Monday, 8 May 2017

আত্মহনন

চিহ্ন গুলো গভীরতার অবকাশ চায় 
সবাই পারেনা স্থবির হতে 
অনিশ্চয়তা তাড়া করে 
ভেঙে যায় সংযম 
অক্ষয় হওয়ার বাসনা 
বাসনা তখন নির্ভরতা চায়না
কেবল নির্লিপ্ত চোখ
শূন্যের গভীরতায় সত্তা খুঁজি
গন্ডি ভাঙতে থাকে
আবারও নতুন বৃত্ত সৃষ্টি হয় !-০৮.০৫.২০১৭

No comments: