Tuesday, 23 May 2017

তোমার লাল ছেড়ে

থেকে থেকে
একা থাকা'টা আর সাধ্যের মধ্যে নেই
এক সময় যেটা স্বাধীনতা মনে হতো
ইদানিং নিজেকে করুনা হয়
মরীচিকা'র মতোই
সময়ের চোরাবালি যেন গিলে নিচ্ছে
চশমা ছাড়া ঝাপসা দেখি
নিয়মিত জীর্ণতা অবক্ষয়
জীবনের নামান্তর
ঋতু থেকে ঋতু
এক তোমার লাল ছেড়ে
সব রং ফিকে হয়ে আসছে !-২৩.০৫.২০১৭

No comments: