Thursday, 18 May 2017

কি চাও তুমি

সাবলীল বয়ে চলেছে মুহূর্ত
বিমূর্ত বাস্তব ভাবায় না
কিছু সংস্থান প্রয়োজন
কিছু আয়োজন অযথা
অবান্তর ও অনন্তের মাঝে
আমি ও প্রশ্নেরা
কে তুমি যে স্বপ্ন হয়ে তাড়া করে চলেছো
চেতনাদের বিরাম দাও না যে
কি চাও তুমি !-১৮.০৫.২০১৭

No comments: