কোথাও জীবন শেষ জীবন !
আমার জীবন তোমার জীবন
শেষ নেই যার
সেই আমি জীবন ! - ৩০.০৩.২০১৬

Monday, 28 March 2016

হন্য জীবন

ঘরের বউ 
বেশ্যা 
এক হয়ে যায় !
চার দেওয়ালে রুদ্ধ 
নিয়মিত নিঃশ্বাস 
স্তব্ধ সময় আকাশ চায় !
পায়ে হাঁটলে জানি
সমুদ্র ধরা দেবে
তবুও রেল লাইন ধরে;হন্য জীবন !
নিরীহ
অতীব সরল
গণনাদের আকাশে একটা নক্ষত্র
প্রেমের !
আমি বলি
"বসন্ত তুমি যেও না"
কে বলতে পারে শিরাদের আগুন যদি
তৃপ্তি না দেয়
কোনো একদিন
আমিও নিরুদ্দেশ হবো !
ভুলবো না তবু তোমার
আদো আদো কথা
ভালো লাগে শুনতে
ভাবি আমিও
আমার দর্পণ আমাকে
তুমি দেবে উপহার !
কিন্তু ঋণ যে
আরও অনেক বেশি
রূপ সাগরে মুক্ত খুঁজে
লালন পার পায়নি
আমি কোন ছাড়
ঘুম ভেঙ্গে যায় ! - ২৯.০৩.২০১৬

Sunday, 27 March 2016

মন তো ফেরারী

মন তো ফেরারী
কে কবে
থাকি বা না থাকি
হয়তো তুমি আমি কফি হাউস
রাত সাক্ষী
জীবন করবে নত মাথা
এমন মৃত্যু আমি চাই ! - ২৮.০৩.২০১৬

সূর্য ছাড়া গোধূলি

রাত কথা হারিয়েছে
কে শুনবে
কথা পাবে কোথায় কবিতা'রা !
কেউ কি শুনতে পাচ্ছো
ভিজে বালুচর
ফিরিয়ে দাও চোরাবালি !
সমাধি হোক কবিতা'দের আবেগ
রাত ছাড়া কবিতা'রা
সূর্য ছাড়া গোধূলি ! - ২৮.০৩.২০১৬

আমার তোমাকে চাওয়া'র মতো

মৃত্যু তে জানো
শোভা নেই
ও নিত্য
পিপাসু'র তৃষ্ণা'র মতো
নিত্য
আমার তোমাকে চাওয়া'র মতো !-২৮.০৩.২০১৬

জীবন্ত অপমৃত্যু

এরপর থেকে 
তুমি হবে রাত 
আমি অপেক্ষা 
লেখা হবে উপন্যাস 
তবে প্রেমের নয় 
মৃত্যু'র
বা বলি
জীবন্ত অপমৃত্যু'র !-২৮.০৩.২০১৬

অপেক্ষা আর রাতের সম্পর্ক

তুমি জানো হয়তো
বা জানোনা
তবে অপেক্ষা আর
রাতের সম্পর্কটাও
ঠিক ততটাই গভীর
যতটা চাতক ও মেঘের !-২৮.০৩.২০১৬

পরিচয়ে সুখী

বাড়তি
তাই হয়
সম্পর্কগুলো পরিচয়ে সুখী
জীবন যন্ত্রণামুখর
বারোমাসে তেরো পার্বন ! - ২৮.০৩.২০১৬

তোমার আয়ু কতো

রাত তোমার আয়ু কতো
কবি তোমার কি ক্লান্তি নেই
যেন কি হারানো সুখ
অসুখ এর মলম নেবে যদি
বললে না যে রাত
তোমার আয়ু কতো !-২৮.০৩.২০১৬

Saturday, 26 March 2016

কথা দাও.......

সভ্যতার আলো ক্ষণিক
তোমাকে ভিজিয়েছে নন্দন !
বুক ভরা সুধা তব
কলমে তবু নীল্ !
রুদ্র প্রতাপে যা ধরেছি কন্ঠে
হেরেছি যন্ত্রনায় বার-বার !
আশ্রয় দিয়েছো নরম বুকে
তোমার আলতা চিহ্ন হৃদয় দুয়ারে !
জীবন
যৌবন তোমার দানে !
ক্ষয় কেবল ক্ষয়
তবু অক্ষত সঞ্চয় !
অপরিমেয় তব ভালোবাসা'র আকাশ
বিন্দু'র অহমে দিশেহারা যবে !
দিলে গভীরতা'র অবকাশ
নদী কে মোহনা
আকাশ কে দর্পণ !
ভাষা'রা অকুলান
বাউলের প্রাণ
খাঁচায় বাঁধে
কোন সে মুর্শিদ !
তুমি হলে বাউলানি
তোমায় পেলে মুক্ত হামি
মেঘ আমার ;বিন্দু আমার
বৃষ্টি ভেজা বসন্ত বুক
তোমায় দিলাম শীত রোদ্দুর !
শীতাতপে প্লাবিত জীবন
শহর জুড়ে ক্লান্ত প্রাণ
ভিজিয়ে দাও জরতা
তৃষ্ণা'দের খোলা বুকে
এঁকে দাও চুমু !
তর্পনের দহনে পুড়িয়েছো
তাই বিবস্ত্র বসন আমিও তোমার !
প্রাণ তোমার
কবিতা আমার
জীবন কাছে কখনও দূরে !
কে শুনবে ব্যর্থের এসরাজ ভৈরবী
কেউ জানেনা যন্ত্রনাদের নদী
মৃত্যু'র সাগরে
মোহনা'র খোঁজে আজও !
সম্ভাবনা'র ক্ষীন শিখা
জ্বলে তোমার গর্ভে
নয় গ্লানি চিরন্তন
সুর্যোদয়ের পূবে ঘনিষ্ঠতম মিলন !
আমার কন্যা
সে যে সুপ্ত মহাকালের আশ্রয়ে !
সোনার হরিন এনে দেবো তোমাকে
বদলে আমার কন্যা ফিরিয়ে দেবে
কথা দাও...........................!!!!-২৭.০৩.২০১৬

যা বলা যায়'না .......

কেউ যেন অধিকার চাইলে নিজেকে খুব অসহায় মনে হয়
কি আছে আমার আমি কাউকে কি দিতে পারি
অনেক কথা বলা যায় না ! - ২৭.০৩.২০১৬

Friday, 25 March 2016

অক্ষর জ্ঞানে জ্ঞানী যারা

সব নারী 
নাড়ী পায়না 
সব নারী 
প্রিয়া হয়না 
ওরা হতে চায় কামিনী 
বোঝেনা কবি'র মন
অক্ষর জ্ঞানে জ্ঞানী যারা
কবি তাদের হয়না ! - ২৬.০৩.২০১৬

বৃষ্টি ছোঁয়া

বৃষ্টি
মেঘ চিরে মাটি ছোঁবে
বৃষ্টি
আকাশের আবেগ বুকে নেবে !
বৃষ্টি
কবি ও যার কুল খোঁজে
বৃষ্টি
আমার উপন্যাসের প্রেমিকা !
বৃষ্টি
সবাই চায়
পায় সে অভাগা
যার মরুও নয় !
মরু যখন মুখ ফিরায়ে
তৃষ্ণা মুখরিত
আকুল অনাহুত প্রাণ
তখন আকাশ বৃষ্টি নামায় !
এমনি এক বৃষ্টি আমার জীবনে
তারে আমি চোখে দেখিনি
চিনেছি তার আঙ্গুল ছোঁয়া
বুঝেছি তার বুকের স্পন্দন !
গ্রীষ্মের দাবদাহে অতিষ্ঠ প্রাণ
প্রেমের মঙ্গল ঘট গেছে ভেঙ্গে
মন অভাগা চাতক ভিজেছে আমাবস্যায়
আমি তাকে পেয়েছি গোধুলি আলোয় !
আকাশ ফিরিয়ে দিয়েছে আমায়
মেঘ বলেছে নয় সে আমার
নিরুপায় আমি গেছি সাগর অভিমুখে
তৃষ্ণা তাতে মেটেনি
বৃষ্টি সেদিন ছুঁয়েছে আমায় !
শুধু কি তাই
পাহাড় পেরিয়ে ভাঙ্গা তরী চড়ে
চলেছি উজান পথে মোহনা খোঁজে
শঙ্খচিল সময় পথ রুখেছে
সেদিন বৃষ্টি ছুঁয়েছে আমায় !
নতজানু এ অস্তিত্ব
ধুলিধুসরিত পথে স্মৃতির আলোয়
ছায়া খুঁজেছে আকুল এ মন
সে ছায়া আপন হয়নি চোখ ভিজেছে কেবল
সেদিন বৃষ্টি ছুঁয়েছে আমায় !
পৌরুষের সংকীর্ণ শৃঙ্খল
তুচ্ছ অভিমানে বিদীর্ণ বুক
আলোয় ভরেছো আঁধার এ জীবন
আলো করেছো যত অন্ধকার
সেদিন আমি বৃষ্টি ছুঁয়েছি ! - ২৫.০৩.২০১৬

শঙ্খচিল

তুমি আমার শঙ্খচিল 
গোধুলি আলোয় আমি তোমাকে পেয়েছি !
তোমাকেই তো চেয়েছিলাম 
বাকি সব তো যন্ত্র 
প্রাণ নেই ওদের !-২৫.০৩.২০১৬

Thursday, 24 March 2016

তুমি লজ্জা পেলে

তুমি লজ্জা পেলে
তোমাকে
গোধূলি আলো'র মতন মনে হয়
আমি হই দখিনা বাতাস !-২৪.০৩.২০১৬

ইতি বনাম ইতিহাস

কিছু জীবন ইতি
কিছু ইতিহাস !-২৪.০৩.২০১৬

অবসর

একান্ত অবসর
দিনলিপি লেখা হয়না
ঘুমে ঢুলু
রাত জাগা চোখ
কাকে খুঁজিস অভাগা
কেউ জানেনা সে রাতের কথা
রাত শিকল ভাঙ্গে;সময় গড়ে !-২৪.০৩.২০১৬

Wednesday, 23 March 2016

শর্তহীন

শত শর্তেও 
আর ভালো থাকবোনা
তোকে ভালোবেসেছি 
তাইতো !-২৪.০৩.২০১৬

তুই নেই পাশে....

বন্য রাতেরা
নিয়ম মেনে সভ্য 
ত্রুটি নেই 
শুধু 
তুই নেই পাশে ! - ২৪.০৩.২০১৬

কাছাকাছি ...

কতো কাছাকাছি 
তোর্ বুক আর আমি
রাত হয়েছে সকাল 
পাহাড় বেয়ে নদী 
সমতল ছুঁয়েছে !-২৪.০৩.২০১৬

পার্থিব বা অপার্থিব

ফিরে তুমি আসবে
আসতে তোমাকে হবে 
আনবে আমার ভালোবাসা
পার্থিব বা অপার্থিব !-২৪.০৩.২০১৬

~~~Sarthok~~~

Vebechilam tor naam rakhbo Sarthok
chooto ekta Praan
chotto ekta Putul
jar janya ghum paranir gaan
vebechilam tor naam rakhbo Sarthok
aamar shorir jure
aamar moner gobhire
petechilam toke Aami
ajo se anubhuti aase ghure ghure
bhabechilam tor naam rakhbo Sarthok
aamar swapno dekha
amar chawa pawa
somosto kichu jure
chilo tor aasa jawa
bhebechilam tor naam rakhbo Sarthok
aaj'o tor janya hahakar
Moner gobhire andhokar
jiboner sab gaan sudhu bairthotar
sab e jano nirarthak
bhabechilam tor naam rakhbo.........................-Likhito 09.10.2012
Soujonne-Sumitra Mukherjee.......!!!!!!!

সিঁথি রাঙাবো না....

কথা না বললে কি এসে যায় 
যাকে ভালোবাসি
তাকে কি ভোলা যায় !
বিন্দু'র দানে 
সিন্ধু'র প্রাণ 
তোমার বুকেই আমার স্থান !
যতই হোক না দূর
মেঘ ছোঁবেই রোদ্দুর
যা কিছু অব্যক্ত
তুমি তা বোঝো !
মা সে তুমি
আমার কবিতা
নয় কি সে
আমার কনা !
তোমা হতেই সৃষ্টি
গাঁথা হোক
নকশী কাঁথার স্মৃতি !
রাঙ্গা সিঁথি
যদি কেড়েছে অধিকার
কথা দিলাম
সিঁথি রাঙাবো না ! - ২৩.০৩.২০১৬

Monday, 21 March 2016

ভেঙ্গে যেতেই হয়

মুঠোফোনটা বেজে গেল
দুরত্বটা রয়ে গেলো
কাছে আসার চেষ্টায় 
এভাবেই হারিয়ে যায় চেনা মুখ !
শহর জুড়ে বৃষ্টি 
বৃষ্টি ভিজেও একলা
একটা পাখি বাসা খোঁজে
রাত নাম একটা যবনিকা !
এভাবেই বসন্ত আসে যায়
সেদিন একটা লাশ
নাম পরিচয়হীন
ক'জন জানে আমি কবি !
বেঁচে থাকা'র ইচ্ছাটা
ম্লান হয়ে আসে
রসদ যায় ফুরিয়ে
তবুও পথের খোঁজ !
কখনও স্পর্শ
কখনও বিরাম
স্মৃতি বা নীরবতা
ভেঙ্গে যেতেই হয় !-২১.০৩.২০১৬

Saturday, 19 March 2016

মনটা ভালো নেই........

মনটা ভালো নেই
এই তো ক'টা দিন
আলোকবর্ষ
দৈর্ঘ্য যেমন
পেরোয় আলো নিমেষে !
এও তেমন
তোমার কাছে আসা !
মনটা ভালো নেই
একটা শুন্যতা
মরুময়
জীবনে মরিচিকা'র হানাহানি !
কাকে যেন খোঁজে দু'চোখ
মনটা ভালো নেই !
তোমার ছবি ভাসে
দুই চোখ আমার নিরুপায় !
লেখাটা মন্দ হয়না
শুধু আর ছন্দ পায়না !
কিছু ছেড়া শিকড়
জোড়া দেওয়ার আশায়
ভুলে যায় জল দিতে হয় !
অবাক করা তৃষ্ণা
যেমন সে চাতকের
তেমনি আকাশের !
মন তাকে মনে করেনা
তবু সে থাকে নীরবে !
অবাক হতে হয়
আজও যখন মন কেমন করে !
মনটা ভালো নেই
পূর্ণ বসন্তে
এ কেমন বর্ষা
ভাসে দু'চোখ
তবুও শুকনো মোহনা !
কিছুটা মাংস
প্রবহমান রক্ত
লাল অথবা নীল্ !
সব জেনেও
জরা এড়াতে পারিনা
যা কিছু অনিবার্য
মৃত্যু না হয় ক্লান্তি !
মনটা ভালো নেই
অভাবের সিড়ি বেয়ে
অভিযোগ পেরিয়ে
অনাহুত !
জর্জরিত
অবক্ষয়
তবুও হাসিমুখ !
"অভিনয়টা ভালো পারো"
ইচ্ছে হয়
আজ নিজেকে বলি !
দায় এড়ানো যায় না
জীবনের ক্ষয় থেমে যায় না !
ওরা সীমা'র কথা বলে
জানেনা কতখানি
অক্ষয় সম্পদ আছে সঞ্চিত
প্রতিটি শিশু
বইছে যে উত্তরাধিকার !
যা কিছু অনির্বান সঞ্চিত পৃথিবীতে
তোমার বুকেই সে সম্ভাবনা
হোক সঞ্চারিত তোমার গর্ভে
আবারও প্রাণ !
আজ এটুকুই থাক
মনটা ভালো নেই !-১৯.০৩.২০১৬

Wednesday, 16 March 2016

অন্ধ হাতড়ে যষ্ঠী.....

জোনাকি আলোয় 
মুক্তি'র খোঁজ 
এ এক অন্য অন্বেষণ !
জ্বলছে নিভছে 
যত প্রাণ 
সরীসৃপ থেকে স্তন্যপায়ী
হয়ে ওঠা সভ্যতা !
খুঁজেই চলেছে
শেষ নেই যার !
তোমার আদিতে
আমার অন্ত 

চিরকাল !
নাম পরিচয় সবেতেই
ভাঁড়ামো !
সময়ের আগে
নির্বাসিত জীবন !
তর্পণ থেকে তৃষ্ণা
কেন্দ্রে তুমি !
আমি আজও
বিদায় বলতে শিখিনি !
মেঘ হয়েছে 

বালিকা
আমার স্বপ্ন তুমিময় !
আকাশ পানে তোমার খোঁজ
তোমার গর্ভে
আমার মুক্তি দূত 

আমি !
সংসার নয় আমার
কেই বা আমি তোমার বিরহে !
তোমার দানে তৃপ্ত প্রাণ
তুমি হীন
অন্ধ হাতড়ে যষ্ঠী ! - ১৬.০৩.২০১৬

Saturday, 12 March 2016

তোমার চোখে

একটা দিন তোমায় ছাড়া 
মনে হয় যেন কেটে যায় যুগ 
আজ তুমি এত কাছে 
তোমার চোখে 
কি যেন জলের মতো একটা !-১২.০৩.২০১৬

Friday, 11 March 2016

অতীত.....

অতীত থাকতে নয়
তুমি প্রেমিকা !-১২.০৩.২০১৬

শেষ ইচ্ছে তুমি

জীবনটা খোলা বই 
প্রতি পাতায় সৃষ্টি অনাবিল !
নির্জন নিশ্চুপ 
একটা মেঘমুক্ত আকাশ !
তারাদের জ্যোত্স্না ভেজা 
যুগল মানব -মানবী !
রাতের আকাশে এত সূর্য
তবে কেন দিন কাটেনা !
ছোট মনে হয় রাত কে 
বিন্দুদের শরীরে 
মহানগর  কে 
মনে হয় অবান্তর !
ভালো ছিল আমার ছোট শহর 
আকাশ দেখতাম 
পাখিদের চোখে ঘুম নামতে দেখিনি 
তবুও আমার চোখে স্বপ্ন ছিলো !
এখানে সবাই সওদাগর
ফর্সা মুখ 
এক বুক কালিমা !
আমি হারিয়ে গেছি অনেকদিন 
তবুও ওরা জানতে চায়নি !
আমি বুঝতে দিইনা 
আমার লড়াই আমার সাথে !
শীতাতপ জীবন আমার নয় 
আমার চাওয়া 
আকাশ -মুক্তি -আলো 
শেষ ইচ্ছে তুমি !
মন যুগিয়ে কথা বলা হয়নি 
কথাগুলো না বলাই থেকে গেছে 
ওরা ভুল বুঝেছে 
নিরুপায় হয়েই !-১১.০৩.২০১৬

Thursday, 10 March 2016

বিবর্ণ শীতল মৃত্যু ....

সবাই তো ভালোবাসতে চায়
আমার বুকে বিষ অনেক !
না চাইতেও
ঘনীভূত মেঘ শ্বাস রোধ করে !
তখন আমার ঘুম পায়
আমার ভালো না লাগলেও একা ঘুমাই !
তোমার ছোঁয়া
খুব প্রয়োজন
বৃষ্টি'রা সবুজ চায়
তাই মরু জল পায়না !
এক নদী বালি'র মাঝে জীবন
সে তুমি বুঝবে না !
আমার ক্ষতদের গভীরতা
যেন না কোনদিন তোমায় ছুঁয়ে !
এই যে দেখো এত মানুষ
মানুষ কি শুধু স্তুপ মাংস ?
না তা নয়
সন্ধানী দুটি চোখ !
পরিচয়ের তৃষ্ণা
মনের আনাচ কানাচ !
মৃত্যু আমি দেখেছি
সে তোমারই মতো !
তার ভ্রুক্ষেপ হয়না অভিমানে
সে যেন হাসে আনমনে !
আমিও তাই ভাবি
জীবন কতো অবুঝ !
ভরসা খোঁজে
ফেলে আসা পথের ধুলোয় !
কিছু জীবন ব্যতিক্রমী
কিছু ছক বাঁধা !
তোমাকে ভালোবেসেছি
কারণ একটাই
তোমার ব্যতিক্রম আমাকে টানে !
স্রোতের প্রতিকুল নাহলে
কেউ পুরুষ হয়না
অন্য জীব যারা ঋণস্বীকার করে না !
আমার চির ঋণী জীবন
দিনগত পাপক্ষয় !
চেতনার যে প্রতিদান হয়না
তবু আমি ঋণ মুক্তি চাই !
উপায় একটাই
আমার গন্তব্যের পথ তুমি বেয়ে !
তুমিগামী সকল স্মৃতি
সন্তান শুধু ফসল নয়
আমার অবর্তমানে
সেই তোমার চোখ হবে !
আয়ু'র ক্ষয় রুখি কিভাবে
অপ্রিয় হয়েও যা সত্য
একটাই পথ যা
তোমায় আমায় পৃথক করবে !
বিবর্ণ
শীতল
মৃত্যু .........!-১০.০৩.২০১৬

Tuesday, 8 March 2016

চিরবসন্ত

তুমি আমার উপন্যাস-এর নায়িকা
যেদিকে তাকাই পলাশ ফুটে আছে !
আগুনের পরশমনি তোমার দান
সুরহারা আমি
সুর খুঁজি তোমার চোখে !
আমার শিশির ভেজা আবেগগুলো
নিরলংকার হতে পারে
সে তোমার কাছেই শুধু !
আমার বর্ষা -গ্রীষ্ম-শীত
উদাসী সুরে কাকে ডাকে হলুদ পাখি !
যা তুমি জানোনা
পলাশ ফোটে সে তোমার অনুদান !
মেঘ কেটে রামধনু বের হয়
আলোর আলিঙ্গনে নামে নতুন সকাল !
ততোধিক
এক আনাড়ি ভাবে লেখক হবে
লিখবে উপন্যাস তোমাকে নিয়ে !
সেই যে মৈত্রেয়ী দেবী'র
"ন হন্যতে "
ততটাই অক্ষত তোমার আদর !
ঠোঁট জিভ নাভি
সমতল ভূমি'র অবতল আকর্ষণ !
বাধা নয় দূরত্ব
বাঁধ সাধে সময় !
আপেক্ষিক অনুভুতি'রা
কখনও চোখ বেয়ে জল
আবার
অসময় আসা ঝড় !
এলোমেলো হয়ে যায় পূর্ণতা'র অঙ্ক
ইচ্ছা হয় ফিরে যাই
আমি চাইনা হেন জটিলতা
যা আমাকে তোমাকে দুরে করে দেয় !
তোমার বুকে এক পাহাড় অভিমান
তবুও অগভীর মন আকাশ ছুঁতে চায়
আমি জানি তুমি ফিরবে !
ভয় হয়
অব্যর্থ অভিমানগুলো যেন
আমাকে কবর না দেয় ততদিনে !
তাও যদি হয় আমি ফিরবো
অপূর্ণ প্রেমের যা কিছু প্রাপ্য
রাত শেষ হয়না
দিনগুলো ছোট হয়ে আসে !
যেমন আমার চোখে তুমি চিরবসন্ত
তেমনি তোমার মেঘ ডাকলে
আমি আঁতকে উঠি
ঘুম হারা স্বপ্নেরা
আজও তোমায় চায় !-০৮.০৩.২০১৬ 

Monday, 7 March 2016

তোমাকে দিলাম .....

আমরা পরিপূরক
কালের রেখা দৃঢ়তর হয়ে
আলোকবর্ষ ছাড়িয়েছে !
তাই ফিরে ফিরে আসি
আমি জন্মান্তর তৃষিত
তুমি সুধাময়ী ~
যেভাবে নিঃশর্ত
আকাশের বুক জুড়ে মেঘ
তেমনি তুমি আমার !
অসীম ও অনন্তের
মেলবন্ধন.......
অলস দুপুর পেরিয়ে
প্রিয় সন্ধ্যা !
আজানের সুর আজ
অন্যরকম
তোমার দুয়া তে আমার নাম !
আমার বেঁচে থাকার নেশা
ততটাই আদিম
যতটা নির্লিপ্ত
তোমার কাছে জন্ম !
আমি চিঠি লিখে যাই
পরিযায়ী পাখি'র ডানায়
সেসব পার হয়
সাত সিন্ধু !
সব নদী একদিন স্রোত হারায়
সাগর তাতে শুকায় না !
মরুভূমি তে একদিন ছেয়ে যাবে
বিধ্বস্ত মন !
তবু প্রতি বসন্তে
আমার কলম লিখবে তোমাকে !
কতভাবেই তো ঋণরিক্ত  করেছো
অফুরান সব আবেগেরা
কৃতজ্ঞতার কথা বলবে কাকে ?
জন্ম দিয়েছো
ক্রমেই হয়েছো
অন্তিম শ্বাস সুন্দর !
আমার যাবতীয় ভাঙ্গা-গড়া
মাটি দিয়েছো তুমি
আমি শিকড় গেঁথেছি !
বুকের অমৃতে
জীবন যৌবন
অবিনশ্বর নীলকন্ঠ করেছো
সে তুমি !
ক্ষমা করো নিজ গুনে
আমার কলম
সেও তোমার গুনগ্রাহী !
নিতে রাজি তোমার দহন
মেহন সেও তোমাতে !
হীন এ জীবন
একটা গন্ডি চাই শুধু
বাঁধা পড়ি তোমার মাঝে
মুক্তি যে আমার নয়
তুমি ছাড়া মুক্তি চাইনা ! - ০৮.০৩.২০১৬

Benami....78

Akul paran
Akul hridoy
Akul a somoy
aaj j Chander Haat boseche
aaj purno a Hridoy.....

Benami....77

Sokol somporker mullayon
korte hoyto chai
parina
buji na hoyto somporker mullo
othoba mullo dite pari naa...!!!

Saturday, 5 March 2016

তুমি প্রথম নারী

তুমি প্রথম নারী 
ছলনা'র অতীত 
দিয়েছো ধরা !
তুমি প্রথম নারী 
মনের বদলে 
সঁপেছো মন !
তুমি প্রথম নারী
যাকে ছুঁয়ে
পুণ্যতীর্থ প্রাণ !
তুমি প্রথম নারী
কবি'র চোখে
দিয়েছো আলো !
ঋণী যে কবিতা
কৃতজ্ঞ তোমার কাছে
আমার সময় অঞ্জলি তোমার চরণে !-০৫.০৩.২০১৬

শিশু প্রেমিক

আমি তোমার শিশু প্রেমিক 
অপূর্ণ শৈশবের দাবি 
আমার রক্তে আমৃত্যু শৈশব !
জটিলতার অতীত যা কিছু 
স্নিগ্ধ সুন্দর
চঞ্চল প্রাণ !
আমি তোমার
তুমি আমার !
আকাশ আমার ক্যানভাস
হারানোর নেই আমার
যা আমার সে তোমার !
বাতাসে দিয়েছে প্রাণ
বসন্ত তোমার দান !
যে পথ চলেছি
দেখেছি অপরুপা
তোমাকে আবিস্কার !
বয়ে গেছে সময় নদী
ঋতু'র বদলে এসেছে বর্ষা
আমি চিনেছি জল
অন্য নামে জীবন !
তৃষ্ণা যা ছিলো
অবকাশ দাওনি
বন্ধ চোখে
শীতল স্রোত গেছে নেমে !
কি থাকে চাওয়ার
শেষ নিঃশ্বাস যেন তোমার হয় ! - ০৫.০৩.২০১৬

তুমি নারী হয়ো....

এভাবেই যুগে যুগে 
তুমি নারী হয়ো !
অপরুপা যদি না হয়ো 
আমার হয়ো !
ভাবনার অবকাশ দিও না 
আকাশ হয়ো !
জ্যোত্স্না টুকু দিও
আমার রাত হোক বিনিদ্র
তোমার জন্যে !
ক্ষুদ্রতর আমার অস্তিত্ব
অসীমা হয়ো
আমি অনন্ত হোবো
তোমার মাঝে ! - ০৫.০৩.২০১৬

সঞ্চয়ের অঙ্গীকার

একরাশ অবকাশ আমার বুকে
এক চুমুক চুমু তোমার ঠোঁটে
এক আকাশ বৃষ্টি তোমাকে দেবো
একটা বালুচর যদি আমাকে দাও !
বিন্দু বিন্দু ঘাম
তোমার কপাল ছুঁয়ে আমার ঠোঁট !
যেভাবে বালিশ ভিজিয়েছো
ভিজিয়ে দাও আমার দু'চোখ !
আলতা রাঙাও
কাজল নাও চোখে
সুরভিত বৃন্তে
তোমাকে নদী মনে হয় !
যেভাবে সভ্যতা গর্ভে নিয়েছো
আমি চেয়ে থেকেছি !
আজ আবারও
সৃষ্টি চেয়েছে তার অধিকার !
সঞ্চয়ের অঙ্গীকার
তারা হবে তোমার ! - ০৫.০৩.২০১৬ 

Friday, 4 March 2016

শহরের সন্ধ্যা....

শহরের সন্ধ্যা
যানজট জোনাকি
আকাশে তারা
দুটি চোখ একাকী !
শুন্য পৃথিবী
ভাষাহীন !
দেখ কেমন নীরব
সব শিশু'র কান্না !
সভ্যতার ষড়যন্ত্র
অনিমেষ আলো !
রাতেরও একটা যৌবন আছে
যৌবন মাত্রের ইতিহাস থাকে !
আমার কলম
তুই নে ঠোঁটে !
তোর্ কথা লিখি আমি......-০৪.০৩.২০১৬   

তোর্ ছোঁয়ায় নীলকন্ঠ

তোকে লিখবো ভাবি 
নদী'রা বরফ হয়ে যায় !
একটা বিন্দু'র আঘাতে 
তোলপাড় পাথর বুক !
কেন হয় এমন 
তোকে ভাবলেই যে মনে হয়
বসন্ত এসে গেছে !
আমি যেদিকে দেখি পলাশ ফোটা
তোকে ছুঁলে তুইও তাই !
তোর্ গোলাপ পাপড়ি
ওম পায় শীতল মৃত্যু !
দ্বন্দহীন জীবন
নিরীহ নির্বিকার
ওরা যারা অন্ধ
ওদের অনুভুতি তীব্র অনেক বেশি
আমিও তাই চাই !
তোকে আমার আলো দেবো
আমার তো অনেক আলো !
তোকে দেখতে ভালো না
তাতে কি
আমার আলোয় তুই চাঁদ হবি
পৃথিবী দেখবে !
কবি কে তোর্ মনে নেই
"একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু -মুসলমান !"
তুই শুধু কাঁদিস না কোনোদিন
তোর্ সূর্য আলো হারাবে !
পৃথিবীটা
একটা পাথর হয়ে থেকে যাবে
যদি না তুই থাকিস !
তোর্ বাধা নেই পর হতে
বাধা শুধু তুই বসন্ত থাকিস !
বসন্ত আমার বড় প্রিয় রে
আমার বুক যেমন অন্তহীন তোর্ কাছে
বসন্ত তেমনি আমার চোখে !
আজ একটু অন্যভাবে শেষ করতে চাই
তোর্ চোখে জল দেখলে ইচ্ছা হয়
আমি আরণ্যক হই !
তোকে আজ বলি এক প্রেমিকের কথা
শেষ চিঠিতে যে প্রেমিকা কে বলেছিল
"পুতুলের চোখে জল কেন ?
পুতুলের চোখে জল মানায় না !"
তুই তো আমার প্রেমিকা
অর্ধনারীশ্বর 
তোর্ ছোঁয়ায় নীলকন্ঠ !-০৪.০৩.২০১৬

Thursday, 3 March 2016

প্রতিক্ষায় .....

আমার জন্মান্তর লালিত উপবাস
আমি তোমাকে দেখবো
নিরাকার !
তুমি ভাঙবে
আমি চেয়ে থাকবো
কত পথ পেরিয়ে এসেছি !
দেখতে দাও আমায়
অলংকারহীন তোমার ছায়া
প্রতিক্ষায়
প্রত্যক্ষ তৃষ্ণার্তের আর্ত নিবেদন !
প্রতি বিন্দু'র সঞ্চয় একটি সিন্ধু
আমার বুকে তোমার আকাশ !
ফিরিয়ে দিও না
আমি আর তবে
চোখ খুলবো না !-০৩.০৩.২০১৬

একটা নিরামিষ কবিতা

একটা নিরামিষ কবিতা
কেন্দ্রে নাভি
উপরে মাংস
নিচে চামড়া
দ্বন্দ চিরকালীন
"লোভে পাপ
পাপে মৃত্যু "
শিখা'র কথা
পতঙ্গ শোনে না
পুড়ে যেতেই হয় !-০৩.০৩.২০১৬

Wednesday, 2 March 2016

এলোমেলো হয়ে যাচ্ছি

এলোমেলো হয়ে গেছি
তৃষ্ণারা না জানি কবেই
খিদের মতই নিত্য হয়ে উঠেছে !
এখন বাঁধ ভাঙ্গে নীরবে
শুনতে পাই বিন্দুদের উচ্ছাস !
কে বা কারা
তুমি বা আমি
আপন হতে গিয়ে
অন্য হয়ে যাচ্ছ
কেমন যেন
এলোমেলো হয়ে যাচ্ছি !-০২.০৩.২০১৬

সভ্যতার জন্ম

তোমার নগ্নতায় লজ্জা
আমার সংযমে অনীহা
তোমার প্রেমে আকাশের বিস্তৃতি
আমার ভালোবাসা সভ্যতার জন্ম দেয় ! - ০২.০৩.২০১৬

নৌকাডুবি

কিসের এতো সংযম
কেনই বা অভিমান !
পদ্মপাতায় জল দাঁড়ায় না
আমার ইতিহাস জুড়ে নৌকাডুবি !
তোমরা যে বলো ভালোবাসা
তবে বাধা দিয়ো না !
চোখ দাও আমি দেখবো
দুরে থেকে ভালোবাসা
সে আবার কেমন !
তোমার চোখে জল মানায় না
যন্ত্রণা যাদের ছুঁয়ে
তাদের ভালোবাসতে নেই ! - ০২.০৩.২০১৬

বুনট.....

একটা রেখা শুধু
তোমার আমার মাঝে !
মুক্ত ছড়ানো পথে 
রজনীগন্ধা
এক অন্য অনুভুতি !
আমার বুকে তুমিও তাই
আমি ঘরোয়া হলে
কবিতারা অতিষ্ঠ হয় !
ওরা যে মুক্তির দূত
আমি বাধ্য
নির্বিকার
সন্ন্যাস ভুলে সোহাগী হই !
তোমাকে কাছে পেলে
আমার তীর্থ লাগবেনা !
ওরা নারী কে কতো নামেই ডাকে
আমি বলি ঈশ্বরের শ্রেষ্ঠ বুনট ! - ০২.০৩.২০১৬

Benami....76

Somoyer cholona 
naki cholona moyi Jibon!!!
ele tumi kache jokhon
korechi abohela
aaj tomay khuji
pothe-pothe
jethay nirjon-nirala!!!

Benami...75

tumi Sorir
aami Kamona
tumi Basona
aami Jatona
tumi Chatok
aami Srabon
tumi Madok
aami Unmadona
lelihaan tumi
Agnisikha
aami Dakhina
Paban
Opekkhar eti aaj
Milontithir logon!!!!!

Benami....74

Kano chirodin Valobasa abuj
kano chirokaal aamra Swadhin
ek Aakaser samiyana
ek e Chandra-Surjo
tobuo kano 
dure Tumi
kano Aami aaj o Ekaki..!!!!!

Benami...73

Matal hawa boiche aabar
aakase megh koreche
bhule jete chaiche jake
taake aabar mone poreche!!!!!!!!

Tuesday, 1 March 2016

ভাঙ্গন

সীমা তো পেরিয়ে গেছি সেই কবে
আজ এসেছি তোমার দ্বারে
দ্বার রক্ষা করবে তো
দেবে তো পথিক কে আশ্রয় !-০১.০৩.২০১৬

তোমার ঠোঁটের ছোঁয়া

কবে তোমার ঠোঁটের ছোঁয়া পাবো
আমার গোপন স্থানে !-০১.০৩.২০১৬

এখন তুমি আমার

প্রতি ঋতু তোমাকে পূর্ণতর
করেছে
মুছে গেছে
যত বেনামী প্রেমিকের আদর !
এখন তুমি
নিস্পাপ
এখন তুমি আমার !-০১.০৩.২০১৬

Benami...72

bar a bar a aaso
bar a bar a jao
ek ajana aabes a
a mon rangiye jao
chaina tobuo cheye thaki
jodi dekha pai
jodi tumi aaso!!!!!!
Jodi Valobaso!!!!