তোকে লিখবো ভাবি
নদী'রা বরফ হয়ে যায় !
একটা বিন্দু'র আঘাতে
তোলপাড় পাথর বুক !
কেন হয় এমন
তোকে ভাবলেই যে মনে হয়
বসন্ত এসে গেছে !
আমি যেদিকে দেখি পলাশ ফোটা
তোকে ছুঁলে তুইও তাই !
তোর্ গোলাপ পাপড়ি
ওম পায় শীতল মৃত্যু !
দ্বন্দহীন জীবন
নিরীহ নির্বিকার
ওরা যারা অন্ধ
ওদের অনুভুতি তীব্র অনেক বেশি
আমিও তাই চাই !
তোকে আমার আলো দেবো
আমার তো অনেক আলো !
তোকে দেখতে ভালো না
তাতে কি
আমার আলোয় তুই চাঁদ হবি
পৃথিবী দেখবে !
কবি কে তোর্ মনে নেই
"একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু -মুসলমান !"
তুই শুধু কাঁদিস না কোনোদিন
তোর্ সূর্য আলো হারাবে !
পৃথিবীটা
একটা পাথর হয়ে থেকে যাবে
যদি না তুই থাকিস !
তোর্ বাধা নেই পর হতে
বাধা শুধু তুই বসন্ত থাকিস !
বসন্ত আমার বড় প্রিয় রে
আমার বুক যেমন অন্তহীন তোর্ কাছে
বসন্ত তেমনি আমার চোখে !
আজ একটু অন্যভাবে শেষ করতে চাই
তোর্ চোখে জল দেখলে ইচ্ছা হয়
আমি আরণ্যক হই !
তোকে আজ বলি এক প্রেমিকের কথা
শেষ চিঠিতে যে প্রেমিকা কে বলেছিল
"পুতুলের চোখে জল কেন ?
পুতুলের চোখে জল মানায় না !"
তুই তো আমার প্রেমিকা
অর্ধনারীশ্বর
নদী'রা বরফ হয়ে যায় !
একটা বিন্দু'র আঘাতে
তোলপাড় পাথর বুক !
কেন হয় এমন
তোকে ভাবলেই যে মনে হয়
বসন্ত এসে গেছে !
আমি যেদিকে দেখি পলাশ ফোটা
তোকে ছুঁলে তুইও তাই !
তোর্ গোলাপ পাপড়ি
ওম পায় শীতল মৃত্যু !
দ্বন্দহীন জীবন
নিরীহ নির্বিকার
ওরা যারা অন্ধ
ওদের অনুভুতি তীব্র অনেক বেশি
আমিও তাই চাই !
তোকে আমার আলো দেবো
আমার তো অনেক আলো !
তোকে দেখতে ভালো না
তাতে কি
আমার আলোয় তুই চাঁদ হবি
পৃথিবী দেখবে !
কবি কে তোর্ মনে নেই
"একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু -মুসলমান !"
তুই শুধু কাঁদিস না কোনোদিন
তোর্ সূর্য আলো হারাবে !
পৃথিবীটা
একটা পাথর হয়ে থেকে যাবে
যদি না তুই থাকিস !
তোর্ বাধা নেই পর হতে
বাধা শুধু তুই বসন্ত থাকিস !
বসন্ত আমার বড় প্রিয় রে
আমার বুক যেমন অন্তহীন তোর্ কাছে
বসন্ত তেমনি আমার চোখে !
আজ একটু অন্যভাবে শেষ করতে চাই
তোর্ চোখে জল দেখলে ইচ্ছা হয়
আমি আরণ্যক হই !
তোকে আজ বলি এক প্রেমিকের কথা
শেষ চিঠিতে যে প্রেমিকা কে বলেছিল
"পুতুলের চোখে জল কেন ?
পুতুলের চোখে জল মানায় না !"
তুই তো আমার প্রেমিকা
অর্ধনারীশ্বর
তোর্ ছোঁয়ায় নীলকন্ঠ !-০৪.০৩.২০১৬
No comments:
Post a Comment