Sunday, 27 March 2016

তোমার আয়ু কতো

রাত তোমার আয়ু কতো
কবি তোমার কি ক্লান্তি নেই
যেন কি হারানো সুখ
অসুখ এর মলম নেবে যদি
বললে না যে রাত
তোমার আয়ু কতো !-২৮.০৩.২০১৬

No comments: