Saturday, 29 July 2017

জলছবি

কিছু সম্পর্ক বেছে নিয়েছি
ভেবেছি থাক হাতে গোনা
জীবনের বছর'গুলো হাত ফস্কে যায়
যত কাছে আসে মৃত্যু
বাড়তে থাকে জীবন লিপ্সা
জীবনী লেখা হয়না
কতই জীবন হিসাবের বাইরে
আমি তুমি'র সমীকরণ ভাঙে
কখনো মন আটকে মাংসে
স্থুল হলেও তো সত্যি
সুন্দরের কি অসীম মায়া
নৌকা যেমন পাল তুললে জীবন
তীরে থাকলে সেই যেন মৃত্যু !
একক সম্পর্কের সংজ্ঞা জীবন হারিয়েছে অনেকদিন
রয়ে গেছে শুধু কিছু প্রতিবিম্ব ! -৩০.০৭.২০১৭

Thursday, 20 July 2017

তুমিও যা আমিও তাই

সমাজ থাকলে
থাকবেই সামাজিকতা
কম বেশি
দর্শন বলা যেতেই পারে !
ব্যক্তিজীবনেও
থেকে থাকে দর্শন
বিন্দু তে
যারা সিন্ধু দেখে
তাদের আমরা বলি
অন্তর্মুখীন !
আমি হয়তো তাদের একজন
সন্ন্যাস সবার জন্যে নয়
অথচ একা সবাই
তুমিও যা আমিও তাই !-২০.০৭.২০১৭

Wednesday, 19 July 2017

অনির্বচনীয়

অনির্বচনীয় আবেগ
অন্তর্বাস মাত্রেই সহবাসের সঙ্গী
অপ্রয়োজনের মাত্রাহীন মাপকাঠি
আয়োজন ছাড়াই বেড়ে যায় উদ্বেল শরীর !-১৯.০৭.২০১৭

Saturday, 8 July 2017

ভাবিতেছি তারে

ভাবিতেছি তারে যে দেয়না ধরা
আমরা একই দেহে দুটি প্রাণী 
যার সুধা নয় রূপে 
শত শর্তের অতীত সাথে থাকা
সবাই তা বোঝেনা 
আমার জ্বরে পুড়ে যাওয়া শরীর
তার কোমল পরশ
সুধা কেবল রূপে নয়
রূপের অতীত অতল সাগর
গভীর যা কিছু অতলান্ত !-০৮.০৭.২০১৭

Monday, 3 July 2017

তবুও চেয়ে থাকবে..

তোমার কোমর ভাঙবে 
সে রাতের পর রাত
তুমি তাকে স্বপ্নের পুরুষ 
মেনে নেবে না 
রূপকথা ছাড়িয়ে একদিন 
বাস্তব নেমে আসবে
ধুলোমাখা রাজপথে
মনে হবে
এই তো সেই
যাকে এতদিন খুঁজেছি
প্রাণ চাইবে একবার ছুঁয়ে দেখি
ততদিনে তুমি মানসিক বিকারগ্রস্ত
মানবিক চোখ হারিয়েছো
দু'চোখে শ্রাবন নিয়ে
চেয়ে থাকবে কেবল
স্পষ্ট নয় এমনি এক দৃশ্য
তবুও চেয়ে থাকবে !-০৩.০৭.২০১৭

Sunday, 2 July 2017

অপ্রতিরোধ্য

ভাঙ্গন দেখতে অভ্যস্ত
আমি চিরদিন
তুমি খুব নতুন
এই পথে
আমার চোখের নিচে 
জমে আছে অনেক কালি
হয়তো তোমার
চোখে আসে না সেসব !
ক্লান্ত আমি
পর আপনের টানাপোড়েনে
তাই বিচার করি না আর !
আমার সামনে অনেকখানি পথ
কারও সঙ্গ পাবো
হয়তো পাবোনা !
পথ চলা থামবে না
শিখর এর স্বপ্ন যাদের চোখে
তারা অপেক্ষা কবে করেছে কারও !-০২.০৭.২০১৭