Monday, 3 July 2017

তবুও চেয়ে থাকবে..

তোমার কোমর ভাঙবে 
সে রাতের পর রাত
তুমি তাকে স্বপ্নের পুরুষ 
মেনে নেবে না 
রূপকথা ছাড়িয়ে একদিন 
বাস্তব নেমে আসবে
ধুলোমাখা রাজপথে
মনে হবে
এই তো সেই
যাকে এতদিন খুঁজেছি
প্রাণ চাইবে একবার ছুঁয়ে দেখি
ততদিনে তুমি মানসিক বিকারগ্রস্ত
মানবিক চোখ হারিয়েছো
দু'চোখে শ্রাবন নিয়ে
চেয়ে থাকবে কেবল
স্পষ্ট নয় এমনি এক দৃশ্য
তবুও চেয়ে থাকবে !-০৩.০৭.২০১৭

No comments: