Saturday, 8 July 2017

ভাবিতেছি তারে

ভাবিতেছি তারে যে দেয়না ধরা
আমরা একই দেহে দুটি প্রাণী 
যার সুধা নয় রূপে 
শত শর্তের অতীত সাথে থাকা
সবাই তা বোঝেনা 
আমার জ্বরে পুড়ে যাওয়া শরীর
তার কোমল পরশ
সুধা কেবল রূপে নয়
রূপের অতীত অতল সাগর
গভীর যা কিছু অতলান্ত !-০৮.০৭.২০১৭

No comments: