Wednesday, 24 May 2017

প্রেম পূর্ণ হলে

প্রাপ্ত বয়স্ক
সবটাই তদনুযায়ী
সাহিত্য ,সম্পদ ,লালসা
উত্থান-পতন নিবৃত্তি
শুধু পরিণত নয় প্রেম
প্রেম পূর্ণ হলে
সময়ের হিসাব থাকেনা ~২৪.০৫.২০১৭

Tuesday, 23 May 2017

ক্লান্তি

যানজটের মাঝে
অতিষ্ঠ মনে হয়
নিত্য দিন গড়িয়ে রাত নামা
জোয়ার শেষে ভাটা
মৃত্যু মানেনা শিশু'র কল্পনা
ক্লান্তি শরীর চোখ বোজা তাই !-২৩.০৫.২০১৭

তোমার লাল ছেড়ে

থেকে থেকে
একা থাকা'টা আর সাধ্যের মধ্যে নেই
এক সময় যেটা স্বাধীনতা মনে হতো
ইদানিং নিজেকে করুনা হয়
মরীচিকা'র মতোই
সময়ের চোরাবালি যেন গিলে নিচ্ছে
চশমা ছাড়া ঝাপসা দেখি
নিয়মিত জীর্ণতা অবক্ষয়
জীবনের নামান্তর
ঋতু থেকে ঋতু
এক তোমার লাল ছেড়ে
সব রং ফিকে হয়ে আসছে !-২৩.০৫.২০১৭

Sunday, 21 May 2017

যদি মৃত্যু'র জয়

চিতা'র চতুর্ভূজ 
অপারগ আমি 
গানের গলা'টা
ভালো নেই আর 
ওরা যারা গরুর মাথা কাটে 
তফাৎ দেখিনা তোমাতে আমাতে
মন বাঁধা পরে যায়
স্মৃতি'রা শিকলের মতোই দৃঢ়
কোটি প্রবচন
জীবন কে মিথ্যে মনে হয়
শেষে যদি মৃত্যু'র জয় !-২১.০৫.২০১৭

Thursday, 18 May 2017

অন্তর্দ্বন্দ্ব

অন্তর্বাস ও অন্তর্দ্বন্দ্ব
দুইয়ের অদ্ভুত মিল
মানুষ চাইলেও বহিঃপ্রকাশ
করতে পারে না !-১৮.০৫.২০১৭

কি চাও তুমি

সাবলীল বয়ে চলেছে মুহূর্ত
বিমূর্ত বাস্তব ভাবায় না
কিছু সংস্থান প্রয়োজন
কিছু আয়োজন অযথা
অবান্তর ও অনন্তের মাঝে
আমি ও প্রশ্নেরা
কে তুমি যে স্বপ্ন হয়ে তাড়া করে চলেছো
চেতনাদের বিরাম দাও না যে
কি চাও তুমি !-১৮.০৫.২০১৭

Tuesday, 16 May 2017

বিহঙ্গম

জড় কে দিয়েছো প্রাণ
অমরত্বের মর্ম তোমাকে ঘিরে
তুমি স্থিতি ,তুমি প্রকৃতি ,তুমি সত্য
আত্মা বিহঙ্গের আকাশ তুমি ~১৭.০৫.২০১৭

Monday, 8 May 2017

আত্মহনন

চিহ্ন গুলো গভীরতার অবকাশ চায় 
সবাই পারেনা স্থবির হতে 
অনিশ্চয়তা তাড়া করে 
ভেঙে যায় সংযম 
অক্ষয় হওয়ার বাসনা 
বাসনা তখন নির্ভরতা চায়না
কেবল নির্লিপ্ত চোখ
শূন্যের গভীরতায় সত্তা খুঁজি
গন্ডি ভাঙতে থাকে
আবারও নতুন বৃত্ত সৃষ্টি হয় !-০৮.০৫.২০১৭

জন্ম মৃত্যু

বৈরাগ্য বাঁধা দানা মেলে ফকির জন্ম
মুহূর্ত জমাট ইতিউতি হাত পাতে মৃত্যু !-০৫.০৫.২০১৭

আমার মাঝে তুমি

নিত্য করে নেবো তোমাকে
অনিত্য সমাজ কেউ নয়
অসীমের মাঝে নিজেকে আবিষ্কার
ততটাই নিবিড় আমার মাঝে তুমি !-৩০.০৪.২০১৭

বেদুইন আমি

আমার সৃষ্টি'রা
ইদানিং ঘরছাড়া
ঠিক যেমন বেদুইন আমি
ঘরের ফেরার আশ্বাস ছিল
কেবল আমি
উজানের পথ বেছে নিলাম !-৩০.০৪.২০১৭

তৃষিত

বিরহের জ্বালা
অবুঝ মন
যুগান্তরের তৃষিত প্রাণ
আমি পাখি হয়ে উড়ে যাবো
ও'রা জানবেও না !-২৯.০৪.২০১৭

অজাতশত্রু

শেষরক্ষা হলো না 
অরক্ষণীয়া মুখোশ হারালো 
কতশত যে তার প্রেমিক 
মোহভঙ্গ হলো শেষে 
কেউ নেই আজ পাশে 
বর্ষা'র মেঘের মতই বেআব্রু
নির্মল স্বচ্ছ যেন আতশ কাঁচ মেয়েটা
যুগে যুগে আয়না ধরে চলেছে
সমাজ তাতে বদলে না
গভীরে গাঁথা সমাজের শিকড়
বিন্দু'র দর্পনে সিন্ধু অনুভব
প্রকৃতি'র মতোই অমোঘ কাল
অজাতশত্রু পুরুষ
প্রেমে ক্লান্ত
মায়াবী শরীর
তবুও যে অরক্ষণীয়া
কে করবে তাকে রক্ষা
উত্তর মেলেনা ! - ০৮.০৫.২০১৭