কিছু সম্পর্ক বেছে নিয়েছি
ভেবেছি থাক হাতে গোনা
জীবনের বছর'গুলো হাত ফস্কে যায়
যত কাছে আসে মৃত্যু
বাড়তে থাকে জীবন লিপ্সা
জীবনী লেখা হয়না
কতই জীবন হিসাবের বাইরে
আমি তুমি'র সমীকরণ ভাঙে
কখনো মন আটকে মাংসে
স্থুল হলেও তো সত্যি
সুন্দরের কি অসীম মায়া
নৌকা যেমন পাল তুললে জীবন
তীরে থাকলে সেই যেন মৃত্যু !
একক সম্পর্কের সংজ্ঞা জীবন হারিয়েছে অনেকদিন
রয়ে গেছে শুধু কিছু প্রতিবিম্ব ! -৩০.০৭.২০১৭
ভেবেছি থাক হাতে গোনা
জীবনের বছর'গুলো হাত ফস্কে যায়
যত কাছে আসে মৃত্যু
বাড়তে থাকে জীবন লিপ্সা
জীবনী লেখা হয়না
কতই জীবন হিসাবের বাইরে
আমি তুমি'র সমীকরণ ভাঙে
কখনো মন আটকে মাংসে
স্থুল হলেও তো সত্যি
সুন্দরের কি অসীম মায়া
নৌকা যেমন পাল তুললে জীবন
তীরে থাকলে সেই যেন মৃত্যু !
একক সম্পর্কের সংজ্ঞা জীবন হারিয়েছে অনেকদিন
রয়ে গেছে শুধু কিছু প্রতিবিম্ব ! -৩০.০৭.২০১৭