যদি বলতে অপেক্ষা জানি
যদি নাও বলতে ভালোবাসি
যদি বলতে শুধু তুমি
যদি নাও বলতে ভালোবাসি
যদি বলতে জ্যোৎস্না,ফুল ,আকাশ
যদি নাও বলতে ভালোবাসি
যদি বলতে বিদ্যুৎ,মেঘ বা বাতাস
যদি নাও বলতে ভালোবাসি
যদি বলতে আদি অনাদি ইত্যাদি
যদি নাও বলতে ভালোবাসি
যদি বলতে গঙ্গা ধরিত্রী গর্ভধারিনী
যদি নাও বলতে ভালোবাসি
যদি বলতে চোখ বুক নাভি
যদি নাও বলতে ভালোবাসি
তবুও বলতাম তুমি আমার !-২৭.০২.২০১৮
যদি নাও বলতে ভালোবাসি
যদি বলতে শুধু তুমি
যদি নাও বলতে ভালোবাসি
যদি বলতে জ্যোৎস্না,ফুল ,আকাশ
যদি নাও বলতে ভালোবাসি
যদি বলতে বিদ্যুৎ,মেঘ বা বাতাস
যদি নাও বলতে ভালোবাসি
যদি বলতে আদি অনাদি ইত্যাদি
যদি নাও বলতে ভালোবাসি
যদি বলতে গঙ্গা ধরিত্রী গর্ভধারিনী
যদি নাও বলতে ভালোবাসি
যদি বলতে চোখ বুক নাভি
যদি নাও বলতে ভালোবাসি
তবুও বলতাম তুমি আমার !-২৭.০২.২০১৮
No comments:
Post a Comment