Tuesday, 25 June 2019

নদী 'র নাম সীমা

আমার ছেলেবেলা
ছেলেবেলা জুড়ে এক নদী
আমি তখন ছোটো
সাহস হয়নি
কাছে যাই
ও'কে বলি
ভালোবাসি !
আজ দু 'দশক পেরোনো
নদী যুবতী
ও'র বুকে অনেক চিহ্ন
আঘাতে জরাজীর্ণ !
পুরুষের সাধ্য কতটুকু
নদী তা জানেনা
ও শুধু বোঝে দোস্তি
ও'র বিশ্বাস ছোটোবেলা
আবারও ফিরে আসবে !
মাপা দূরত্ব দু'জন আবারও
দুচোখে বিশ্বাস
জীবন থাকতে মুখোমুখি
যদি একবার হই
নদী 'কে বোলবো
কতটা ভালোবাসি !- ২৬.০৬.২০১৯

Monday, 24 June 2019

অভ্যস্ত

অনিশ্চয়তা'রা অভ্যাস হয়ে যাচ্ছে
যেন পবিত্রতা বয়ে আনা
আজানের সুর !
পুরুষ ধৃতরাষ্ট্র হলেও
তাতে
গান্ধারী'র
কৌমার্য অক্ষত থাকেনা !
অমরত্বের প্রত্যাশা
প্রেমের সর্বত্র
স্রোতহীনা স্রোতস্বিনী
প্রত্যক্ষ মরীচিকা !
খোদা'র কসম সেখানে
মিথ্যা অঙ্গীকার !
কাঁটাতারে আকাশ ভাগ হয়না
জীবন -কে সংজ্ঞা দেবে
এমন পরিভাষা বিজ্ঞানে অচল !
অপেক্ষা'র একাগ্রতায়
বিনম্র সমস্ত প্রতিকূলতা !
পথ চেয়ে জীবন
আরও একটা রাত
অনিশ্চয়তা'রা অভ্যাস হয়ে যাচ্ছে !-২৫.০৬.২০১৯

Sunday, 23 June 2019

মুখোমুখি

অপেক্ষা দীর্ঘতর হতে যায়
প্রত্যাশার দীর্ঘসূত্রিতা
রাত নামায়
সেবা'র ছুতোয়
মন্দির মসজিদ গির্জাগামী মানুষ
অপ্রত্যাশিত পথের বাঁকে
প্রাক্তন বর্তমান মুখোমুখি !-২৪.০৬.২০১৯

Saturday, 22 June 2019

জীবন কে লেখা চিঠি

জীবন কে লেখা চিঠি
জীবন
প্রযত্নে সীমা
ক্ষেত্রবিশেষে গৃহিনী আবার জননী
যুক্তি তর্কের আলো
যে অব্যক্ত অর্বাচীন
কথা জানেনা
সে কথা আজ তোমাকে
বোলবো
তুমি কে ?
তাইতো
তুমি সন্তান
প্রেমের ফসল
অবিনশ্বর চাক্ষুস !
তুমি কালপুরুষ
সময়ের দূত
তুমি ভাষার অতীত
নিতান্ত ক্ষুদ্র এ মানবের
বিশ্বজননী তুমি
বিপুলা পৃথিবী'র
অক্ষয় গর্ভের সিঞ্চিত সাধনা
সূর্যের দ্যুতি হার মানে
তোমার কাছে
জ্যোৎস্না যেন জলপ্রপাত
সদ্যযুবতীর পেলব স্পর্শ
ঝড় ওঠে তপোবনে
সব এলোমেলো হয়ে যায় !- ২২.০৬.২০১৯

Sunday, 9 June 2019

অনিন্দ্য-অহনা

সেদিনের পর থেকে অহনা
ঘর ছেড়ে বার হয়নি
বিশ্বাসের মূল্য চেয়েছিলো কেউ
ঘর ছেড়ে বার হয়েছিলো তাই
ঈদের চাঁদ সাক্ষী
যুগলবন্দী ভালোবাসা পথে পথে ফিরেছিলো
বাস ট্রাম ট্রেন সেরে
সমুদ্রের ধারে রুপোলি বালুচরে
ওদের শুভদৃষ্টি
রোমাঞ্চিত অহনা
সারা শরীরে শিহরণ
এই তো সেই মুহূর্ত
না জানি কতই কল্পনা'র ফসল
ঝড়ের রাতে অভিসারী ভালোবাসা
মূল্যবোধ তার সকল জলাঞ্জলি
প্রেম সাক্ষী সমুন্দর
সে যে কিছু নেয়না ফিরিয়ে দেয় ;
তাই হলো
ফিরে এলো একা অহনা
অনিন্দ্য'র খোঁজ পায়নি সে আর !-০৯.০৬.২০১৯

Friday, 7 June 2019

শুভেচ্ছা

শুভেচ্ছা জমা থাক
কবরে ফুল রাখতে এসো !-০৮.০৬.২০১৯