ভাঙ্গন দেখতে অভ্যস্ত
আমি চিরদিন
তুমি খুব নতুন
এই পথে
আমার চোখের নিচে
জমে আছে অনেক কালি
হয়তো তোমার
চোখে আসে না সেসব !
আমি চিরদিন
তুমি খুব নতুন
এই পথে
আমার চোখের নিচে
জমে আছে অনেক কালি
হয়তো তোমার
চোখে আসে না সেসব !
ক্লান্ত আমি
পর আপনের টানাপোড়েনে
তাই বিচার করি না আর !
পর আপনের টানাপোড়েনে
তাই বিচার করি না আর !
আমার সামনে অনেকখানি পথ
কারও সঙ্গ পাবো
হয়তো পাবোনা !
কারও সঙ্গ পাবো
হয়তো পাবোনা !
পথ চলা থামবে না
শিখর এর স্বপ্ন যাদের চোখে
তারা অপেক্ষা কবে করেছে কারও !-০২.০৭.২০১৭
শিখর এর স্বপ্ন যাদের চোখে
তারা অপেক্ষা কবে করেছে কারও !-০২.০৭.২০১৭
No comments:
Post a Comment