কথা না বললে কি এসে যায়
যাকে ভালোবাসি
তাকে কি ভোলা যায় !
বিন্দু'র দানে
সিন্ধু'র প্রাণ
তোমার বুকেই আমার স্থান !
যতই হোক না দূর
মেঘ ছোঁবেই রোদ্দুর
যা কিছু অব্যক্ত
তুমি তা বোঝো !
মা সে তুমি
আমার কবিতা
নয় কি সে
আমার কনা !
তোমা হতেই সৃষ্টি
গাঁথা হোক
নকশী কাঁথার স্মৃতি !
রাঙ্গা সিঁথি
যদি কেড়েছে অধিকার
কথা দিলাম
সিঁথি রাঙাবো না ! - ২৩.০৩.২০১৬
যাকে ভালোবাসি
তাকে কি ভোলা যায় !
বিন্দু'র দানে
সিন্ধু'র প্রাণ
তোমার বুকেই আমার স্থান !
যতই হোক না দূর
মেঘ ছোঁবেই রোদ্দুর
যা কিছু অব্যক্ত
তুমি তা বোঝো !
মা সে তুমি
আমার কবিতা
নয় কি সে
আমার কনা !
তোমা হতেই সৃষ্টি
গাঁথা হোক
নকশী কাঁথার স্মৃতি !
রাঙ্গা সিঁথি
যদি কেড়েছে অধিকার
কথা দিলাম
সিঁথি রাঙাবো না ! - ২৩.০৩.২০১৬
No comments:
Post a Comment